MIST Admission Circular 2023
Military Institute of Science and Technology (MIST)
ভর্তির বিজ্ঞপ্তি: স্নাতক প্রোগ্রাম 2023
✅পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (pdf নিচে দেওয়া আছে)
আসসালামুয়ালাইকুম ভর্তি যোদ্ধা
তোমাদের প্রায় সবারই একটি প্রবল ইচ্ছা রয়েছে তোমরা যাতে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার । তাই তোমার সেই ইচ্ছার পথের সহযাত্রী হওয়ার জন্য আমাকে সুযোগ দেওয়া জন্য ধন্যবাদ।
শুরুতে জানায়, তথ্যের সোর্স মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.mist.ac.bd । বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত নিচে টাইমলাইন আকারে আলোচনা করা হয়েছে । মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে ।
MIST ভর্তি পরীক্ষা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) 570 টি আসন রয়েছে।
Unit A
Civil Engineering (CE) = 60
Computer Science and Engineering (CSE) = 60
Electrical, Electronic and Communication Engineering (EECE) = 60
Mechanical Engineering (ME) = 60
Aeronautical Engineering (AE) = 50
Naval Architecture and Marine Engineering (NAME) = 40
Biomedical Engineering (BME) = 40
Nuclear Science and Engineering (NSE) = 40
Civil & Environmental Engineering Water Resources Engineering = 60
Industrial and Production Engineering (IPE) = 50
Petroleum and Mining Engineering (PME) = 25
Unit B
Architecture (ARCH) = 25
এই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে

ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
সেকেন্ড টাইম : আছে
2021 সালে এইচএসসি পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা থেকে পাঁচ শতাংশ (৫%) নম্বর কেটে নেওয়া হবে
পরীক্ষার্থীদের বাছাই : আছে
ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৯ মার্চ।
পরীক্ষার ধরণ : লিখিত
সময় : ২ ঘন্টা
মার্কস বন্টন : কোনও মাল্টিপল-চয়েস প্রশ্ন (এমসিকিউ) থাকবে না।
প্রশ্নগুলি ইংরেজি এবং বাংলা এবং উভয় ক্ষেত্রেই থাকবে
Math: 80 Physics: 60 Chemistry: 40 English: 20
Remarks Total Marks: 200 Examination Duration: 2 hours.
অঙ্কন এবং ইউনিট বি আর্কিটেকচার (আর্কিটেকচার) সম্পর্কিত বিষয়
Total Marks: 200 (ইউনিট A) + 200 ( ইউনিট B)
Examination Duration: (2+ 2) hours with a break in-between
পরীক্ষার স্থান : চট্টগ্রাম, কুমিল্লা , ঢাকা, খুলনা, বগুড়া আবেদনকারী জমা দেওয়ার সময় অবশ্যই কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে
Application Fee:
100 Taka (Unit A),
1200 Taka (Unit B and Unit A+B)
ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়: আগামী ১৮ মার্চ
ক্লাস শুরুর সম্ভাব্য সময়: ৯ এপ্রিল
সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের PDF ( প্রকৌশল ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় )
Total seats in MIST
ওয়েবসাইট: www.mist.ac.bd
আবেদনের যোগ্যতা
ক। এসএসসি (বা সমমানের)। বিজ্ঞান গ্রুপে ২০১৯ ও ২০২০ সালে উত্তীর্ণ প্রার্থীরা 5.0 স্কেলে সর্বনিম্ন জিপিএ 4.00 (চতুর্থ বিষয় ব্যতীত) প্রাপ্ত।
খ। এইচএসসি পরীক্ষা (বা সমমানের) ২০২২ ও ২০২১ সালে পাস হওয়া আবেদনকারীরা সর্বনিম্ন প্রাপ্ত হন চারটি বিষয়ে মোট গ্রেড ১৭ পয়েন্ট (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি)।
গ। জিসিই (‘ও’ এবং ‘এ’ স্তর বা সমমান):
(1) আবেদনকারীরা যারা 2020 এবং 2019 সালে ন্যূনতম ‘বি’ গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাস করেছেন জি.সি.ই. ‘ও’ স্তরে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি।
(2) 2022 এবং 2021 সালে ন্যূনতম দুটি ‘বি’ গ্রেড এবং একটি ‘সি’ গ্রেড সহ উত্তীর্ণ প্রার্থীরা জি.সি.ই. ‘এ’ স্তরে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ে।
(3) বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই এইচএসসি বা সমমানের স্তরে বায়োলজি থাকতে হবে সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ‘A -’ / জিসিই ‘A’ বা সমমানের স্তরের ন্যূনতম গ্রেড পয়েন্ট সহ ‘C’।
লিখিত পরীক্ষার জন্য সংক্ষিপ্ত বাছাই তালিকা
a। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। এই প্রার্থীদের মধ্যে রয়েছে: প্রার্থীরা 2022 সালে এইচ.এস.সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং 2021 সালে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে।
b। পরীক্ষার্থীরা গণিত, পদার্থবিজ্ঞান এবং প্রাপ্ত মোট জিপিএ / সংখ্যার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় রসায়ন। যোগ্য বাছাই করার জন্য অগ্রাধিকার ক্রম পরীক্ষার্থীরা গণিত, পদার্থবিজ্ঞান এবং তারপরে রসায়নে জিপিএ / নম্বর পাবেন।
c। আবেদনকারীদের পৃথক দুটি তালিকা (একটি চলতি বছরের জন্য এবং অন্যটি গত বছরের জন্য) তৈরি করা হবে কেবলমাত্র লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাইয়ের উদ্দেশ্য।
d। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম এমআইএসটি (www.mist.ac.bd) ওয়েবসাইটে অনলাইনে প্রকাশ করা হবে (পরে জানাতে হবে)
বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আমাদের Website বা FB Page এ খেয়াল রাখুন ।
মেধা তালিকা প্রস্তুত
1। এস.এস.সি / এইচ.এস.সি / সমমানের ফলাফলের জন্য কোনও number বরাদ্দ করা হয় না। এর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা। ইউনিট এ এবং ইউনিট বি উভয়ের জন্য লিখিত পরীক্ষায় ন্যূনতম যোগ্যতার নম্বর 40%
2। 2021 সালে এইচএসসি পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা থেকে পাঁচ শতাংশ (৫%) নম্বর কেটে নেওয়া হবে। এরপরে, একটি সম্মিলিত মেধা তালিকা (2022 এবং 2021 সালে এইচএসসি পাস করা প্রার্থীরা) এর জন্য প্রস্তুত হবে ভর্তি এবং বিভাগ বরাদ্দ।
MIST Total Academic Fees
বেসরকারী কর্মচারীদের ছেলে/মেয়ের জন্য
সরকারি কর্মচারীর ছেলে/মেয়ের জন্য
আবেদন ফর্ম জমা
এমআইএসটি কেবলমাত্র (www.mist.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দেওয়ার হবে। সফলভাবে আবেদন জমা দেওয়ার পরে, আবেদনকারী অনলাইনে একটি ব্যবহারকারী আইডি পাবেন। সেই ইউএসডি আইডি সহ, আবেদনকারীকে টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
Unit A এর জন্য ফি 1000 টাকা এবং B এবং Unit A+B এর জন্য 1200 টাকা।
ই-অ্যাপ্লিকেশন এবং ফি জমা দেওয়ার জন্য বিশদ নির্দেশাবলী এমআইএসটি ওয়েবসাইটে দেওয়া আছে। উভয়ই, আবেদনকারী এসএমএসের মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবেন যা কোনও যোগ্য আবেদনকারী অ্যাডমিট ডাউনলোড করতে পারে
কোটা আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র
ক। মুক্তিযোদ্ধা. সম্পর্কিত বাংলাদেশ গেজেটস / মুক্তিযুদ্ধ মন্ত্রক কর্তৃক জারি করা অস্থায়ী প্রশংসাপত্র যুদ্ধ বিষয়ক / লালমুক্তিবার্তা / বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে ভারতীয় তালিকা / প্রশংসাপত্র এবং সম্পর্ক মুক্তিযোদ্ধা সহ প্রশংসাপত্র।
MIST Admission Circular 2023 PDF
MIST Question Bank PDF
এখনই ডাউনলোড করুন : MIST Question Bank PDF
খ। সামরিক ওয়ার্ড (সামরিক কর্মীদের শিশু)
1) পরিবেশন করা। সংস্থার প্রধান / অনুমোদিত কর্মকর্তাদের কাছ থেকে শংসাপত্র।
2) অবসরপ্রাপ্ত।
3) কর্মকর্তা। সিওআরও / নৌ সচিবালয় / বিমান সচিবালয় থেকে শংসাপত্র।
4) সেনা / নৌ / বিমান বাহিনীর জেসিও / ওআর / এনসি
5) প্রশংসাপত্র / পরিষেবা রেকর্ড বই থেকে স্ব স্ব অস্ত্র / পরিষেবা রেকর্ড অফিস / খসড়া অফিস।
6। উপজাতি। স্থানীয় উপজেলা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত শংসাপত্র এবং জেলা কমিশনার স্বাক্ষরিত কাউন্টার
7। সমস্ত কোটার আবেদনকারীদের জন্য, উপরে উল্লিখিত মূল দলিলগুলি (হার্ডকপি) এমআইএসটি জমা দিতে হবে কোটা প্রমাণীকরণ / যাচাইয়ের জন্য ভর্তি অফিস
8. জিসিই আবেদনকারীদের জন্য ট্রান্সক্রিপ্ট /প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি (হার্ডকপি) অবশ্যই এমআইএসটিতে জমা দিতে হবে প্রমাণীকরণ / যাচাইয়ের জন্য ভর্তি অফিস
9. প্রার্থীদের ভর্তির যে কোনও পর্যায়ে অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে প্রক্রিয়া
10. আরও স্পষ্টতার জন্য:
অনুগ্রহ করে ভর্তি সহায়তা ডেস্ক যোগাযোগ করুন
অফিস সময় : 09 :00-17 :00 ।
01769024054
01769024056
01769024090
01769024094