গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার।গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
২২টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে ।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি প্রক্রিয়া দুই ধাপে শেষ হবে। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি ও প্রয়োজনীয় মাইগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পররিচালিত হবে। দ্বিতীয় ধাপে ভর্তিচ্ছুরা যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হবেন সেখানে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) দেশের সবগুলো জাতীয় দৈনিকে এ সংক্রন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে গুচ্ছভুক্ত কেন্দ্রীয় ভর্তি কমিটি। দুই ধাপে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd)-এর মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।
GST ওয়েবসাইটের Apply to Inpidual University লিংকের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের লিংক পাওয়া যাবে যা ব্যবহার করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।
গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষনীয়:
ক) আবেদনের সময়সীমা: ১৭/১০/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ২৭/১০/২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে । তবে ২৮/১০/২০২২ তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে অবশ্যই ফি পরিশোধ করতে হবে।
খ) লগইন: কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে লগইন-এর জন্য GST Application ID এবং GST Password ব্যবহার করতে হবে। GST Application ID/GST Password ভুলে গেলে শুধুমাত্র GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।
গ) মোবাইল নম্বর: আবেদনের কোন এক পর্যায়ে আবেদনকারীর মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোন কারনে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে। আবেদনকৃত বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু । Apply Now গিয়ে শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে। যেসব শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা থাকবে তাঁরা সকলেই প্রাথমিক আবেদন করতে পারবেন।
Read the Circular First, then Click Apply now ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তির অত্যন্ত নীতি ও নিয়ম মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ সার্কুলার PDF :
আবেদনের সময়সীমা অতিক্রমের পর পছন্দক্রম পরিবর্তনের কোন প্রকার সুযোগ থাকবে না। ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক শর্তসহ অন্যান্য বিষয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখা যাবে। ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।
গুচ্ছে বিশ্ববিদ্যালয় সাবজেক্ট যোগ্যতা অনুযায়ী উল্লেখ থাকবে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের আরও সহজ করা হয়েছে ভর্তি আবেদন প্রক্রিয়া। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। গতকাল বৃহস্পতিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গুচ্ছ ভর্তির আবেদন গ্রহণ চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে শিক্ষার্থীদের ৫০০ টাকা খরচ হবে। অর্থাৎ ৫০০ টাকা ফি দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এ ছাড়া কয়েকটি বিষয়ে আবেদন করতে বাড়তি ৩০০ টাকা গুনতে হবে। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
এই একটি ওয়েবসাইট থেকেই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সহজ করতে প্রাপ্ত নম্বর অনুযায়ী সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। এটি একটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। কয়েকটি বিশেষায়িত বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক। এরমধ্যে রয়েছে স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, চারুকলা (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য প্রভৃতি)। এসব বিভাগে পছন্দক্রম করলে ফি বাবদ অতিরিক্ত ৩০০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুসারে আবেদন ফি উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এবার একটি বিশ্ববিদ্যালয়ে ৫০০ টাকার মাধ্যমে তিনটি ইউনিটেই আবেদন করা যাবে। পূর্বে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পৃথক পৃথক আবেদনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি থেকে সরে আসা হয়েছে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীর নম্বর অনুযায়ী তাকে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। যেন তাকে সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে না হয়। উদাহারণ দিয়ে তিনি বলেন, ধরুণ এক শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর পেয়েছেন। এই নম্বরে সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা তার সামনে তুলে ধরা হবে। এখন পরবর্তী সিদ্ধান্ত ওই শিক্ষার্থী নিজেই নেবে। সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আর আত্মবিশ্বাসী না হলে সম্ভাব্য সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে।এর আগে ইউনিটভিত্তিক আবেদনে পৃথক ফি গ্রহণের সিদ্ধান্ত হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয় এবং আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। এখন ইউনিটভিত্তিক আবেদনের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক বিভাগের সব বিষয়ের জন্য আবেদন করতে পারবেন, সেই অনুসারে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক দুই বিভাগের বিষয়ের জন্যই আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি দেওয়ার পরেই সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের সময়, প্রক্রিয়া ও পেমেন্ট গুচ্ছের ওয়েবসাইটের Apply to Inpidual University লিংকের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের লিংক পাওয়া যাবে। যা ব্যবহার করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে নিম্নে উল্লেখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষনীয়: গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে। চলবে ২৭ অক্টোবর রাত ১১.৫৯টা পর্যন্ত। তবে আবেদন ২৭ অক্টোবর শেষ হলেও পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর রাত ১১.৫৯টা পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন ✅ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার গুচ্ছ বিশ্ববিদ্যালয় লগইন কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে লগইন-এর জন্য GST Application ID এবং GST Password ব্যবহার করতে হবে। GST Application ID / GST Password ভুলে গেলে শুধুমাত্র GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিতে কেন্দ্রীয় মেধাতালিকা তৈরির কথা থাকলেও সেটি করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো যে পৃথক পৃথক মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুচ্ছের ভর্তি আবেদন চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় পৃথক পৃথকভাবে আবেদন গ্রহণ করবে। আবেদনগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলো একটি মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠানোর পর তারা সেটি যাচাই করে দেখবে। ৭ নভেম্বর ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে।অনেক বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বর রাখছে আবার অনেকগুলো রাখছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাইগ্রেশনে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে এই উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি। মোবাইল নম্বর আবেদনের কোনো এক পর্যায়ে আবেদনকারীর মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোনো কারণে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় বিভাগ পছন্দক্রম GST গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ GST-এর তিনটি ইউনিট A, B, C-এ বিভক্ত। যে কোনো আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগসমূহে আবেদন করতে পারবে। আবেদনকৃত বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা অতিক্রমের পর পছন্দক্রম পরিবর্তনের কোন প্রকার সুযোগ থাকবে না। গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন ফি বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিটি ইউনিটের আবেদন ফি ৫০০/- (পাঁচশত) টাকা (ট্রানজেকশন ফি ব্যতিত)। যে সকল বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক সেই বিভাগ/বিভাগসমূহ পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলে প্রতিটির জন্য ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদন ফি-এর সাথে যোগ হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুসারে আবেদন ফি উল্লেখিত সময়সীমার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আরও পড়ুন : বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের কবে আবেদন করবেন ২০২২
গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি বিস্তারিত আবেদন পদ্ধতি ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় প্রার্থী বাছাই ও ভর্তি প্রক্রিয়া (ক) আবেদন সম্পন্ন হওয়ার পর প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব শর্তাবলী অনুসরন করে আবেদনকারীদের ইউনিটভিত্তিক মেধাক্রম ও বিভাগসমূহের পছন্দক্রম অনুসারে ভর্তিযোগ্য বিভাগ নির্বাচন করবে। সিট খালি থাকা সাপেক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন পদ্ধতি চলমান রাখবে এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয় তা পরিচালনা করবে। (খ) আবেদনকারী GST ওয়েবসাইটে লগইন করে আবেদনকৃত বিশ্ববিদ্যালয়সমূহে মেধাক্রম, ভর্তির জন্য নির্বাচিত বিভাগ (যদি থাকে) ইত্যাদি একযোগে দেখতে পাবে। (গ) সমূদয় ভর্তি প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি ও প্রয়োজনীয় মাইগ্রেশন GST ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পররিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া ফি বাবদ ৫০০০/= টাকা (পরবর্তীতে সমন্নয় করা হবে) জমা দিয়ে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মার্কসিট জমা দিতে হবে। (ঘ) সকল প্রকার মাইগ্রেশন প্রক্রিয়া GST ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে। একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া অটোমেটিক পদ্ধতিতে সম্পন্ন হবে। কোন আবেদনকারী চাইলে মাইগ্রেশন চলাকালীন সময়ে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য মাইগ্রেশন বন্ধ করতে পারবে। এক্ষেত্রে উক্ত আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। একজন আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকাকালীন অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন একটি বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে নিজে তা সম্পন্ন করতে হবে। (ঙ) দ্বিতীয় ধাপে কোন আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি (সকল প্রকার মাইগ্রেশন সম্পন্ন হবার পর)-এর জন্য নির্বাচিত হবে সেখানে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই ধাপে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে GST ওয়েবসাইটে প্রকাশিত হবে। সাধারণ তথ্য (সকল শিক্ষার্থীর জন্য) প্রাথমিক আবেদনঃ সিলেকশন পদ্ধতি থাকবে। সিলেক্ট হলে চূড়ান্ত আবেদন ফি ৫০০৳। আবেদন করতে পারবে : SSC- 2017, 2018, 2019 HSC-2020, 2021 ৩ টি ইউনিটে তিন দিন এক্সাম হবে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য। আবেদন যোগ্যতা : মানবিক- নুন্যতম মোট জিপিএ ৬.০০(যোগ্যতা শিথিল করা হয়েছে)। বানিজ্যঃ মোট জিপিএ ৬.০০(যোগ্যতা শিথিল করা হয়েছে)। বিজ্ঞানঃ মোট জিপিএ ৮.০০(পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে)। প্রবেশপত্র ডাউনলোডঃ ১ -১০ জুন। প্রতি ইউনিটে মোট ১,৫০০০০ জন এক্সাম দিতে পারবে, মোট পরিক্ষার কেন্দ্র হবে ৩১ টি। আবেদনের সময় সর্বনিম্ন ৫ টি কেন্দ্র চয়েজ দিতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন বিজ্ঞান : পদার্থবিজ্ঞান :(20×1)= 20 মার্কস রসায়ন : (20×1)= 20 মার্কস জীববিজ্ঞান : (20×1)= 20 মার্কস /উচ্চতর গণিত : (20×1)= 20 মার্কস /ICT : (20×1)= 20 মার্কস কেবল ২টি দাগ দেত্তয়া আবশ্যক (20×2)= 20 মার্কস= 40 মার্কস বাংলা : (10×1)= 10 মার্কস ইংরেজি : (10×1)= 10 মার্কস পদার্থবিজ্ঞান এবং রসায়ন দাগ দেত্তয়া অত্যাবশ্যক Total: 100 মার্কস বিজনেস স্টাডিস : Bangla : (13×1) = 13 মার্কস English : (12×1) = 12 মার্কস Accounting : (25×1) = 25 মার্কস ম্যানেজমেন্টে : (25×1) = 25 মার্কস ICT : (25×1) = 25 মার্কস Total : 100 মার্কস কলা ও মানবিক : Bangla (40 x 1)= 40 মার্কস English (35 x 1)= 35 মার্কস ICT : (25×1) = 25 মার্কস Total : 100 মার্কস
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তালিকা মোট আসন: ২৩ হাজার ১০৪ টি। নিচে বিশ্ববিদ্যালয়ের নাম,প্রশ্নব্যাংক ও আসন সংখ্যা দেয়া হলো। ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও আসন সংখ্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ১ হাজার ৭০৩টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ১ হাজার ২১০টি, মানবিকে ৩১০টি এবং বাণিজ্য শাখায় ৮৩টি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ২ হাজার ৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৩৬০টি, মানবিকে ৩৬৫টি এবং বাণিজ্য শাখায় ২৮০ টি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ৮১৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৭৩৩টি, মানবিকে ২৮টি এবং বাণিজ্য শাখায় ৫৪টি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ৯১০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬৮৫টি মানবিকে ১০০টি এবং বাণিজ্য শাখায় ১৪০টি। নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ১ হাজার ২৮৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৯৭০টি, মানবিকে ১৮৬টি এবং বাণিজ্য শাখায় ১২৯টি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ৯২০টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৫০টি, মানবিকে ১৪৫টি এবং বাণিজ্য শাখায় ১২৫টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ২ হাজার ৭৪৫টি আসনের মধ্যে এবার ১ হাজার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি করবে। পূর্বের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান শাখায় ১ হাজার ৪৬০টি মানবিকে ৩৮৫টি, বাণিজ্য শাখায় ৩১০টি এবং সম্মিলিত সবার জন্য ৫৯০টি আসন রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, মোট আসন: ১০০টি আসন রয়েছে। এর মধ্যে সবগুলোই বিজ্ঞান শাখার জন্য। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখা ও নেই বাণিজ্য শাখায় আসন নেই। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: ১৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৯০টি মানবিক শাখায় ৩০টি এবং বাণিজ্য শাখায় ৩০টি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৭৫টি এবং বাণিজ্য শাখায় ৭৫টি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন: মোট আসন সংখ্যা ৭৩০ টি।
১০টি সাধারণ বিশ্ববিদ্যালয়ের তালিকা ও আসন সংখ্যা ইসলামী বিশ্ববিদ্যালয় মোট আসন: ২ হাজার ৩০৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৫৫০টি, মানবিকে ১ হাজার ৪৭১টি এবং বাণিজ্য শাখায় ৪৫০টি। খুলনা বিশ্ববিদ্যালয় মোট আসন: ১ হাজার ২১৭ টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৪৫টি, মানবিকে ৪৩৫টি এবং বাণিজ্য শাখায় ৯১টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট আসন: ২ হাজার ৭৬৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ১ হাজার ২৪৫টি, মানবিকে ৮৫০টি, বাণিজ্য শাখায় ৫২০টি এবং চারুকলা সবার জন্য ১৫০টি। কুমিল্লা বিশ্বদ্যিালয় মোট আসন: ১ হাজার ১৯০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৫১৫টি মানবিকে ২৭৩টি এবং বাণিজ্য শাখায় ২৫২টি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মোট আসন: ১ হাজার ৬০টি আসনের মধ্যে বিজ্ঞানে ২৭২টি, মানবিকে ৫৪০টি এবং বাণিজ্য শাখায় ২৪৮টি আসন রয়েছে। বেগম রোকেয়া বিশ্বদ্যিালয় মোট আসন: ১ হাজার ৩১৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৯২টি, মানবিক শাখায় ৩৯৮টি এবং বাণিজ্য শাখায় ২৮১টি। বরিশাল বিশ্ববিদ্যালয় মোট আসন: ১ হাজার ৪৪০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬৪৯টি, মানবিক শাখায় ৪৬৩টি এবং বাণিজ্য শাখায় ৩০২টি আসন রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মোট আসন: ১৫৫টি আসনের মধ্যে মানবিকে ১২০টি এবং বাণিজ্য শাখায় ৩৫টি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় মোট আসন: ৯০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৩০টি, মানবিক শাখায় ৩০টি এবং সবার জন্য ৩০টি।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু । Apply Now গিয়ে শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে। যেসব শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা থাকবে তাঁরা সকলেই প্রাথমিক আবেদন করতে পারবেন। GST University Admission Test 2020-21 Circular https://gstadmission.ac.bd/ Read the Circular First, then Click Apply now ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তির অত্যন্ত নীতি ও নিয়ম মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।
২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ সার্কুলার PDF : ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ সার্কুলার PDF : ১০টি সাধারণ বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রশ্নব্যাংক ১০টি সাধারণ বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রশ্নব্যাংক ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রশ্নব্যাংক ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রশ্নব্যাংক
