রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ কেবলমাত্র Admit Card ডাউনলোড করলেই আবেদনকারী তার ভর্তি পরীক্ষার রোল নং জানতে পারবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২৩
➡️ থাকছে সেকেন্ড টাইম।
➡️ ৪ সিফটে প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার।
➡️ প্রাথমিক আবেদন (১৫ মার্চ দুপুর ১২টা থেকে ২৭ মার্চ রাত ১২টা), প্রাথমিক আবেদন ফি -৫৫ টাকা।
➡️ পরিক্ষার্থী সিলেকশন (৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা ২০২৩)।
➡️চলতি বছরের ২৯ মে,৩০ মে ও ৩১ মে ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
➡️ চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।
➡️ ৮০ টি এমসিকিউ প্রশ্নে ১০০ মার্কে পরীক্ষা হবে(১.২৫ করে), সময় ১ ঘন্টা।
➡️ এতে পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।
➡️ নেগেটিভ মার্কিং আছে ০.২০করে।
➡️ জিপিএ এর উপর কোন নাম্বার নাই।
➡️ পাস মার্ক ৪০।
➡️ আবেদন যোগ্যতাঃ বিজ্ঞান থেকে ৮.০০, বানিজ্য থেকে ৭.৫০, মানবিক থেকে ৭.০০। ( যে ইউনিটেই আবেদন করুক )
➡️একজন পরিক্ষার্থী ৩ টি ইউনিটেই আবেদন করতে পারবে।
রাবি ভর্তি পরীক্ষার সময়সূচী
রাবি ভর্তি পরীক্ষা ২০২৩ তিন ইউনিটের মোট চারটি শিফটে অনুুষ্ঠিত হবে । ১টি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহন করতে পারবেন । প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
২৯ মে ২০২৩ সি ইউনিট (বিজ্ঞান)
গ্রুপ-১ = সকাল ৯টা থেকে ১০টা,
গ্রুপ-২ = ১১টা থেকে ১২টা,
গ্রুপ-৩ = দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও
গ্রুপ-৪ = বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা
৩০ মে ২০২৩ এ ইউনিট (মানবিক)
ru a unit exam date
গ্রুপ-১ = সকাল ৯টা থেকে ১০টা,
গ্রুপ-২ = ১১টা থেকে ১২টা,
গ্রুপ-৩ = দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও
গ্রুপ-৪ = বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা
৩১ মে ২০২৩ বি ইউনিট (ব্যবসায়)
গ্রুপ-১ = সকাল ৯টা থেকে ১০টা,
গ্রুপ-২ = ১১টা থেকে ১২টা,
গ্রুপ-৩ = দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও
গ্রুপ-৪ = বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২-২০২৩
মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে। পাশ নম্বর ৪০। তিন ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার।
রাবি এ ইউনিট মানবন্টন
এ ইউনিটের মধ্যে ক (বাংলা) অংশে ৩৫, খ (ইংরেজি) অংশে ৩৫ এবং গ (সাধারণ জ্ঞান) অংশে ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট আসনের ৬০ % মানবিকের জন্য নির্ধারিত থাকবে। বাকি ৪০% আসন অন্য বিভাগের জন্য।
রাবি বি ইউনিট মানবন্টন
বি ইউনিটে বাণিজ্য এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন। বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজিতে ২৫, আইসিটিতে ১৫, হিসাব বিজ্ঞানে ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫ এবং বাংলায় ১০ নম্বরের প্রশ্ন থাকবে। অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য ইংরেজি ৩০, বাংলায় ২০, সাধারণ জ্ঞান ২৫ এবং আইসিটিতে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে।
রাবি সি ইউনিট মানবন্টন
সি ইউনিটে বিজ্ঞান এবং অবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দুই ভাগে প্রশ্ন থাকবে। ক শাখার উত্তর দেয়া বাধ্যতামূলক। ক শাখায় পদার্থ বিজ্ঞানে ৩১.২৫, রসায়নে ৩১.২৫ এবং আইসিটি থেকে ৬.২৫ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। খ শাখায় যে কোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। এর মধ্যে গণিতে ৩১.২৫, এবং জীববিজ্ঞানে ৩১.২৫ নম্বর এবং গণিত+জীববিজ্ঞান সম্মিলিতভাবে ৩১.২৫ নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে যেকোন একটি অংশের উত্তর করতে হবে।
যারা অবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য বাংলায় ৩১.২৫, ইংরেজিতে ৩১.২৫ এবং সাধারণ জ্ঞান থেকে ৩৭.৫০ নম্বরের প্রশ্ন থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ থাকলেও চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে ৩৭ হাজার ৭৩২ টি আসন ফাঁকা রেখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ভর্তি পরীক্ষা।
ru admission circular 2020-21
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় এ, বি, সি ইউনিট মিলে মোট চূড়ান্ত আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যারমধ্যে এ ইউনিটে পড়েছে ৬৭ হাজার ২৩৭ টি, বি ইউনিটে মোট আবেদন পড়েছে ৩৮ হাজার ৬২১টি এবং সি ইউনিটে মোট আবেদন পড়েছে ৭২ হাজার ৪১০টি। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু।
RU Helpline
Email: ru_admission@ru.ac.bd
Call Helpline: 01703-899973, 01703-899974, 01797-234567
Office time: সকাল ১০:০০ – সন্ধ্যা ০৭:০০
রাবির ২০২৩ ভর্তি পরিক্ষার সার্কুলার
RU Admission Circular Download here
RU Question Bank PDF
মেধাক্রম নির্বাচন
MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পাবে।
তিন ধাপে কেন আবেদন প্রক্রিয়া চলবে, এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, একধাপে এই ভর্তি আবেদন পরিচালনা করলে অনেক সময় নির্ধারিত আবেদন পূর্ণ হয় না। কেননা বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় প্রাথমিক আবেদনে একই শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে আবেদন করে থাকে এবং যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক ইউনিটে তারা আবেদনের সুযোগ পায়। কিন্তু প্রাথমিক আবেদনে একাধিক ইউনিট পছন্দ করলেও পরে অনেকে চূড়ান্ত আবেদন করে না। আবার অনেকে প্রাথমিক আবেদন করলেও চূড়ান্ত আবেদন করে না। ফলে নির্ধারিত আবেদন সংখ্যা অপূর্ণ থেকে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২-২০২৩
রাবির গতবছরের চান্স প্রাপ্যদের ফাস্ট পজিশন ও লাস্ট পজিশন কারীদের নম্বর দেখুন রাবিতে মোট আসন ৪১৯১ টি(প্রায়)
A- Unit( মোট আসন: ২০১৯)
➡️ Group - 1: ফাস্ট পজিশন -০১ মোট প্রাপ্ত নম্বর : ৮২ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন -১৩৫৬ মোট প্রাপ্ত নম্বর : ৫৯ ( ১০০ নম্বর এর মধ্যে)
➡️ Group -2: ফাস্ট পজিশন -০১ মোট প্রাপ্ত নম্বর : ৮১.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন -১৩৮৩ মোট প্রাপ্ত নম্বর : ৬১ ( ১০০ নম্বর এর মধ্যে) এখানে সবার অধিকার সমান (সাইন্স, মানবিক, বানিজ্য) যে কেউ পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, জিকের উপর
B- Unit( মোট আসন সংখ্যা ৫৬০ টি)
➡️ বাণিজ্য শাখা:৪৫৫ টি ফাস্ট পজিশন -০১ মোট প্রাপ্ত নম্বর : ৭৭.০০ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন - ৬২১ মোট প্রাপ্ত নম্বর : ৫৯ ( ১০০ নম্বর এর মধ্যে)
➡️ বিজ্ঞান শাখা :৮৫ টি ফাস্ট পজিশন -০১ মোট প্রাপ্ত নম্বর : ৭৩.০০ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন -১৩৩ মোট প্রাপ্ত নম্বর : ৫৯ ( ১০০ নম্বর এর মধ্যে)
➡️ মানবিক শাখা : ২০টি ফাস্ট পজিশন -০১ মোট প্রাপ্ত নম্বর : ৬৪.০০ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন -২৭ মোট প্রাপ্ত নম্বর :৫৭ ( ১০০ নম্বর এর মধ্যে)
★ সকল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সবার আগে পেতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন
C- Unit( মোট আসন প্রায় ১৬১২ টি)
➡️ Group - 1: ফাস্ট পজিশন -০৫ মোট প্রাপ্ত নম্বর : ৮৭.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন -২৯৯৫ মোট প্রাপ্ত নম্বর : ৫৭ ( ১০০ নম্বর এর মধ্যে)
➡️ Group -2: ফাস্ট পজিশন -০৫ মোট প্রাপ্ত নম্বর : ৮১.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে) লাস্ট পজিশন -২৯২৯ মোট প্রাপ্ত নম্বর : ৫৬.৫০ ( ১০০ নম্বর এর মধ্যে)
এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪ হাজার ১৯১টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ২০১৯টি।‘সি’ ইউনিটে আসন ১৬১২টি। আর ‘বি’ ইউনিটে মোট আসন ৫৬০টি।এর অন্তর্ভুক্ত থাকবে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২০-২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় যা দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরিতে অনিবার্য অবদান রেখে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে রাবি ও বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের বিষয় তালিকা জানতে হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক আসন নম্বর সম্পর্কে সকল শিক্ষার্থীর জানা খুবই জরুরী। রাবিতে অনেক বিষয় এবং কিছু অনুষদ রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন সংখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগ রয়েছে। কিছু বিভাগ A ইউনিটের অন্তর্ভুক্ত। এটি কলা ও মানবিক অনুষদ। একে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ইউনিটও বলা হয়। রাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট লিখে দেওয়ার চেষ্টা করেছি।
রাবি এ ইউনিট সিট সংখ্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট আসন সংখ্যা ২০২০-২০২১
অনুষদের বিষয় ও আসন সংখ্যা
দর্শন = 110 ইতিহাস = 100 ইংরেজি = 100 বাংলা = 80
ইসলামী ইতিহাস ও সংস্কৃতি = 110 আরবি = 100
ইসলামিক স্টাডিজ = 110 সঙ্গীত = 30 থিয়েটার = 20
ফার্সি ভাষা ও সাহিত্য = 40 উর্দু = 40 সংস্কৃত = 56
আইন = 110 আইন ও ভূমি প্রশাসন = 50
সামাজিক বিজ্ঞান অর্থনীতি = 100 রাষ্ট্রবিজ্ঞান = 100
সামাজিক বিজ্ঞান = 80 গণযোগাযোগ ও সাংবাদিকতা = ৫০
তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা = 66 জনপ্রশাসন = 60
সমাজকর্ম = 70 নৃবিজ্ঞান = 50 লোককাহিনী = 60
আন্তর্জাতিক সম্পর্ক = 40
চারুকলা পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট এবং মুদ্রণ = 45
মৃৎশিল্প ও ভাস্কর্য = 30
গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প এবং শিল্পের ইতিহাস = 45
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট = 50
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা
RU B ইউনিটের বিষয় তালিকা ও আসন
খ ইউনিটকে আইন ইউনিট বলে। এর মাত্র দুটি ইউনিট রয়েছে, আইন ও আইন এবং ভূমি প্রশাসন। এটি একটি দাবিযোগ্য ইউনিট। বাংলাদেশে RU B ইউনিটের বেশ সুনাম রয়েছে। অনেক শিক্ষার্থী রাবি বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায়। এই বিভাগে, আমি রাবি বি ইউনিটের সমস্ত বিষয় এবং আসন দেওয়ার চেষ্টা করেছি।
অনুষদের বিষয় ও আসন সংখ্যা
Accounting and Information Systems = 110 Management studies = 100
Marketing = 110 Finance = 100 Banking and Insurance = 60
Tourism and Hospitality Management = 30
Institute of Business Administration IBA = 50
রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা
বিজ্ঞান অনুষদের বিষয়গুলো সি ইউনিটের অন্তর্ভুক্ত। বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এই ইউনিটেও কিছু বিষয় আছে। C ইউনিটের সকল বিষয় জানতে হলে আপনাকে সম্পূর্ণটি পড়তে হবে।
অনুষদের বিষয় ও আসন সংখ্যা
Mathematics = 110 Physics = 90 Chemistry = 100
Statistics = 90 Biochemistry & Molecular Biology = 50
Pharmacy = 50 Applied Mathematics = 80
Population Science & Human Resource Development = 60
Physical Education and Sports Sciences = 30 Biology
Psychology = 65 Botany = 70 Zoology = 80
Genetic Engineering & Biotechnology = 25
Medical Psychology = 30 Microbiology = 30
Agrieconomy & Agricultural Extention = 56
Crop Science & Technology = 56
Applied Chemistry and Chemical Engineering = 70
Computer Science & Engineering = 40
Information & Communication Engineering = 46
Material Science & Engineering = 50
Electrical & Electronic Engineering = 50
Geography and ecology = 70 Geology and Mining = 60
Fisheries = 50 Veterinary & Animal Sciences = 50
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল এবং এডমিট কার্ড
ভর্তি পরীক্ষা ফলাফল ৫ দিনের মধ্যে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে ফলাফল দেখার লিংক সংযোজন করা হবে । আপনি উক্ত লিংক থেকে সহজেই ভর্তি রেজাল্ট দেখতে পারবেন । আপনি আমাদের ওয়েবসাইট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্ড ডাউনলোড করতে পারেন ।
★ রাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সবার আগে পেতে Facebook Page এ ফলো দিয়ে কানেক্ট থাকো।