Armed Forces Medical College Admission Circular

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি

Armed Forces Medical College (AFMC) এবং ৫টি Army Medical College (AMC) MBBS ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে 

Armed Forces Medical College Admission Circular 2022-23

Armed Forces Medical College AFMC and Army Medical College AMC এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ - ২০২৩ । Armed Forces Medical College ভর্তি বিজ্ঞপ্তি 2022-23 । এএফএমসির ভর্তি বিজ্ঞপ্তি  ঘোষণা করা হয়েছে।

১১ মার্চ ( শনিবার, বিকাল ০৩.০০ টা মোট ১ ঘণ্টা) সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ ভর্তি লিখিত পরীক্ষা করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজ FAQ সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.afmcbd.com এবং আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে প্রার্থীরা এই ঠিকানায় ইমেইল পাঠাতে পারবেন afmcadmission@gmail.com এ যোগাযোগ করতে পারেন।

Armed Forces Medical College Admission Apply Now

Armed Forces Medical College Admission Circular

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী

➡️আবেদন শুরুঃ ১৩ ফেব্রুয়ারী ২০২৩ , সকাল ১০টায় 

➡️ আবেদনের শেষ তারিখঃ ২৩ ফেব্রুয়ারী ২০২৩ , দুপুর ২টা। 

➡️আবেদন ফিঃ ১০০০ টাকা। 

➡️আবেদনের ফি জমার শেষ তারিখঃ ২৩ ফেব্রুয়ারী ২০২৩ , দুপুর ৩টা। 

👉প্রবেশপত্র ডাউনলোড ৬ মার্চ থেকে ১০ মার্চ শুক্রবার পর্যন্ত

🎯পরীক্ষাঃ ১১ মার্চ, দুপুর ৩টা। 

➡️ সেকেন্ড টাইম থাকবে 

➡️ জিপিএ মার্ক : ২০০ 

➡️ এমসিকিউ মার্ক : ১০০ 

➡️ মোট আসন: 400 টি = AFMC (150) + AMC (50*5)

 Like Our FB Page: @Admission talks. 

Armed Forces Medical College AFMC tuition fee and total cost 

Army Medical College AMC tuition fee and total cost

Armed Forces Medical College AFMC tuition fee and total cost


এমবিবিএস ভর্তি পরীক্ষার মানবন্টন

১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মার্কস বন্টন : 

-পদার্থ=৩০, 

-রসায়ন=৩০, 

-জীববিজ্ঞান=৩০, 

-ইংরেজি=৫, 

-সাধারণ জ্ঞান=৫ 

মোট নম্বর = ১০০

আবেদনকারী আবেদন জমা দেওয়ার সময় অবশ্যই কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে

AFMC and AMC ভর্তিতে আবেদনের যোগ্যতা

২০১৯ বা ২০২০ SSC বা সমমানের পরীক্ষায় এবং 2021 বা 2022 সনে HSC বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যােগ্য হবেন। 2018 সনের পূর্বে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না। দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে 10 হতে হবে । 

সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে 9.00 হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ 4.00-এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।

সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। 

AFMC and AMC ভর্তিপরীক্ষায় পাশ নম্বর

MCQ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। 

Armed Forces Medical College Admission Circular PDF

সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজসমূহের এমবিবিএস ভর্তি এর বিস্তারিত নির্দেশনা

Download Admission Circular PDF

MBBS Question Bank PDF 2023

এখনই ডাউনলোড করুন MBBS Question Bank

Armed forces medical college and Arm medical college

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারী মেডিকেল কলেজ। আসন সংখ্যা ১৫০ টা। এই মেডিকেল আর্মি মেডিকেল কলেজ থেকে ভিন্ন। আর্মি মেডিকেলের খরচ বেসরকারীর মত হলেও এটা সরকারীর মত।এখানে দুইটা সেকশনে স্টুডেন্টদের ভর্তি করানে হয়। এবার টাকার কথায় আসি, ভর্তি হবার সময় আপনাকে ২৫০০০০টাকা জমা দিতে হবে যার ভেতর ২০০০০০টাকা এমবিবিএস শেষে ফেরত পাবেন।

এএমসিদের জন্য ভর্তির সময় কম লাগে কিছু।ভর্তির পর আপনার খাওয়া,লন্ড্রি,লাইব্রেরীর জন্য প্রতি তিন মাস পর পর ২৬০০০টাকা দিতে হবে।এমবিবিএস শেষ করতে এই হিসাবে ৬লাখ টাকা লাগে শুধু। এএমসি ক্যাডেটরা এমবিবিএস শেষে বাধ্যতামূলকভাবে আর্মিতে যোগ দিবে ।এএফএমসির ক্ষেত্রে কোন বাধ্যবধকতা নেই।কেউ চাইলে ডাক্তার হবার পর ISSB দিয়ে আর্মিতে যেতে পারবেন।মোটকথা এএফএমসি ক্যাডেটই ভাল।

এবার আসি ভর্তি পরীক্ষা নিয়ে।ভর্তি পরীক্ষা এইবছর থেকে নাকি armed forces আর বেসরকারী army medical একই প্রশ্নে অনুষ্ঠিত হবে।বিগত বছর পাবলিক মেডিকেলে আসা প্রশ্নগুলো থেকে কমন আসে। আপনারা যারা পরীক্ষার্থী তাদের সাজেস্ট করব আগে পাবলিক মেডিকেলের জন্য প্রস্তুত থাকুন।ওটাতে না হলে armed forces এ ফোকাস করবেন।পরীক্ষা অক্টোবরে হবে।সো, পরীক্ষার প্রস্তুতি হিসাবে পাবলিক মেডিকেলের জন্য যে প্রস্তুতি ছিল ওটাই নিবেন প্রথমটা এএফএমসি আর পরেরটা এএমসি। দুই সেকশনের স্টুডেন্টরা একই প্রশ্নেই একই দিনে একই ভর্তি পরীক্ষা দিয়ে থাকে।

এরপর এএফএমসি সেকশনের স্টুডেন্টরা যদি চান্স পায় তবে সরাসরি ভর্তি হতে পারে।তবে হ্যাঁ,ভর্তির সময় সামান্য একটু শারীরিক পরীক্ষা হয় যেটা পাবলিক মেডিকেল কলেজেও হয়ে থাকে।এটা কোন ম্যাটার না।আর এএমসি সেকশনের স্টুডেন্টদের চান্স পাবার পরও আরও কিছু পরীক্ষা দিতে হবে।সেটা হল ISSB. এটাই মেইন এএমসিদের জন্য।এডমিশন রেজাল্টের পর ৭০-৮০জনের নাম আসলেও ISSB তে অধিকাংশই ঝরে যায়।ফাইনালি ২৫জন সিলেক্ট হয় এই ৭০-৮০জনের মধ্যে।

তাই আমি ব্যাক্তিগতভাবে সাজেস্ট করব আপনারা ফরম পূরণের সময় এএমসি সিলেক্ট করবেন।কেননা চান্স পাবার পরও যদি ISSB এর জন্য ডাক্তার হবার সুযোগ নষ্ট হয়ে যায় তবে এর চেয়ে কষ্টের আর কিছু নেই।তবে এএমসিতে ফাইনালি সিলেক্ট হয়ে গেলে মাসে ১৫০০টাকা পকেট মানি পাওয়া যায় যা এএফএমসি ক্যাডেটরা পায় না। 

Physical Fitness for AMC Cadet 

Height (At least)

Male 1.63 Meter or 5’ 4” 

Female 1.55 Meter or 5’ 2” 

Weight (At least)

Male 45.45 Kg (100 Pounds) 

Female 40.90 Kg (90 Pounds) 

Chest (At least)

Male Normal -0.76 Meter (30 Inch) - 

Female Normal -0.71Meter (28 Inches) 

Male Expanded-0.81 Meter (32 Inch)

Female Expanded - 0.76 Meter (30 Inch)

Eyesight:  6/6 

Colour blindness will not be allowed. 

Hearing: Normal

AFMC and AMC এমবিবিএস ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর নম্বর

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে : SSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ=৭৫ নম্বর (সর্বোচ্চ) HSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ=১২৫ নম্বর (সর্বোচ্চ) লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং SSC/সমমান ও HSC/সমমান পরীক্ষায় জিপিএ এর উপর নম্বরের যােগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।এছাড়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ৮(আট) নম্বর কর্তন করে মেধাক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

Next Post Previous Post