বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩
✅ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ (PDF নিচে দেওয়া) হয়েছে ।
আসসালামুয়ালাইকুম ভর্তি যোদ্ধা
তোমাদের প্রায় সবারই একটি প্রবল ইচ্ছা রয়েছে তোমরা যাতে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি
আমি নিজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে তোমাদের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য যা যা বিষয়ে জানতে হবে সে সম্পর্কে বিস্তারিত সঠিক আপডেটেড তথ্য তুলে ধরা চেষ্টা করছি, তাই আমরা আজ বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে A to Z সব জানতে পারব। এই পোস্টটি পড়তে তোমার সবোর্চ্চ ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। তাই মনোযোগ সহকারে পড়তে হবে যাতে কোন কিছু যাতে অপূর্ণ না থাকে। চলো শুরু করা যাক,
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়েও আছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ। এটা দেশের বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়,যা বাংলাদেশের নৌবাহিনী নিয়ন্ত্রন করে । এটি দক্ষিণ এশিয়ায় ৩য় এবং পৃথিবীর ১২ তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এখানে 4টি বিষয়ে বিএসসি(সম্মান) সমুদ্রবিজ্ঞান , বিএসসি (ইন্জিনিয়ারিং) নেভাল আর্কিটেকচার ও অফশোর ইন্জিনিয়ারিং, মেরিটাইম ল প্রোগ্রামে এলএলবি (অনার্স) এবং বিবিএ পোর্ট ম্যানেজমেন্ট এবং লজিস্টিক প্রোগ্রামে ডিগ্রী প্রদান করা হয়। এটি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটির প্রধান ক্যাম্পাস হবে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাম্পাসে, যার কাজ চলতেছে। বর্তমানে এটি ঢাকার মিরপুর ১২ তে সরকারের বরাদ্দকৃত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালাচ্ছে। যারা সমুদ্রবিজ্ঞানে নিজেদের ভবিষ্যত গড়তে চান তারা আজ থেকেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পড়াশুনা শুরু করুন। এখানে 4টি বিষয়ের জন্য ভিন্ন প্রশ্নপত্রে আলাদা আলাদা 4টি ভর্তি পরীক্ষা দুই দিনে অনুষ্ঠিত হয় ।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট
শুরুতে জানায়, তথ্যের সোর্স বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.bsmrmu.edu.bd/ । বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত নিচে টাইমলাইন আকারে আলোচনা করা হয়েছে । বিইউপি ২০২২-২০২৩ ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে ।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
কিছু গুরুত্বপূর্ণ তথ্য (সকল আবেদনের জন্য)
বিইউপি ভর্তির আবেদন শুরু : আগামী ১ মার্চ ২০২৩
বিইউপি ভর্তির আবেদন শেষ : চলবে ২৩ মার্চ ২০২৩ পর্যন্ত
প্রাথমিক আবেদনঃ সিলেকশন পদ্ধতি থাকবে।
প্রাথমিক সিলেকশ ফলাফল : ৩০ মার্চ ২০২৩
বিইউপি ভর্তি আবেদন ফি : ৭০০/- টাকা
ভর্তি পরীক্ষা: ০৭-০৮ এপ্রিল ২০২৩
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৫ মে ২০২৩
ভর্তি কার্যক্রম: ২১ মে-২০ জুন ২০২৩
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৩ মার্চ ২০২৩
ভর্তি পরীক্ষার কেন্দ্র : ভর্তি পরীক্ষা ০৪ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে আবেদন ফর্মে পছন্দের কেন্দ্র উল্লেখ করতে হবে।
(ক) ঢাকা (খ) চট্টগ্রাম (গ) রংপুর (ঘ) খুলনা
BSMRMU ভর্তি পরীক্ষার সময়সূচি
ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি ০৭ এপ্রিল ২০২৩ খ্রি, শুত্রুবার সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা
ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন ০৭ এপ্রিল ২০২৩ খ্রি, শুত্রুবার বিকাল ০৩:৩০ ঘটিকা হতে ০৫:০০ ঘটিকা
ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ০৮ এপ্রিল ২০২৩ খ্রি, শনিবার সক্যাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ০৮ এপ্রিল ২০২৩ খ্রি, শনিবার বিকাল ০৩:৩০ ঘটিকা হতে ০৫:০০ ঘটিকা
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
✅ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা
অ্যাডমিট কার্ডগুলি আগামী ৩১ মার্চ থেকে ০৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত আবেদনকারীরা https://applyonline.bsmrmu.edu.bd/Admission/Home থেকে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। কিন্তু প্রযুক্তিগত জটিলতা এড়াতে, আবেদনকারীদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার
BSMRMU ভর্তি পরীক্ষা নিয়ে সম্প্রতি প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ১ম বর্ষ শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৪ টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার ৪টি ইউনিট হলো :
ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স
বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি
বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।
ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি
এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল'
ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন
বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি,বাংলাদেশ
(বাংলাদেশের একমাত্র পাবালিক মেরিটাইম ইউনিভাসিটি)
১৪/৬-১৪/২৩, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬
* আবেদন প্রক্রিয়াকরণ ফি অ-ফেরতযোগ্য।
BSMRMU আসন সংখ্যা
বিইউপির মোট আসন সংখ্যা 200টি।
বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি = 40 টি।
বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ = 40 টি।
বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং = 40 টি।
এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল' = 40 টি।
বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্ = 40 টি।
bsmrmu total cost per semester
.webp)
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের যোগ্যতা
শুধু ২০২১ এবং ২০২২ সালে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। ২০২২ সালের HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । পরীক্ষার্থীকে অবশ্যই ২০১৯ অথবা ২০২০ সালের মধ্যে SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে । বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন ।
নিচে সব ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল
✅ ওশেনোগ্রাফি প্রোগ্রামে
বর্তমান বা পূর্ববর্তী বছরে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।
ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচ (০৫) টি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে।
গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
✅ বিএসসি নেভাল আর্কিটেকচার এবং অফশোর ইঞ্জিনিয়ারিং (এনএওই) প্রোগ্রামে
বর্তমান বা পূর্ববর্তী বছরে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।
ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে "এ" গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে।
গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
✅ মেরিটাইম সামুদ্রিক আইন এলএলবি - ল প্রোগ্রামে
বর্তমান বা পূর্ববর্তী বছরে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।
ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে
খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ’সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।
✅ বিবিএ পোর্ট ম্যানেজমেন্ট এবং লজিস্টিক প্রোগ্রামে
বর্তমান বা পূর্ববর্তী বছরে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।
ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে
খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ’সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ - ২০২৩ পিডিএফ
✅ ভর্তির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে নিচের লিঙ্কে ভর্তি বিজ্ঞপ্তির pdf যুক্ত করা হয়েছে।
বিএসএমআরএমইউ ভর্তি সার্কুলার পিডিএফ
বিএসএমআরএমইউ ভর্তি আবেদনের লিংক
বিএসএমআরএমইউ প্রশ্নব্যাংক
বিএসএমআরএমইউ ভর্তি পরিক্ষার আসন বিন্যাস
বিএসএমআরএমইউ বিশ্ববিদ্যালয়ের প্রতি কেন্দ্রের বাইরে নোটিশ বোর্ডে আসন বিন্যাস প্রকাশ করা হবে পরিক্ষা দিন। এছাড়াও পরীক্ষার আগের দিন রাতে বিএসএমআরএমইউ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আসন বিন্যাস নিয়ে নোটিশ প্রকাশিত হয়। তাই পরীক্ষার আগের দিন রাতে তোমার রোল নং অনুযায়ী আসন বিন্যাস চেক করে নিবে। পরীক্ষার কেন্দ্রে আসন বিন্যাস চিনতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র (ভাইয়া/আপু) এর সাহায্য নিতে পারো ।
N.B : যদি বাড়ি থেকে কেন্দ্রের দূরত্ব অনেক দূরে হয় (যেমন চট্টগ্রাম থেকে বিএসএমআরএমইউ ) তবে ভর্তি পরীক্ষার কমপক্ষে ৫ থেকে ৭ দিন আগে ট্রেন কিংবা বাসের অগ্রিম টিকিট কেটে নিবে তোমার সুবিধা মতো। যারা চিন্তা করতেছো ভর্তি পরীক্ষা দিতে গিয়ে থাকবে কোথায় তারা বিশ্ববিদ্যালয়ের হলে, মসজিদে কিংবা আশেপাশের আবাসিক হোটেলে থাকতে পারবে। এই ক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইদের সাহায্য তোমার কাছে লাগবে। তাই ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে নিবে।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবণ্টন
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভিন্ন ভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । পরীক্ষার পদ্ধতি- নৈর্ব্যক্তিক MCQ এবং সংক্ষিপ্ত রচনামূলক Written | ভর্তি পরীক্ষার মোট সময় ৯০ মিনিট বরাদ্দ করা হয়েছে।
ওশানোগ্রাফি /মেরিন ফিশারিজ ইউনিটে মানবন্টন
ইংরেজি MCQ (12) + Written (8) = 20
গণিত MCQ (12) + Written (8) = 20
পদার্থবিজ্ঞান MCQ (12) + Written (8) = 20
রসায়ন MCQ (12) + Written (8) = 20 এবং
জীববিজ্ঞান MCQ (12) + Written (8) = 20
নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ইউনিটে মানবন্টন
ইংরেজি MCQ (12) + Written (8) = 20
গণিত MCQ (12) + Written (8) = 20
পদার্থবিজ্ঞান MCQ (12) + Written (8) = 20
রসায়ন MCQ (12) + Written (8) = 20 এবং
আইসিটি MCQ (12) + Written (8) = 20
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
✅ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
✅ গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার।গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
এলএলবি (অনার্স) ইন মেরিটাইম আইন এবং বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক ইউনিটে মানবণ্টন
বাংলা MCQ (15) + Written (10) = 25
ইংরেজি MCQ (15) + Written (10) = 25
গণিত/হিসাববিজ্ঞান/সাধারণ জ্ঞান MCQ (15) + Written (10) = 25
(যেকোনো 1টি বিষয়ের প্রশ্নের উত্তর করতে পারবে) এবং
আইসিটি MCQ (15) + Written (10) = 25
Q.বিএসএমআরএমইউতে চান্স পেতে কতো নাম্বার পেতে হবে ?
Ans. মোট নম্বরের ৪০% পাশ নম্বর হিসেবে গণ্য করা হবে। বিইউপিতে চান্স পেতে মোট ১০০ নম্বরের ৪৫- ৫০ % + অবশিষ্ট ২০ নম্বর প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ৬৫-৭০ নাম্বার পেতে হবে শিক্ষার্থীর।
বিএসএমআরএমইউ ভর্তির জন্য অনলাইনে আবেদনের পদ্ধতি
আবেদন ফি পরিশোধের পূর্বে অবশ্যই পিডিএফ ভর্তি নির্দেশিকার আবেদন পদ্ধতি অংশটি ভালোভাবে পড়ে নিতে হবে। এ সম্পর্কে অভিজ্ঞ কারো সহায়তা নিলে ভালো হয়। যদি নিজে নিজে মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে অনলাইন আবেদন করতে চাও তবে ইউটিউব থেকে ভিডিওটি দেখতে পারো
নির্দেশাবলী প্রতিটি অনুষদের জন্য আবেদন প্রক্রিয়াকরণ ফি 700 টাকা আবেদন ফি (নগদ/বিকাশ/রকেট/মাই ক্যাশ/টি- ক্যাশ ইত্যাদি) এবং ডেবিট/ক্রেডিট কার্ড (VISA, Master Card) এর মাধ্যমে প্রদান করা যাবে।
আবেদনকারীকে নি্ধরিত ওয়েবসাইট (applyonline.bsmrmu.edu.bd) এর মাধ্যমে ০১ মার্চ ২০২৩ হতে ২৩ মার্চ ২০২৩ তারিখের মধ্যে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে
বিএসএমআরএমইউ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হেল্পলাইন
বিএসএমআরএমইউ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ভর্তি পরীক্ষায় তিনটি বিভাগের ৪ টি ইউনিটের মাধ্যমে মোট কয়েক লাখ শিক্ষার্থী বিইউপির অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যারা বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল খুঁজছেন তারা Admission Talks ওয়েবসাইট থেকে বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩ পেয়ে যাবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে বিইউপির সকল ইউনিটের ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন। সবার আগে বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল এতে আমাদের সাথেই থাকুন।
ভর্তি পরীক্ষার আপডেট প্রতিদিন এক ক্লিকে পেতে আমাদের Android App: Admission Talks তোমার ফোনে ইন্সটল করে নাও। আর সাপ্তাহিক ভর্তি পরীক্ষার আপডেট পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে।
YouTube channel: https://www.youtube.com/@admissiontalks
দৃষ্টি আকর্ষণ : উক্ত পোস্টে উপস্থাপিত সব তথ্য দক্ষতা ও অভিজ্ঞতা সাথে ইন্টারনেট , বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট , বিভিন্ন জাতীয় প্রত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। একজন মানুষ কখনোই সম্পূর্ণভাবে ভূল ত্রুটির ঊর্দ্ধে নয় তাই আমাদের যদি কোন অনিচ্ছাকৃত ভুল থাকলে সকল ভূল সমূহের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমাপ্রার্থী এবং প্রাপ্ত ভূল ত্রুটির জন্য আমরা কোন ভাবেই দায়ি নই এবং ভর্তি যোদ্ধা ও অভিভাবকদের অনুরোধ করছি যদি কোন অনিচ্ছাকৃত ভুল পরিলক্ষিত হলে পোস্টের কমেন্ট , contact us পেইজে কিংবা আমাদের ফেসবুক পেজ/গ্রুপে অভিহিত করুন।
ফেসবুক গ্রুপ : Admission Information and Help Desk