৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি

All Agricultural University Admission Circular 2020-21 | admission-agri.org

All Agricultural University Admission Circular 2020-21

২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন ভর্তিচ্ছুরা। চলতি মাসের ৩১ অক্টোবর পর্যন্ত এটি চলবে। লগইন করে ডাউনলোড করতে পারছেন একইসঙ্গে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, তাদের তালিকা প্রকাশ ও ছবি আপলোডও শুরু হয়েছে।
৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

আগামী ১৭ নভেম্বর ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার পর ০২ ডিসেম্বর মধ্যে ফল প্রকাশ করা হবে
Apply Now এখন ক্লিক করুন এবং ওয়েবসাইটে  লগইন করে ফলাফল  দেখুন
https://admission-agri.org/

দ্বিতীয় বারের মতো ৭টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। 

Khulna agricultural university, an agricultural university in Bangladesh, Bangladesh agricultural university,  Sher e Bangla agricultural university, Sylhet agricultural university 


Agricultural university in Bangladesh : 

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে আসন আছে মোট ৩৪১৯টি।  

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ  আসন সংখ্যা : ১১১৬টি
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর  আসন সংখ্যা : ৩৩০টি
  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা  আসন সংখ্যা : ৭০৪টি
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট  আসন সংখ্যা : ৪৩১টি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী  আসন সংখ্যা : ৪৪৩টি
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম  আসন সংখ্যা : ২৪৫টি
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা  আসন সংখ্যা : ১৫০টি

আবেদনের সময়সীমা :  কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে আগামী ২ মে  থেকে এবং শেষ হবে ১০ জুন।

৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা : 

২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।

আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

মোট আসন সংখ্যার ১০ গুণ প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

আবেদন ফি : 

এক হাজার টাকা দিয়ে নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ পাবে না তাদের আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি বাবদ ৩০০ টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০ টাকা তাদের প্রদত্ত হিসাব নম্বরে ফেরত দেওয়া হবে ।

কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয় ও মানবন্টন :

আগামী ৪ সেপ্টেম্বর পুন:নির্ধারণ করা হয়েছে।  MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৭টি বিশ্ববিদ্যালয়ে একসাথে অনুষ্ঠিত হবে ।
  • প্রাণিবিজ্ঞান = ১৫ 
  • উদ্ভিদবিজ্ঞান = ১৫ 
  • পদার্থবিজ্ঞান = ২০
  • রসায়ন = ২০  
  • গণিত = ২০ এবং
  • ইংরেজি = ১০ নম্বরের প্রশ্ন থাকবে। 
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

সার্কুলার এ আরও বিস্তারিত পড়ুন 

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি PDF :

agricultural university admission

All Agricultural University Question Bank PDF : 


bangladesh agricultural university,

Agricultural university admission মেধা স্কোর

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করতঃ মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

Similar Tag and Keyword For This post:

agricultural university admission, agricultural university college, mymensingh agricultural university, shere bangla krishi university, krishi university, bangabandhu agricultural university, ,agricultural university, international university of business agriculture and technology, iubat university, bangabandhu sheikh mujibur rahman agricultural university
Next Post Previous Post