মেরিন শিক্ষানবিশ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
শিপ পারর্সোনেল ইনস্টিটিউট (এসপিটিআই) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
২০২৩ শিক্ষাবর্ষে মেরিন শিক্ষানবিশ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের আওতাধীন শিপ পারর্সোনেল ইনস্টিটিউট (এসপিটিআই)। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।
আবেদন ফি: ৩০০/- টাকা
Marine Apprentice Admission
মেরিন শিক্ষানবিশ হিসেবে ভর্তি বিজ্ঞপ্তি
শিক্ষাবর্ষ-২০২৩ (১১তম ব্যাচ)।
বিআইডরিউটিএ কর্তৃক শিপ পারর্সোনেল ইনস্টিটিউট (এসপিটিআই) ০১লা জানুয়ারী হতে ০১ (এক) বৎসর মেরিন শিক্ষানবিশ ডেক ও ইঞ্জিন কোর্সে & নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে আগামী ১৫ নভেম্বর মধ্যে আবেদন পত্রটি অধ্যক্ষ, এসপিটিআই, চরমুগরিরা, মাদারীপুর এ দপ্তরে পৌছাতে হবে ।
আবেদন পত্রে মোবাইল নম্বরসহ নিলে উল্লেখিত আনুষদ্দিক কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
ক) এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশের সনদপত্র ও একাডেমিক ট্রাঙ্গক্রিপ্টের সত্যায়িত কপি।
খ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক জাতীয়তা/চারিত্রিক সনদপত্রের কপি।
প) সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (দুই কপি)।
ঘ) অধ্যক্ষ, এসপিটিআই, চরমুগরিয়া, মাদারীপুর-এর অনুকূলে ৩০০/-(তিন শত) টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য)।
৬) নিজ ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাক টিকিট যুক্ত ০১ (এক)টি খাম।
চ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হব।
০১। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
০২। এসএসসি সার্টিফিকেট অনুযারী জন্ম তারিখ ৩১-১২-২২ তারিখে তার বয়স ১৬ বছর ৬ মাস হতে ২১ বছরের মধ্যে হতে হবে।
০৩। আবেদনকারী ডেক অথবা ইঞ্জিন যে শাখায় ভর্তি হতে ইচ্ছক তা আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
০৪। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষণিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কেন্দ্র অবস্থান করতে হবে।
মেরিন শিক্ষানবিশ ভর্তির পদ্ধতি:
০১। ন্যুনতম এসএসসি/সমসান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর মধ্য হতে নির্বাচনী পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে শিক্ষানবিশ নির্বাচিত করা হবে।
০২। বাংলা, ইংরেজী, অংক ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে ।
০৩। প্রতি শাখায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক, শারীরিক সুন্থতা, চক্ষু ও সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ ক্রতে হবে।
০৪। মৌখিক, শারীরিক সুস্থতা, চক্ষু ও সাতার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রতি শাখায় ২০ (বিশ) জন করে মোট ৯০ (চল্লিশ) জন শিক্ষানবিশকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
০৫। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেককে এককালীন ১৫.০০০/-(পনের হাজার) টাকা বার্ধিক কোর্স ফি (অফেরতবোগ্য) পরিশোধের মাধ্যমে ভর্তি হতে হবে। সুবিধাদি ৪ প্রশিক্ষণারথীদেরকে সার্বক্ষণিক কেন্দ্রে অবস্থান করতে হবে এবং তাদেরকে বিনা খরচে থাকা, খাওয়া ও প্রশিক্ষণ ইউনিফরম প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে দেশীয় অভ্যন্তরীণ,ফিশিং ভেসেলসহ অন্যান্য নৌঘানে চাকুরীর সুযোগ/সন্ভাবনা রয়েছে।