BUP LLM (Professional) Admission Circular

BANGLADESH UNIVERSITY OF PROFESSIONALS (BUP)

(A Public University Administered by the Bangladesh Armed Forces)

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) জানুযারি-এপ্রিল (১৭তম ব্যাচ) ২০২৩ এ আইন বিভাগে ‘মাস্টার অব ল (এলএলএম-প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

  • Admission Session: January-April 2023 (17" Batch)
  • আবেদন ফি: ১০০০ টাকা।

BUP LLM (Professional) Admission Circular 2023

BUP LLM (Professional) Admission Circular
BUP LLM (Professional) Admission Circular


 bup র এক বছর মেয়াদী ৩৬ ক্রেডিটের ‘মাস্টার্স অব ল’ এ ভর্তির আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই শিক্ষাজীবনে প্রাপ্ত ফলাফল মোট ন্যূনতম ৭ পয়েন্ট থাকতে হবে। আইন বিভাগে স্নাতক (সম্মান ও পাস) ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এ এলএলএম কোর্স করতে একজন শিক্ষার্থীর মোট খরচ হবে ১ লক্ষ ১৮ হাজার ৯৫০ টাকা। 

BUP invites application from potential candidates for Master of Laws (LLM-Professional) in the Department of Law under the Faculty of Security and Strategic Studies (FSSS).

Program: LLM (Professional)

Total Trimesters: 3

Duration: | year

Total Credits: 36 

BUP Academie Fees

1 Trimester-55,600/-

2 Trimester-32,450/-

3 Trimester-29,900/-

= 1,18,950/-

BUP LLM ADMISSION SCHEDULE

  • Online Application Submission: 13 Oct-30 Nov 2022
  • Admit Card Download: 01 December 2022
  • Date, Time & Venue of Written Test: 03 December 2022, 10:00 am. at BUP Campus, Mirpur Cantonment.
  • Viva-voce: 03 December 2022.
  • Publication of Final Result: 04 December 2022.
  • Admission: 05 December 2022 -30 December 2022
  • Class Commences & Opening Ceremony: 06 January 2023
  • Class Schedule: Friday & Saturday

LLM কোর্সে আবেদনের জন্য শিক্ষার্থীদের অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bup.edu.bd) থেকে আবেদন করতে হবে। 

ভর্তির আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২২। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ০১৭৬৯০২৮৫৮৩ থেকে জানা যাবে। 

বিইউপিতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাসরুমসহ রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ও সুপ্রীম কোর্টের অভিজ্ঞদের দ্বারা বিইউপিএ আইন বিভাগের ক্লাস নেয়া হয়। সবুজে ঘেরা বিইউপি ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিবহন সুবিধা।

*Candidates must have LL.B. (Hons) degree to apply for the course. 

*Candidates with O/A Level: Candidates must have a minimum average grade point of 2.5 in GCE O-Level (with a minimum of 05 Courses) and 2.0 in GCE A-Level (with a minimum of 02 Courses) with a bachelor’s degree to apply for the LLM (Professional) program. Letter grades of O-Level and A-Level subjects are converted to grade points as A*/A = 5, B= 4, C= 3.5, and D=3. For any foreign degree, the candidate must have an equivalence certificate.

The application Processing Fee is Taka 1000 (one thousand only). An application processing fee must be deposited online through your preferred Card/Mobile Financial Services/Internet Banking. A service charge is applicable. The detailed application procedure is available at the “How to Apply” link on the admission website: “admission.bup.edu.bd” Submission of Application, Application must be submitted online through the BUP website: admission. bup.edu.bd 

Next Post Previous Post