ইউনেস্কোতে ইন্টার্নশিপের সুযোগ

unesco internships

স্নাতক ডিগ্রিধারী অথবা পিএইচডিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সম্পুর্ণ বিনামূল্যে ১ মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে  ইউনেস্কো (UNESCO) । ২০ বছর বা তার অধিক বয়সী যেকোন দেশের তরুণ-তরুণীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। 

unesco internships


আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্যে হল, শিক্ষার্থীদের ইউনেস্কোর আদেশ, প্রোগ্রাম এবং প্রক্রিয়া সম্পর্কে জানানো এবং শেখানোর  পাশাপাশি ব্যবহারিক নিয়োগের মাধ্যমে তাদের একাডেমিক এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি করা। 


ইউনেস্কো ইন্টার্নশিপে আবেদন  যোগ্যতাসমূহঃ 

  • কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে৷ 
  • স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
  • ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে৷ 
  • কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে৷ 
  • যেকোন পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে৷ 
  • যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে৷


প্রয়োজনীয় নথিপত্রঃ 

১) মেডিকেল সার্টিফিকেট। 

২) জাতীয় পরিচয় পত্রের কপি৷ 

৩)একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 


ছুটিঃ ইন্টার্নশিপের সময়কালে প্রতি মাসে ২/৩ দিনের ছুটি প্রদান করা হবে।


ইউনেস্কোতে ইন্টার্নশিপের সুযোগ-সুবিধাঃ 

১)নিজের সুবিধামত জায়গায় ইন্টার্নশিপের সুযোগ। 

২)স্বাস্থ্য বীমা প্রদান করবে৷ 

৩)বিনামূল্যে আবেদন। 

যা যা প্রদান করবে নাঃ 

১) আবাসন ব্যবস্থা। 

২) যেকোন ধরবের ভিসা ও ভ্রমণ খরচ


আবেদন প্রক্রিয়াঃ 

বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন

unesco.org internships

Next Post Previous Post