নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ | ভর্তি ফলাফল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর নটরডেম কলেজকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন গ্রহণ করবে ।
নটরডেম কলেজ ভর্তি ২০২২-২০২৩
শিক্ষার্থীরা ভর্তির জন্য ৭. ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজন্ব ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে।
অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৩০০/- + বিকাশ চার্জ পাঠাতে হবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ভর্তির ক্ষেত্রে নৃগোষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।
নটরডেম কলেজে পড়ার যোগ্যতা
সদ্য এসএসসি পাস করা বিজ্ঞান বিভাগ -বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA -5.00, মানবিক বিভাগ GPA-3.00, ব্যবসায় শিক্ষা বিভাগ GPA- 4.00। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।ইংরেজি ভার্সনে 0 level -এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
নটরডেম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA- 4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
Notre dame college admission 2022-23 |
নটরডেম কলেজ আসন
- বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-১৮০০টি, ইংরেজি ভার্সন-৩০০টি,
- মানবিক বিভাগ-৪১০টি এবং
- ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৬০টি।
Notre dame college admission 2022-23
আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নটরডেম কলেজ ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ২১০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯০০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।
এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাত্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে।
Notre dame college admission syllabus
এসএসসি'র সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নটরডেম কলেজ মানবিক শাখা
যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
* বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
* মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
* ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়; বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ।
বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে ।
বি.দ্র.: ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই। ভর্তি পরীক্ষার জন্য কোচিং-এর প্রয়োজন নেই।
নটরডেম কলেজ হোস্টেল
নটরডেম কলেজে পড়ার খরচ কত
নটরডেম কলেজে ২০২২-২০২৩ একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুশিক্ষার্থীদের মধ্যে নির্বাচিতদের জন্যে ভর্তি ফি বিভাগ ভেদে ৭৫০০ - ৮৫০০ টাকা ।
নটরডেম কলেজের মাসিক বেতন
মাসিক বেতন ১০০০ টাকা থেকে শুরু করে ২৬০০ টাকা পর্যন্ত।
নটরডেম কলেজে পড়ার সুবিধা
- দেশসেরা ক্যাম্পাস
- মহান ও সেরা শিক্ষক
- কিছু Nerdy বন্ধুত্বের নেটওয়ার্ক
- নিজের প্রতিভার প্রকাশ ও প্রচার : নটরডেম কলেজে ১৯ টি ক্লাব আছে। প্রতিটা ক্লাবের নিজস্ব প্রকাশনা আর ইভেন্ট আছে । তোমার প্রতিভার প্রচারে এই ক্লাবগুলো বড় প্লাটফর্ম দেবে।
- অনুপ্রেরণার ভাণ্ডার : প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশী মুসা ইব্রাহীম নটরডেমিয়ান। ড. কামাল হোসেন, ড. আইনুন নিশাত, শাইখ সিরাজ,আবুল কালাম আজাদ, ইয়াফেস ওসমান, মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,শিরোনামহীনের জিয়াউর রহমান, তাহসান খান, বাপ্পা মজুমদার, প্রত্যেকে নটরডেমিয়ান।
বাংলাদেশে নটরডেম কলেজ কয়টি
বাংলাদেশে বর্তমানে নটরডেম কলেজের ২টি শাখা বিদ্যমান। ১টি মতিঝিল-আরামবাগে কমলাপুর রেলস্টেশনের কাছাকাছি অবস্থিত। ১টি ময়মনসিংহ অবস্থিত।
নটরডেম কলেজ কি সরকারি
নটর ডেম কলেজ, মতিঝিল, বাংলাদেশ - বেসরকারি
নটর ডেম কলেজ, ময়মনসিংহ, বাংলাদেশ - বেসরকারি
নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২
নটর ডেম কলেজের ২০২২ সালে লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা দেখুন
Download Hereনটরডেম কলেজ হেলপলাইন নম্বর
(সকাল ৮:৩০ টা হতে বিকাল ৪:৩০ টা )
- ০১৯৩৩৩২২৫৩০,
- ০১৯৩৩৩২২৫৩১,
- ০১৯৩৩৩২২৫৩২,
- ০১৯৬৭৬০৭৭৭৭,
- ০১৮৪৭৬০১৬০০