সকল শাখার জন্য Color Perception Standard-I |

যোগদানের সম্ভাব্য তারিখ : ২৮ জুন ২০২৩ শিক্ষাগত যোগ্যতা জিডিপি : মাধ‍্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে নূন্যতম লেটারগ্রেড A । GCE ও এবং এ লেভেল ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে নূন্যতম লেখার গ্রেড B এবং এ লেভেলে পদার্থ ও গণিত এ নূন্যতম লেটার গ্রেড B. লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ফিন‍্যান্স হিসাব বিজ্ঞান অন্যান্য যোগ্যতা অযোগ্যতা ১. সেনা/নৌ/বিমান বাহিনী বা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ ২. আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রীন্ড আউট অথবা দুবার প্রত‍্যাখ‍্যাত হলে ( তবে এক বার হলে আবেদন করতে পারবে) ৩. যেকোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত ৪. সিএমবি বা আপীল মেডিক‍্যাল বোর্ড করে ৫. প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল‍্যাসিক (LAsik) করা হলে গ্রহণ যোগ্য নয়। ১৯ বছর বয়সের পর ল‍্যাসিক করা হলে, ল‍্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নূন্যতম ৬ মাস অতিবাহিত হতে হবে। প্রশিক্ষণ /কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির ১ বছর সহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে স্নাতক ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) এর অধীনে বিএসসি অনার্স অ‍্যারোনটিক্স ডিগ্রি প্রদান করা হবে নির্বাচন পদ্ধতি : ১. প্রাথমিক লিখিত পরীক্ষা : আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র ফিন‍্যান্স শাখার জন্য : আইকিউ ইংরেজি ও ব‍্যবসায় শিক্ষা ২. প্রাথমিক ডাক্তারী পরীক্ষা ৩. মৌখিক পরীক্ষা ৪. আন্ত: বাহিনী নিবার্চন পর্ষদ ৫. কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ৬. ক‍্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) বি দ্র : পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল,ক‍্যালকুলেটর, ঘড়ি ইত‍্যাদি) এবং ব‍্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ সুবিধা প্রশিক্ষণকালিন অফিসার ক‍্যাডেটদের মাসিক ১০০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আর্কষনীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত। অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে Apply now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা পরিশোধ করা হলে মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। কোনো আবেদনকারী মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd এ আবেদনের জন্য ব‍্যবহৃত ইমেইল ঠিকানা হতে পেমেন্ট ইনভয়েসের(SMS) কপি/ যথেষ্ট প্রমাণ সহ ইমেইল করে জানাতে হবে। আবেদনের ১৫ সেপ্টেম্বর ২০২২ ৯ এপ্রিল ২০২৩ ২০২২ সালের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে পরীক্ষার তারিখ ২২, ২৪,২৯ও ৩১ জানুয়ারি ৭, ১৪, ১৯, ২৬ ও ২৮ জানুয়ারি ৫, ১২, ১৪ ও ২৮ মার্চ ৪, ৯ ও ১১ এপ্রিল আবেদন অনুসারে করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার কেন্দ্র সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের কেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর , তেজগাঁও , ঢাকা-১২১৫। পরীক্ষা গ্রহণের দিন সকাল ৮ টার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে।
Next Post Previous Post