বিইউপি অধিভুক্ত পিসার আর্মি ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি

বিইউপি অধিভুক্ত প্রয়াশ ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিসার) ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা সেনানিবাস, ঢাকা-1206

২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) আর্মি ইনস্টিটিউট প্রয়াশ ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিসার) বিভিন্ন বিভাগে কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পিসার আর্মি ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। বিইউপি অধিভুক্ত পিসার আর্মি ইনস্টিটিউট ভর্তি সার্কুলার ২০২৩ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ প্রকাশিত হয়েছে । 

piser admission circular 2023

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অধিভুক্ত ইনস্টিটিউট এ ভর্তি হতে ইচ্ছুক তাদের অব‍্যশই এই পোস্টটি বিস্তারিত ও সম্পূর্ন পড়া উচিত। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ও ভর্তি নির্দেশনা সমূহ জানা উচিত। তাই আজকে আমরা বিইউপি অধিভুক্ত পিসার আর্মি ইনস্টিটিউট এ ভর্তি সম্পর্কিত সকল তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো ও আলোচনা করব। 

কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী 

ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় 3.25 বা দ্বিতীয় বিভাগ/শ্রেণির নিচের জিপিএ আবেদনের জন্য যোগ্য হবে না। 

ভর্তি আবেদন শুরু: ০২ ফেব্রুয়ারি

ভর্তি আবেদনের শেষ: ভর্তির আবেদন গ্রহণের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। 

ভর্তি ফি জমাদান শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

আবেদন লিংক: http://proyash.edu.bd/new/ 

ভর্তি পরীক্ষা: ১০ মার্চ ২০২৩ (সকাল ১১টা) 

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১২ মার্চ ২০২৩ 

মৌখিক পরীক্ষা: ১৪-১৬ মার্চ ২০২৩ 

ভর্তির আনুষ্ঠানিকতা: ২০-২৫ মার্চ ২০২৩ 

ক্লাস শুরু: ২১ মার্চ ২০২৩ 

piser admission circular 2023


আগ্রহীরা যেভাবে আবেদন করবে

আগ্রহীরা এই ওয়েবসাইট (http://proyash.edu.bd/new/) থেকে আবেদন ফরম সংগ্রহ এবং পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় আবেদন ফি সহ জমা দিতে হবে। ঠিকানা: পিসার অফিস, ৩য় তলা, প্রয়াশ, রোড নং- 11, নির্ঝর আবাসিক এলাকা, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ অথবা ইমেইল করতে পারেন: info.piser@gmail.com 

proyash institute of special education and research

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অধিভুক্ত আর্মি ইনস্টিটিউট প্রয়াশ ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিসার) এক ও দুই বছর মেয়াদি মাস্টার্স বা স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ।

আগ্রহীরা যেসব বিষয়ে আবেদন করতে পারবেন

১। অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজি মাস্টার্স 

সময়: ২ বছর 

ভর্তি পরীক্ষার আবেদন ফি: ১৫০০ টাকা (অনলাইন চার্জসহ) 

২। স্পেশাল এডুকেশন বা এমএসইডি মাস্টার্স 

সময়: ১ বছর 

ভর্তি পরীক্ষার আবেদন ফি: ৮০০ টাকা (অনলাইন চার্জসহ) 

piser admission circular 2023 PDF

অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিতে আবেদনের যোগ্যতা

অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিতে বিএসসি অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা ইন স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজি/বিএসসি ইন স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজি অনার্স ডিগ্রি থাকা আবেদনকারীদের এই প্রোগ্রামে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ 3.00/2য় শ্রেণী সহ বিএসসি (সম্মান) অথবা স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে। 

স্পেশাল এডুকেশন বা এমএসইডিতে আবেদনের যোগ্যতা

বিএসইডি বা বিইডি (৩/৪-বছরের অনার্স) অথবা বিশেষ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিইডি (৪-বছরের অনার্স) ডিগ্রি থাকা আবেদনকারীদের এই প্রোগ্রামে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ 3.00/2য় শ্রেণী সহ বিএসসি (সম্মান) থাকতে হবে। 

কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিতে দেওয়া যেকোনো তথ্য/নির্দেশনা বাতিল/পরিবর্তন/পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। 

- পরিচালক,

প্রয়াশ ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (bup piser)

Next Post Previous Post