২১টি চবি অধিভুক্ত কলেজের তালিকা ও ভর্তি তথ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বিদ্যায়তনিক কার্যক্রমও পরিচালনের ব্যবস্থা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের ৩য় বৃহতম বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১০টি অনুষদের অধীনে ৫৭টি বিভাগ রয়েছে এবং সর্বমোট ২১টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট রয়েছে; যার মধ্যে সরকারি ৯টি ও বেসরকারি ১৩টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ৫টি।

When does Admission start?

Application start (Approx.) 

1st intake Admission Fall: July 31 

2nd intake Admission Spring: January 31 

Admission test (Approx.) 

1st intake Admission test: August 20 

2nd intake Admission test: February 20

চবি অধিভুক্ত কলেজে ভর্তি পরীক্ষার মান বণ্টন

ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার মান ৪০ নম্বর। ভর্তি পরীক্ষায় ইংরেজী, পদার্থ বিদ্যা, রসায়ন ও গণিত প্রতি বিষয়ে মান ১০ নম্বর। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে মাধ্যমিকের মোট জিপিএ এর ৪০% ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ এর ৬০% যোগ করে সর্বমোট ৫০ নম্বরের ফলাফল চুড়ান্ত করে উত্তীর্ণ তালিকা তৈরী করা হবে। ভর্তি পরীক্ষায় মোট ৫০ নম্বরে পাশ নম্বর ২০।

উক্ত তালিকা থেকে মোট আসন সংখ্যা অনুযায়ী চূড়ান্ত নির্বাচিত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীদের পছন্দ ক্রমানুযায়ী ও মেধাক্রম অনুসারে প্রস্তুত করে ফল প্রকাশ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক কোর্স সম্পন্ন হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্ক মূল সার্টিফিকেট প্রদান করা হবে।

চবি অধিভুক্ত কলেজে ভর্তি

চবি অধিভুক্ত কলেজে ভর্তি আবেদন খরচ

আবেদন ফরম চবি র ইঞ্জিনিয়ারিং অনুষদ কার্যালয় বা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউট অধ্যক্ষের কার্য্যালয় থেকে সংগ্রহ করা যাবে, অথবা চবির ওয়েবসাইট এ (www.cu.ac.bd) থেকে ডাউনলোড করে, ডিন ইঞ্জিনিয়ারিং অনুষদ, চবি বরাবর অগ্রণী ব্যাংক এর যে কোনো শাখা থেকে ৬০০/ (ছয়শত) টাকার পে অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অধিভুক্ত/ইনস্টিটিউট এ অফিসে জমা এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। 

চবি অধিভুক্ত বেসরকারী প্রযুক্তি, প্রকৌশল কলেজ/ইনস্টিটিউট

চট্টগ্রাম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বেসরকারী)

Another name: Chittagong Institute of Engineering & Technology (CIET)

Address: মুরাদপুর, চট্টগ্রাম ।

Overview: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ২০১৩ সালের জুনে যাত্রা শুরু করে। সিআইইটি বর্তমানে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিজ্ঞান স্নাতক সরবরাহ করে। একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিভিন্ন কোর্স চালু রয়েছে। কোর্স কারিকুলাম, ছাত্র/ছাত্রী ভর্তি ও সেমিষ্টার সমাপনী পরীক্ষা ইত্যাদি ইঞ্জিনিয়ারিং অনুষদ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্ক পরিচালিত হয়। তবে সেমিষ্টার ফাইনাল পরীক্ষাগুলি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

Faculty & Departments:

BSc. in Computer Science & Engineering.

BSc. in Electrical & Electronic Engineering.

BSc. in Mechanical Engineering.

BSc. in Civil Engineering.

BSc. in Textile Engineering.

ওয়েবসাইট : www.ciet.ac.bd

চবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

চট্টগ্রাম জাতীয় প্রকৌশল কলেজ (বেসরকারী)

Another name: Chittagong National Engineering College (CNEC)

Address: নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম ।

চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী প্রকৌশল কলেজ যেখানে কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্স ডিগ্রি দেওয়া হয়। এটি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি দুটি প্রাথমিক শাখায় বুনিয়াদি বিজ্ঞানের মানসম্পন্ন শিক্ষামূলক প্রোগ্রাম সরবরাহ করে।

চট্টগ্রাম জাতীয় প্রকৌশল কলেজ আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে, স্বল্প ও মধ্যম আয়ের শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ও মানসম্পন্ন শিক্ষার প্রচার ও উত্সাহ দেওয়ার বিষয়ে তার ছাত্রদের সর্বোচ্চ যত্ন নেয় 4 বছর (8 সেমিস্টার) মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এই কলেজটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং কোর্সগুলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রকৌশল অনুষদ দ্বারা পরিচালিত হয়।

চট্টগ্রাম কলেজ, ওয়্যারলেস গেটের বিপরীতে বিএডিসি রোডে বর্তমান কলেজ ক্যাম্পাসটি অবস্থিত। এছাড়াও নাসিরাবাদ সরকারের পশ্চিম অংশ ইকুব আলী ফিউচার পার্কে নয়টি তলা ভবন নির্মাণ কাজ চলছে। এই নতুন বিল্ডিংটি বিশেষত ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে পর্যাপ্ত ক্লাস রুম, প্রশস্ত ল্যাব রুম পাওয়া যায় এবং এটি শহরের শব্দ এবং ঝুঁকি থেকে মুক্ত।

CU, CUET, DUET, BUTex ,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিশিষ্ট স্কোলারি এবং অভিজ্ঞ শিক্ষকগণ সংশ্লিষ্ট ক্লাস গ্রহণ করবেন। ইঞ্জিনিয়ারিং এবং খাঁটি বিজ্ঞান ক্ষেত্রে প্রবেশের জন্য সুযোগপ্রার্থীদের সন্ধানকারী শিক্ষার্থীর জন্য Chittagong National Engineering College (CNEC) হ'ল সঠিক জায়গা।

Faculty & Departments:

BSc. in Mechanical Engineering.

BSc. in Textile Engineering.

BSc. in Computer Science & Engineering.

BSc. in Electrical & Electronic Engineering. 

ওয়েবসাইট : (www.cnec.edu.bd)

নিউক্যাসল ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম (বেসরকারী)

Other names: Newcastle University College (NUC)

Address: কাপাসগোলা, চক বাজার চট্টগ্রাম

Overview: এই অধিভুক্ত কলেজটি ২০২১ বর্ষে ভর্তি পরীক্ষার আয়োজন করবে তাই এটি সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য পাওয়া খুবই কম। যদি কোন নতুন তথ্য পাওয়া যায় তবে অবশ্যই আমরা এই পোস্টটি আপডেট করে তথ্য যতদ্রুত সম্ভব শেয়ার করার চেষ্টা করব।

ওয়েবসাইট : (www.newcastle.edu.bd)

ফ্যাশন এবং ডিজাইন কলেজ/ইনস্টিটিউট 

চট্টগ্রাম ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বেসরকারী)

Other names: Chittagong Institute of Fashion & Technology (CIFT)

Address: জিইসি মোড়, ও.আর. নিজাম রোড চট্টগ্রাম

ক্লাস পরিচালনা করে নিজস্ব শিক্ষক মন্ডলী। CIFT-তে রয়েছে শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবহারিক জ্ঞান অর্জন এবং ব্যবহারিক শিক্ষার অনুকূল পরিবেশ। আমরা শিক্ষার্থীদের জন্য নিয়মিত সেমিনার আয়োজন করি যা চাকরী প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করবে। শহরের প্রাণকেন্দ্র জিইসিতেই আমাদের ক্যাম্পাস হওয়াতে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা হয় না।

Chittagong Institute of Fashion & Technology (CIFT)

CIFT তে বি.এসসি অনার্স কোর্সটির পর আপনার ক্যারিয়ার

যেহেতু আমাদের 4 বছর মেয়াদী বি.এসসি অনার্স কোর্সটির সার্টিফিকেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রদান করে, তাই যে কোন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরীতে অন্য যে কোন প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে অবশ্যই আপনার অগ্রাধিকার থাকবে।

কোর্সটি সফলভাবে সম্পন্ন হওয়ার পরে প্রার্থীদের ফ্যাশন ডিজাইনার, মার্চেন্ডাইজার, বাইয়িং হাউস এক্সিকিউটিভ, ফ্যাশন কো-অর্ডিনেটর, টেক্সটাইল মিলস, লেদার কোম্পানি, ফ্যাশন শো আয়োজক হিসেবে কাজ করার সুযোগ আছে। এছাড়াও আপনি নিজস্ব দোকান, বুটিকস হাউস, অনলাইন কেনা-বেচার মাধ্যমে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবেন।

CIFT এ যোগাযোগ করুনঃ ০১৮১৮৩৫৮৯৬৯ 

Faculty & Departments: 

BSc. in Fashion Design and Technology.

ওয়েবসাইট : CIFT - Facebook 

* Don't have any official website but a Facebook page exit.

=> রাবির ৪১টি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের তালিকা, ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য

CIMT ভর্তি পরীক্ষা চিকিৎসা প্রযুক্তি কলেজ/ইনস্টিটিউট

চট্টগ্রাম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি (বেসরকারী)

Other name: Chittagong Institute of Medical Technology (CIMT)

Address: বাড়ি -6, রোড -1, লেন -5, ব্লক-এ, আগ্রাবাদ অ্যাকসেস রোড, হালিশহর, চট্টগ্রাম।

Overview: এই অধিভুক্ত কলেজটি ২০২১ বর্ষে ভর্তি পরীক্ষার আয়োজন করবে তাই এটি সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য পাওয়া খুবই কম। যদি কোন নতুন তথ্য পাওয়া যায় তবে অবশ্যই আমরা এই পোস্টটি আপডেট করে তথ্য যতদ্রুত সম্ভব শেয়ার করার চেষ্টা করব।

Faculty & Departments: 

BSc. in Medical Technology. 

ওয়েবসাইট: Don't have any official website or Facebook page.

ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি (বেসরকারী)

Other names: United Care Institute of Medical Technology (UCIMT 

Address: ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন মেডিকেল টেকনোলজী কোর্সের ল্যাবরেটরী বিভাগে ভর্তি হওয়া যাবে।

ভর্তির যোগ্যতাঃ 

০১। বিজ্ঞান বিভাগ হতে এস এস সি ও এইচ এস সি সর্বমোট জিপিএ নূন্যতম ৬.০০ প্রাপ্ত অথবা ল্যাবরেটরী বিষয়ে ডিপ্লোমা পাশ।

প্রার্থীদের জন্য ভর্তির শতার্বলী : 

০১। নিয়মিত ক্লাশ করা বাধ্যতামূলক। 

০২। সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। 

০৩। পাসকৃত সকল মার্কশীট ও সার্টিফিকেট জমাদান। 

০৪। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র ফটোকপি।

Faculty & Departments: 

BSc. in Medical Technology. 

ওয়েবসাইট : UCIMT - Facebook Page

* Don't have any official website but a Facebook page exit.

চবি অধিভুক্ত সরকারী প্রযুক্তি, প্রকৌশল কলেজ/ইনস্টিটিউট

চবি অধিভুক্ত সরকারী নার্সিং কলেজ

Faculty & Departments: BSc. (Hons) in Nursing. 

চট্টগ্রাম নার্সিং কলেজ - CtgNC (সরকারী)

Address: (নিকটবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ) 

ওয়েবসাইট : CtgNC - Facebook Page 

* Don't have any official website but a Facebook page exit.

ফৌজদারহাট নার্সিং কলেজ,চট্টগ্রাম - FNCC (সরকারী)

Address : ফৌজদারহাট, চট্টগ্রাম

ওয়েবসাইট : FNCC - Facebook Page * Don't have any official website but a Facebook page exit.

আর্ট নার্সিং কলেজ (বেসরকারী)

Address: আশিক টাওয়ার, পাদুয়ার বাজার, বিশ্ব রোড, কুমিল্লা

ওয়েবসাইট : ARTNC - Facebook Page * Don't have any official website but a Facebook page exit.

এমবিবিএসের মতো সমস্ত নার্সিং কলেজের ভর্তি পরীক্ষা এক সাথে হয়

চবি অধিভুক্ত ডেন্টাল কলেজ

চট্টগ্রাম আন্তর্জাতিক ডেন্টাল কলেজ (বেসরকারী)

Other name: Chittagong International Dental College (বেসরকারী)

Address: হাজী চাঁদমিয়া রোড ,চাঁদগাও, চট্টগ্রাম 

ওয়েবসাইট : (www.cidch.edu.bd)

চবি অধিভুক্ত সরকারী মেডিকেল কলেজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (সরকারী) - Chittagong Medical College 

Address: চট্টগ্রাম 

ওয়েবসাইট : (www.cmch.gov.bd) 

কুমিল্লা মেডিকেল কলেজ (সরকারী) - Comilla Medical College 

Address : কুমিল্লা 

ওয়েবসাইট : (www.comch.gov.bd) 

কক্সবাজার মেডিকেল কলেজ (সরকারী) - Cox’s Bazar Medical College 

Address: কক্সবাজার 

ওয়েবসাইট: CoxBMC - Facebook Page * Don't have any official website but a Facebook page exit.

নোয়াখালী মেডিকেল কলেজ (সরকারী) - Nowakhali Medical College 

Address: নোয়াখালী 

ওয়েবসাইট: Don't have any official website or Facebook page. 

রাঙ্গামাটি মেডিকেল কলেজ (সরকারী) - Rangamati Medical College 

Address : রাঙ্গামাটি ওয়েবসাইট : (www.rangamatimc.edu.bd) 

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল (সরকারী) - Brahmanbaria Medical College Hospital Address : ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া 

ওয়েবসাইট : (www.bmchbd.com) 

ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল (সরকারী) - Moynamoti Medical College & Hospital 

Address: ময়নামতি জাওয়াতলা, কুমিল্লা 

ওয়েবসাইট : (www.mmmch.edu.bd) 

চবি অধিভুক্ত বেসরকারী মেডিকেল কলেজ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল (বেসরকারী) - BGC Trust Medical College & Hospital 

Address: বিজিসি বিদীনগর, চন্দনাইশ, চট্টগ্রাম 

ওয়েবসাইট : (www.bgctrustbd.org) 

সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (বেসরকারী) - Central Medical College & Hospital 

Address: পাদুয়ার বাজার, বিশ্ব রোড, কুমিল্লা 

ওয়েবসাইট : (www.cemecbd.com)

ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (বেসরকারী) - Eastern Medical College & Hospital

Address: কাবিলা, চট্টগ্রাম হাইওয়ে রোড, বুড়িচং, কুমিল্লা

ওয়েবসাইট : (www.emccomilla.com)

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (বেসরকারী) - Southern Medical College and Hospital 

Address: মোজাফফর আহমেদ চৌধুরী রোড, পূর্ব নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম

ওয়েবসাইট : (www.smchctgbd.com)

চট্টগ্রাম মা-ও-শিশু মেডিকেল কলেজ (বেসরকারী) - Chattagram Maa-O-Shishu Medical College 

Address: আগ্রাবাদ, চট্টগ্রাম 

ওয়েবসাইট : (www.maa-shishu-ctg.org)

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (বেসরকারী) - Chittagong International Medical College & Hospital

Address: হাজী চাঁদমিয়া রোড চাঁদগাও, চট্টগ্রাম

ওয়েবসাইট : (www.cimch.edu.bd)

মেরিন সিটি মেডিকেল কলেজ (বেসরকারী) - Marine City Medical College 

Address: ও.আর নিজাম রোড চট্টগ্রাম 

ওয়েবসাইট: (www.mcmchedu.com)

আমাদের এই পোস্টগুলো লিখতে প্রচুর গবেষণা করতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর তালিকা ও বিস্তারিত তথ্য খুঁজে বের করতে আমাদের প্রায় একমাস সময় লেগেছে। এই তথ্য গুলো গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনের কোন ওয়েবসাইটের পোস্টে বিস্তারিত ও সঠিক তথ্য নেই বললেই চলে।

তাই পাঠকের আছে অনুরোধ করব যদি আপনার পোস্টটি ভালো লাগে তাইলে অবশ্যই আপনার বন্ধুদের ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাকে জবাব পাঠকের কাছে পাঠিয়ে দিব। ভালো থাকবেন ও আশেপাশের মানুষদের ভালো রাখবেন ও মা-বাবার জন্য সবসময় দোয়া করবেন। 

নিত্য নতুন যেকোন শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে যুক্ত হতে পারেন

Facebook Page

Facebook Group 

Must Read: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা

Next Post Previous Post