রাবির ৪১টি অধিভুক্ত কলেজ এর তালিকা। ভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ

রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহতম বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১০টি অনুষদের অধীনে ৫৭টি বিভাগ রয়েছে এবং সর্বমোট ৪১টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট রয়েছে; যার মধ্যে সরকারি ১১টি ও বেসরকারি ২৪টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ৫টি।

প্রকৌশল,চিকিৎসা,প্রযুক্তি,কৃষি-কলেজ/একাডেমীসমূহ (সরকারি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরকারী অধিভুক্ত কলেজ এর তথ্য

অধিভুক্ত বিভিন্ন মেডিকেল ইন্সটিটিউট, নার্সিং কলেজ, সরকারি-বেসরকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এই অনুষদের অন্তর্ভুক্ত। এই অনুষদের অন্তর্গত সরকারি মেডিকেল কলজের সংখ্যা ৯টি ও বেসরকারী মেডিকেল কলেজের সংখ্যা ১০টি। এছাড়াও ৩টি বেসরকারী ডেন্টাল কলেজ অন্তর্ভুক্ত আছে । 

সরকারি নার্সিং কলেজ

রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী (Rajshahi Nursing College)

বগুড়া নার্সিং কলেজ, বগুড়া (Bogra Nursing College)

রংপুর নার্সিং কলেজ, রংপুর (Rangpur Nursing College)

দিনাজপুর নার্সিং কলেজ , দিনাজপুর (Dinajpur Nursing College)

ভর্তি পরীক্ষা : এমবিবিএসের মতো সমস্ত নার্সিং কলেজের ভর্তি পরীক্ষা এক সাথে হয়

Rajshahi University Affiliated Colleges and Institutions List

Government Medical Institutes

Institute of Health Technology, Rajshahi (IHT)

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী বা সংক্ষেপে আই.এইচ.টি, রাজশাহী বাংলাদেশের সরকারি মেডিক্যাল ইন্সটিটিউট গুলোর মধ্যে অন্যতম। এটি ৩ অণুষদে (ফার্মেসী, ল্যাব মেডিসিন এবং রেডিওগ্রাফী অণুষদ) ১৯৭৬ সালে মাত্র ৭৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অণুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭ টি অণুষদে প্রায় ১০৫০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। ১৯৮৯ সালের ১২ জুলাই থেকে সরকারী আদেশক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলোজি রাখা হয়।

Institute of Health Technology, Rajshahi (IHT)

২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে এখানে বিএসসি কোর্স চালু করে ছাত্র ভর্তি করা হয়। বিএসসি কোর্সে ২ টি অণুষদে (বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি ল্যাবরেটরি এবং বিএসসি ইন ফিজিওথেরাপি) ৬০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিএসসি কোর্সের ৫ টি ব্যাচে মোট প্রায় ২৭৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।

একটি মাত্র ভবন আছে যেখানে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। Institute of Health Technology, Rajshahi (IHT) তে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার আছে। এখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণার কাজ সম্পাদনা করা হয়। দক্ষ শিক্ষক মন্ডলি ও টেকনোলজিষ্ট দ্বারা গবেষণাগার গুলো পরিচালনা করা হয়।

ভর্তি পরীক্ষা : প্রত্যেক বছর ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একসাথে বিএসসি ইন হেলথ টেকনোলজী কোর্স সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

Institute of Health Technology Faculty & Departments

ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একসাথে মোট 270 টি আসন আছে ।

BSc. in Health Technology (Laboratory) = 115 টি আসন 

BSc. in Physiotherapy = 85 টি আসন 

BSc. in Health Technology (Radiology and Imaging) = 40 টি আসন 

BSc. in Health Technology (Food Safety) = 30 টি আসন

সার্কুলার এ আরও বিস্তারিত পড়ুন ... 

IHT admission Circular । BSc In Health Technology Admission

Must Read: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা

Government Sericulture Research & Training Institute

Bangladesh Sericulture Research & Training Institute, Rajshahi (বাংলাদেশ সরকারী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট)

বাংলাদেশ রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (Bsrti) একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান যা সেরিকালচার (রেশম চাষ) সম্পর্কিত গবেষণা পরিচালনা করে এবং বাংলাদেশের সেরিকালচার শিল্পকে পৃষ্ঠপোষকতা দেয়। রাজশাহী শহরে অবস্থিত। 

ব্রিটিশ আমলে ১৮৯৮ সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত সিল্ক ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটটির সূত্রপাত ঘটে। এটি বাংলাদেশ রেশম চাষ বোর্ডের অধীনে রয়েছে। রেশম গবেষণায় বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠানটিই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। এটি বেশিরভাগ উচ্চ ফলনশীল তুঁত গাছের চাষ এবং রেশম কীটগুলির উন্নয়ন করেছে।

Bsrti Faculty & Departments

1. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সেরিকালচার (পিজিডিএস) কোর্স

2. ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজী (ডিএসটি) কোর্স

Bsrti Website এ আরও বিস্তারিত পড়ুন : www.bsrti.gov.bd

Bangladesh Government Police Academy

Bangladesh Police Academy, Sarda, Rajshahi (BPA)

বাংলাদেশ পুলিশ একাডেমী উপমহাদেশের শ্রেষ্ঠ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। এটি রাজশাহী শহর থেকে ২০ মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পাড়ে সারদায় অবস্থিত।ব্রিটিশ সরকার কর্তৃক একাডেমীটি প্রতিষ্ঠিত হয়। যাবতীয় স্থাপনা সহ ২৪২.৬৬ একর এলাকা বেষ্টিত এ সম্পত্তি ১৯১০ সালে ব্রিটিশ সরকার ২৫০০০ টাকায় ক্রয় করে। পুলিশ অফিসার্স প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মেজর এইচ চামনীর ওপর একাডেমী স্থাপনের দায়িত্ব অর্পণ করা হয়। ১৯১২ সালের জুলাই মাসে একাডেমী প্রতিষ্ঠার কাজ শুরু হয়। 

বাংলাদেশ পুলিশ একাডেমী
বাংলাদেশ পুলিশ একাডেমী

Bangladesh Police Academy Faculty & Departments

মৌলিক কোর্স : এসপি, সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলদের জন্য

রিফ্রেশার্স কোর্স : ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, প্রধান কনস্টেবলদের জন্য

বিশেষ কোর্স : ইন্সপেক্টর, প্রধান কনস্টেবল, কনস্টেবল এবং অন্যান্য বিভাগের সদস্যদের জন্য ডিএডি, এনএসআইদের জন্য বিশেষ কোর্স বনরক্ষীদের জন্য বিশেষ কোর্স 

BPA Website এ আরও বিস্তারিত পড়ুন : www.bpa.police.gov.bd 

Government Medical Colleges

1.Rajshahi Medical College, Rajshahi

2.Pabna Medical College, Pabna

3.Shaheed Ziaur Rahman Medical College, Bogra

4.Rangpur Medical College, Rangpur

5.Dinajpur Medical College, Dinajpur

6.Kushtia Medical College, Kushtia

7.Jessore Medical College, Jessore

8.Khulna Medical College, Khulna

9.Satkhira Medical College, Satkhira

10.Shaheed M. Munsur Ali Medical College, Sirajgonj

ভর্তি পরীক্ষা : এমবিবিএস সমস্ত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এক সাথে হয়

Government Dental Colleges

Dental Unit, Rajshahi Medical College, Rajshahi

Dental Unit, Rangpur Medical College, Rangpur

ভর্তি পরীক্ষা : সমস্ত ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা এক সাথে হয়

Must Read: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা

রাজশাহী বেসরকারি কলেজের তালিকা । rajshahi private university

বেসরকারী প্রকৌশল ও প্রযুক্তি কলেজসমূহ

বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় (BCMC College of Engineering and Technology, Jashore)

বিসিএমসি কলেজ বাংলাদেশের একটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক মহাবিদ্যালয় যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১ লক্ষ বর্গফুটের বিশাল আয়তনের নিজস্ব অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে বিসিএমসি কলেজ। ভবনের কাজ শেষ হলে এর আয়তন হবে ১ লক্ষ ১৫ হাজার বর্গফুট ।

BCMCCET Faculty & Departments

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। (4 Years = 8 Semesters)

কম্পিউটার প্রকৌশল (B.Sc in Computer Science & Engineering)

পুরকৌশল - সিভিল (B.Sc in Civil Engineering)

তড়িৎ প্রকৌশল (B.Sc in Electrical & Electronic Engineering)

ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন প্রকৌশল (B.Sc in Industrial & Production Engineering)

মেকানিক্যাল প্রকৌশল (B.Sc in Mechanical Engineering)

বস্ত্র প্রকৌশল (B.Sc in Textile Engineering)

৪ বছর এ কোর্স ফি : ভর্তি, রেজিস্ট্রিশণ এবং অন্যান্য ফি : 16,000 টাকা প্রতি সেমিস্টারে 35,000 টাকা। সেমিস্টার শুরুর তারিখ থেকে 02 মাসের মধ্যে এক বা সর্বোচ্চ 02 কিস্তিতে দিতে হবে।

মোট কোর্স ফি : (ভর্তি ফি 16,000 টাকা) + ( সেমিস্টার ফি 35,000 × 8 টাকা ) = 2,96,000 টাকা + রাবি দ্বারা নির্ধারিত পরীক্ষার ফিসহ মোট কোর্স ফি প্রায় 3,50,000 টাকা হবে।

আরও বিস্তারিত পড়ুন BCMC Website এ : মেধা বৃত্তি,সাধারণ বৃত্তি,ভর্তির সময় ভর্তি ফি ছাড় ইত্যাদি

https://bcmc.edu.bd/tuition-other-fees/

রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (Rangpur Engineering College)

রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (RECR) বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের বেসরকারি প্রকৌশল কলেজ। ২০১৪ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধিভুক্ত ও এটি চার বছর মেয়াদী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে।

ভর্তি প্রক্রিয়া ও শিক্ষা কার্যক্রম

SSC এবং HSC পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মোট জিপিএর ভিত্তিতে এ কলেজে পড়ার জন্য আবেদন করতে পারে ও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পেয়ে থাকে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম নম্বরগুলি অবশ্যই জিপিএ 3.50 এবং মোট জিপিএ 7.5 হতে হবে। একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।

RECR Faculty & Departments

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। BSc. in Civil Engineering 

BSc. in Information & Communication Engineering 

BSc. in Electrical & Electronic Engineering 

BSc. in Computer Science & Engineering 

আরও বিস্তারিত পড়ুন REC Website এ : http://www.recr.edu.bd/ 

রাজশাহী প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ (Rajshahi Engineering Science & Technology College)

আপনি কি পাব্লিক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী? রাজশাহীর ভদ্রায় অবস্থিত রাজশাহী ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ (REST College) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি পাবেন দেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। 

REST Faculty & Departments

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।

BSc. in Computer Science & Engineering

BSc. in Information & Communication Engineering

BSc. in Electrical & Electronic Engineering

আরও বিস্তারিত পড়ুন REST College Website এ : https://www.facebook.com/restc.edu.bd/

টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ,বগুড়া (টিইসি) -TMSS Engineering College (TEC)

কলেজ সম্পর্কে কয়েকটি শব্দ : টিইসি সুনির্দিষ্ট শিক্ষাগত পাঠ্যক্রম গ্রহণ করে এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রেখে আধুনিক ও বৈজ্ঞানিক শিক্ষাদান এবং শেখার পদ্ধতি প্রয়োগ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেশের ও বিশ্বের সর্বকালের পরিবর্তিত চাহিদা মেটাতে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সর্বোত্তম প্রচেষ্টা প্রদান করে। টিএমএসএস 1980 এ অলাভজনক প্রকৃতির একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

টিএমএসএস উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবা, সুযোগ তৈরি এবং অর্থ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অ্যাক্সেস, মানবাধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং গুরুত্ব প্রদান করে। টিএমএসএস ইতিমধ্যে বিশ্বের চাহিদা বাড়াতে ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠান (জেনারেল / মেডিকেল / টেকনিক্যাল) প্রতিষ্ঠা করেছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেধাবীদের সুযোগ তৈরি করার জন্য টিএমএসএস টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ (টিইসি) প্রতিষ্ঠা করেছে।

TEC Faculty & Departments

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। (4 Years total Credit: 160 = 8 Semesters)

কম্পিউটার প্রকৌশল (B.Sc in Computer Science & Engineering)

পুরকৌশল - সিভিল (B.Sc in Civil Engineering)

তড়িৎ প্রকৌশল (B.Sc in Electrical & Electronic Engineering)

বস্ত্র প্রকৌশল (B.Sc in Textile Engineering)

তথ্য এবং যোগাযোগ প্রকৌশল (BSc. in Information & Communication Engineering)

৪ বছর এ কোর্স ফি : ভর্তি, রেজিস্ট্রিশণ এবং অন্যান্য ফি : 15,000 টাকা প্রতি সেমিস্টারে 42,000 টাকা। সেমিস্টার শুরুর তারিখ থেকে 02 মাসের মধ্যে এক বা সর্বোচ্চ 02 কিস্তিতে দিতে হবে।

মোট কোর্স ফি : (ভর্তি ফি 16,000 টাকা) + ( সেমিস্টার ফি 42,000 × 8 টাকা ) = 3,51,000 টাকা + রাবি দ্বারা নির্ধারিত পরীক্ষার ফিসহ মোট কোর্স ফি প্রায় 4,00,000 টাকা হবে।

আরও বিস্তারিত পড়ুন TEC Website এ : http://tec.edu.bd

এ রকম আরো কিছু রাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ / ইনস্টিটিউট নিচে দেওয়া হয়েছে যেগুলোতে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যে তাদের ওয়েবসাইটে ভিজিট করলেই পেয়ে যাবেন।

Pabna Engineering College, Pabna

Website : নাই । FB Page : Pabna BSC Engineering College, Pabna

United B.Sc. Engineering College, Rajshahi

Website : নাই । FB Page : নাই

Global Institute of Science and Technology, Rajshahi

Website : নাই । FB Page : Global Institute Of Science & Technologhy

Epsilon Engineering College, Rajshahi

Website : নাই । FB Page : Epsilon Engineering College

Advanced Engineering College, Rajshahi

Website: নাই । FB Page: Advanced Engineering College

Ashrai Engineering College, Rajshahi

Website: নাই । FB Page: নাই

Imperial College of Engineering, Khulna

Website: https://www.imperial.edu.bd/

South East Engineering College, Khulna

Website : নাই । FB Page : South East Engineering College

Abul Hossain College of Engineering, Rangpur

Website : নাই । FB Page : নাই

KSFL Engineering College, Dinajpur

Website: www.ksflec.edu.bd

বেসরকারী কৃষি কলেজ /ইনস্টিটিউট সমূহ

Rajshahi Institute of Biosciences (RIB)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স (আরআইবি) একটি উচ্চতর শিক্ষামূলক এবং গবেষণা-ভিত্তিক ইনস্টিটিউট। ইনস্টিটিউট প্রয়োগকৃত বায়োসায়েন্সের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের শিক্ষা এবং গবেষণা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ইনস্টিটিউটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি ও জীবন বিজ্ঞান অনুষদের অধীনে স্নাতক ও স্নাতক স্তরে চারটি বড় কর্মসূচি দিচ্ছে।

চারটি বড় বিভাগ হ'ল মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কৃষি ও ফিশারি। অদূর ভবিষ্যতে, ইনস্টিটিউট বিশ্বব্যাপী চাহিদা এবং চাহিদা রয়েছে এমন আরও কিছু কোর্স দেওয়ার জন্য কাজ করছে। RIB সম্ভাব্য শিক্ষার্থী এবং শিক্ষাকারীদের জন্য উচ্চমানের শিক্ষা এবং উদ্ভাবনী গবেষণার সুযোগ নিশ্চিত করার জন্য নিবেদিত যোগ্য গবেষক এবং একাডেমিকদের একটি শক্তিশালী দল দ্বারা সমর্থিত।

Just for idea: Download RIB Circular PDF

http://rib.edu.bd/wp-content/uploads/2019/10/RIB_Admission-Guideline_2019-20.pdf

RIB Faculty & Departments

রাবির অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-বায়োসায়েন্স কোর্স চালু রয়েছে।

BSc. in Microbiology

BSc. in Food Science and technology

BSc. in Fisheries

BSc. in Agriculture

আরও বিস্তারিত পড়ুন RIB Website এ : http://www.rib.edu.bd

Must Read: রাবি অধিভুক্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

এ রকম আরো কিছু রাবি অধিভুক্ত বায়োসায়েন্স/কৃষি - কলেজ / ইনস্টিটিউট নিচে দেওয়া হয়েছে যেগুলোতে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যে তাদের ওয়েবসাইটে ভিজিট করলেই পেয়ে যাবেন।

Henry Institute of Bioscience and Technology, Sirajganj

Website : www.hibt.ac.bd

International Institute of Applied Science & Technology, Rangpur

Website : www.iiast.edu.bd

Anowara College of Bioscience, Dinajpur

Website : www.bioscience.anowara.edu.bd

Varendra Institute of Biosciences

Website : www.vib.edu.bd

Tamaltala Agriculture and Technical College, Natore

Website : নাই । FB Page : tatc.ru.facebook 

Non-Government Medical Institutes

Prime Institute of Medical Technology, Rajshahi

Prime Institute of Science & Medical Technology, Rangpur

Non-Government Medical, Dental, Nursing College

মেডিকেল কলেজ

Barind Medical College, Rajshahi
Islami Bank Medical College, Rajshahi
TMSS Medical College, Bogra
North Bengal Medical College, Sirajgonj
Khwaja Yunus Ali Medical College, Sirajgonj
Prime Medical College, Rangpur
Northern Private Medical College, Rangpur
Rangpur Community Medical College, Rangpur
Ad-Din Sakina Medical College, Jessore
Gazi Medical College, Khulna
Ad-Din Akij Medical College, Jessore
Ad-Din Akij Medical College, Khulna
Khulna City Medical College,Khulna
Shah Mokhdum Medical College, Rajshahi

ডেন্টাল কলেজ

Udayan Dental College, Rajshahi
Rangpur Dental College, Rangpur
TMSS Medical College (BDS), Bogra
Islami Bank Medical College(BDS), Rajshahi

বেসরকারি নার্সিং কলেজের তালিকা রাজশাহী

TMSS Nursing College, Bogra
Prime Nursing College, Rangpur
Khwaja Yunus Ali Nursing College, Sirajgonj
College of Nursing Science, Dinajpur
Rangpur Community Nursing College, Rangpur
Shakhawat H. Memorial Nursing College, Sirajganj
Udayan Nursing College, Rajshahi
Islami Bank Nursing College, Rajshahi
Anowara Nursing College, Dinajpur
Ideal Nursing College
Next Post Previous Post