BKSP Admission Circular 2023 | বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি
Bangladesh Krira Shikkha Protishtan Admission Circular
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার সৃষ্টির লক্ষ্যে নিয়মিত শিক্ষনার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সাধারন শিক্ষাসহ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে খেলোয়াড় ভর্তি করা হবে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি নিচে দেখুন:
আগ্রহীরা নিজ নিজ বিভাগে প্রাথমিক পরীক্ষা দিবেন।
বিকেএসপি ভর্তির বিভাগ ভিত্তিক পরীক্ষার সময়:
জেলায় বাছাইয়ের সময়:
২৩ ফেব্রুয়ারি: পঞ্চগড়, ভোলা, মানিকগঞ্জ, নরসিংদী
২৪ ফেব্রুয়ারি: ঢাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী, সুনামগঞ্জ।
২৫ ফেব্রুয়ারি: দিনাজপুর, ঝালকাঠি, ফরিদপুর, সিলেট।
২৬ ফেব্রুয়ারি নীলফামারি, পটুয়াখালি, গোপালগঞ্জ, মৌলভিবাজার।
২৮ ফেব্রুয়ারি: রংপুর, বরগুনা, মাদারীপুর, মন্সিগঞ্জ।
০১ মার্চ: লালমনিরহাট, পিরোজপুর, শরিয়তপুর, হবিগঞ্জ।
০২ মার্চ: কুড়িগ্রাম, বাগেরহাট, নারায়নগঞ্জ, ব্রাক্ষনবাড়িয়া।
০৩ মার্চ: গাইবান্ধা, খুলনা, নারায়নগঞ্জ, চাদপুর।
০৫ মার্চ: বগুড়া, সাতক্ষীরা, ঢাকা, লক্ষীপুর।
০৬ মার্চ: জয়পুরহাট, যশোর, গাজীপুর, নোয়াখালী।
০৭ মার্চ: নওগাঁ, নড়াইল, টাঙ্গাইল, ফেনী।
০৮ মার্চ: চাপাইনবাবগঞ্জ, মাগুরা, জামালপুর, খাগড়াছড়ি
১০ মার্চ: রাজশাহী, ঝিনাইদাহ, শেরপুর, রাঙ্গামাটি।
১১ মার্চ: নাটোর, চুয়াডাঙ্গা, ময়মংসিংহ, চট্টগ্রাম।
১২ মার্চ: পাবনা, মেহেরপুর, কিশোরগঞ্জ, বান্দরবান।
১৩ মার্চ: সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা, কক্সবাজার।
অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরাও ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে।
বি: দ্র: ১। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু মাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।
২। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে।
৩। সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই http://www.bksp.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলেইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত আবেদনের যোগ্যতা: পঞ্চম - নবম শ্রেণি ।
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের বয়সসীমা: ১০ থেকে ১৬ বছর
এ লক্ষ্যে নিন্মবর্ণিত দিনসমূহে নিকটস্থ বিকেএসপিতে প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচন পদ্ধত প্রাথমিক বাছাইঃ
১। প্রাথমিক বাছাইয়ের দিন প্রশিক্ষণার্থীকে অনলাইনে পূরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি ও পরীক্ষা ফি বাবদ ২০০/- জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২। চুড়ান্ত নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ায় প্রাথমিক ডাক্তারি ও শারীরিক যোগ্যতা বা ফিটনেস টেস্ট নেয়া হবে। উচ্চতা: ছেলেদর সর্বনিম্ন ৪.৮ ইঞ্চি, সর্বোচ্চ ৫.১০ ইঞ্চি। মেয়েদের সর্বনিম্ন ৪.৭ ইঞ্চি, সর্বোচ্চ ৪.১০ ইঞ্চি।
৩। স্ব-স্ব খেলা/বিভাগ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। এ জন্য সবাইকে স্ব স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে।
৪। প্রাথমিক নির্বাচনের ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে http://www.bksp.gov.bd/ প্রকাশ করা হবে।
৫। একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।
৬। নির্ধারিত দিনসমূহে পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
চূড়ান্ত নির্বাচনঃ
১. কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ০৭ দিনের প্রশিক্ষন ক্যাম্প আয়োজন করা হবে যা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
২. প্রশিক্ষন ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. সর্বশেষ অধ্যয়নরত শ্রেনির সিলেবাস অনুযায়ী স্ব-স্ব শ্রেনির লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী ও গণিত) গ্রহণ করা হবে।
৪. ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে।
৫. প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের দিন ০২ (দুই) কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ), জন্ম নিবন্ধন, পিইসি ও জেএসসি/জেডিসি ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি আনতে হবে।
৬. চূড়ান্ত ফলাফল বিকেএসপি’র ওয়েবসাইটে http://www.bksp.gov.bd/ প্রকাশ করা হবে।
সুবিধাদিঃ
১. আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা। ২. যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন ক্লাব এবং জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে খেলার সুযোগ। ৩. কৃতি প্রশিক্ষনার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও অন্যান্য বিষয়ে কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য উৎসাহ প্রনোদনামূলক পুরস্কারের ব্যবস্থা। ৪. শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সাধারন শিক্ষা, সম্পূর্ন আবাসিক পরিবেশে সুশৃঙ্খল জীবন যাপন, পুষ্টিকর খাবার ও নৈতিক শিক্ষার সু-ব্যবস্থা।
বিঃদ্রঃ ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম বিকেএসপির ঢাকা কেন্দ্রসহ অন্যান্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে (দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট) পরিচালিত হবে।