রাবি অধিভুক্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

২য় বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের বিভিন্ন বিভাগে প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাবি অধিভুক্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ প্রকাশিত হয়েছে ।


রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ য়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব‍্যশই এই পোস্টটি বিস্তারিত ও সম্পূর্ন পড়া উচিত। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ও ভর্তি নির্দেশনা সমূহ জানা উচিত। তাই আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সকল ভর্তি সম্পর্কিত তথ্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো ও আলোচনা করব।

রাবি অধিভুক্ত কলেজ

Read more: রাবির ৪১টি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের তালিকা, ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ভর্তি সার্কুলার ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বাংলাদেশের টপ র‌্যাংকিং অধিভুক্ত কলেজগুলোর মধ্যে একটি । প্রতি বছর শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে । অনেকেরই স্বপ্ন বিশ্ববিদ্যালয়তে পড়ার কিন্তু শেষ পর্যন্ত যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই ভর্তি হতে পারে ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী

ভর্তি আবেদন শুরু: ২৫ আগস্ট

ভর্তি আবেদনের শেষ: ভর্তির আবেদন ফরম গ্রহণের শেষ তারিখ ৩ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

ভর্তি ফি জমাদান শেষ তারিখ: ২৫ অক্টোবর

পরীক্ষার আবেদন ফি: ৫৫০ টাকা(অনলাইন চার্জসহ)

ভর্তি পরীক্ষা: 

 প্রবেশ পত্র ডাউনলোড: 

আবেদন লিংক: https://aca.ru.ac.bd/ 

রাবি অধিভুক্ত কলেজ ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষার নতুন সময়সূচী দেওয়া হল – 

রাবি অধিভুক্ত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

রাবি অধিভুক্ত কলেজ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২১ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

আবেদনকারীর যোগ্যতা

১. এইচএসসি ২০১৯/২০/২১ ও এসএসসি ২০১৫/১৬/১৭/১৮/১৯ শিক্ষার্থী আবেদন করতে পারবে।

২. এসএসসি ও এইচএসসি দুটোতে আলাদা আলাদাভাবে জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

৩. পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন, গণিত/জীববিদ্যা বিষয়সহ এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে।

৪. বিজ্ঞান বিভাগ হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

৫. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারীজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪.০০ স্কেলকে ৫.০০ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৮ এর কম হলে আবেদন করতে পারবে না।

৬. ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

রাবি অধিভুক্ত কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের অনুরূপ। যারা গণিত দিবে তারা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর জন্য এপ্লিকেবল হবে। আর যারা জীববিদ্যা দিবে তারা কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের জন্য এপ্লিকেবল হবে। আর যারা জীববিজ্ঞান+গণিত দিবে তারা ইঞ্জিনিয়ারিং+কৃষি কলেজ দুটোর জন্যেই প্রযোজ্য হবে।

MCQ প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৮০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা, পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রশ্নেপত্রে আবশ্যিক ও ঐচ্ছিক দুটি অংশ থাকবে। আবশ্যিক অংশে পদার্থ বিজ্ঞান অংশে প্রশ্ন থাকবে ২৫টি, রসায়ন ২৫টি এবং আইসিটি ৫টি, মোট ৫৫টি প্রশ্ন। আর ঐচ্ছিক অংশে গণিত ২৫টি, জীববিদ্যা ২৫টি এবং জীববিদ্যা ও গণিত ২৫টি। ঐচ্ছিক অংশে যেকোনো একটি বিষয়ে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫।

রাবি অধিভুক্ত কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস

 এইচএসসি ২০২১ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রাবি সি ইউনিট মানবন্টন

সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দুই ভাগে প্রশ্ন থাকবে। ক শাখার উত্তর দেয়া বাধ্যতামূলক। ক শাখায় পদার্থ বিজ্ঞানে ৩১.২৫, রসায়নে ৩১.২৫ এবং আইসিটি থেকে ৬.২৫ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। খ শাখায় যে কোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। এর মধ্যে গণিতে ৩১.২৫, এবং জীববিজ্ঞানে ৩১.২৫ নম্বর এবং গণিত+জীববিজ্ঞান সম্মিলিতভাবে ৩১.২৫ নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে যেকোন একটি অংশের উত্তর করতে হবে।

রাবি অধিভুক্ত কলেজ আসন সংখ্যা

ইঞ্জিনিয়ারিং কলেজের মোট সিট - ৬২০ টি

কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের মোট আসন - ১০৮০ টি

মোট আসন - ১৭০০ টি

রাবি অধিভুক্ত কলেজ অনলাইনে আবেদন করার নিয়ম

প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://aca.ru.ac.bd/ এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। 'Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। ভর্তি পরীক্ষার সকল নোটিফিকেশন উক্ত নাম্বারে প্রদান করা হবে। তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে। আবেদনকারী ‘রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।

রাবি অধিভুক্ত কলেজ ভর্তি ২০২২

চূড়ান্ত আবেদনের সার্কুলার PDF

Download Here

RU Question Bank PDF

Download Here

রাবি অধিভুক্ত কলেজ প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://aca.ru.ac.bd/ তে প্রবেশ করতে হবে। অপশনে ক্লিক করতে হবে। User ID ও Password প্রদান করে লগইন করতে হবে। তারপর প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করে রাবি অধিভুক্ত কলেজ প্রবেশপত্র ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে।

Read more!

২১টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ এর তালিকা,আসন,ভর্তি তথ্য

ঢাবির ৪২টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা,আসনসংখ্যা,ভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও লাইব্রেরি ম্যানেজমেন্ট ভর্তি বিজ্ঞপ্তি

Next Post Previous Post