DU আইবিএ বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি

DU IBA BBA ADMISSION TEST

(REGULAR PROGRAM)


০১ অক্টোবর ২০২১ আইবিএ ইউনিটের প্রবেশপত্র আজ দুপুর ১.০০ টা থেকে ডাউনলোড করা যাবে। আগামী  ০১ অক্টোবর ২০২১ দুপুর ১টা থেকে  ১০অক্টোবর ২০২১ রাত ১২টা পর্যন্ত ডাউনলোড করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে (PDF নিচে প্রদত্ত) 

 
iba bba admission

iba bba admission


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ২৯তম ব্যাচে ভর্তি পরীক্ষার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। শুক্রবার এই অনলাইন আবেদন শুরু হয়েছে এবং ১০ মে রাত ১২টা পর্যন্ত চলবে।

ভর্তি পরীক্ষার সময় ও তারিখ : 

ভর্তি পরীক্ষা  ১১ অক্টোবর ২০২১, বিকাল ০৩ টা থেকে  পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

IBA admission requirements :

  • ২০১৫-২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 
  • এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ পয়েন্ট থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫ পয়েন্ট থাকতে হবে। 
  • ২০১৫-২০১৮ সালের মধ্যে আইজিসিএসই বা ‘ও’ লেভেল এবং আইএএল বা জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় ৭ বিষয়ের মধ্যে কমপক্ষে ৪ বিষয়ে ‘বি’ গ্রেড এবং কমপক্ষে ৩ বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। তবে কোনো বিষয়ে ‘ডি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।
  • কোনো শিক্ষার্থী যদি ২০১৯ বা তার আগে ঢাবি বা আইবিএর কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকরে থাকে তবে সে এ বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।


DU IBA BBA Admission Circular 2020-21 PDF :
Dhaka University Admission Test 2020-21 Circular

IBA All Question Bank Pdf Download for DU,JU,RU
DU IBA Question Bank  PDF




আবেদন পদ্ধতি :-প্রার্থীরা ইনস্টিটিউশনের ওয়েবসাইট iba-du.edu অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.eis.du.ac.bd -তে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 

Next Post Previous Post