নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

 ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (PDF নিচে প্রদত্ত) 

আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তিটির PDF নীচে দেওয়া হয়েছে।

Bangladesh navy,  navy Bangladesh,  join Bangladesh navy,  Bangladesh navy job circular,  bd navy,Bangladesh navy circular

join bangladesh navy


জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।  এতে কমিশন্ড অফিসার পদে ২০২২-বি ডিইও ব্যাচে লোক নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন শাখায় আবেদন করা যাবে অনলাইনেই।


১. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার বা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে।  প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বয়স: সর্বোচ্চ ২৮ বছর হতে হবে (১ জুলাই ২০২২ হিসাবে)

২. সাপ্লাই শাখা (নারী ও পুরুষ)
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে স্নাতক বা বিবিএ করা থাকতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে।  প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বয়স: সর্বোচ্চ ২৮ বছর হতে হবে (১ জুলাই ২০২২ হিসাবে)

৩. শিক্ষা শাখা (নারী ও পুরুষ)
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা/ইংরেরি/পদার্থ/গণিত/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও মাস্টার্স করা থাকতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.০০ থাকতে হবে।  প্রার্থীকে বিবাহিত বা অবিবাহিত থাকতে পারবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে (১ জুলাই ২০২২ হিসাবে)

এ ছাড়া নিয়োগের অন্যান্য বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদের আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী :

শারীরিক যোগ্যতা : পুরুষদের উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলাদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের ন্যূনতম ওজন ৫০ কেজি এবং মহিলাদের ন্যূনতম ৪৭ কেজি। পুরুষদের স্বাভাবিক বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি। মহিলাদের স্বাভাবিক বুকের মাপ ন্যূনতম ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে।

আবেদন ফি : ৭০০ টাকা।

বাছাই / মনোনয়ন পদ্ধতি :
১. প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার : ১৫ থেকে ১৮ নভেম্বর ২০২১, স্থান : বিএন কলেজ, ঢাকা (মিরপুর-১৪)।
২. লিখিত পরীক্ষা : ১৯ নভেম্বর ২০২১ তারিখে (পরিবর্তনযোগ্য) বুদ্ধিমত্তা (ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যতীত), ইংরেজি, সাধারণ জ্ঞান ও অধ্যয়নকৃত বিষয়ের লিখিত পরীক্ষা হবে বিএন কলেজ, ঢাকায় (মিরপুর-১৪)।
৩. আইএসএসবি পরীক্ষা ও সাক্ষাৎকার : ঢাকা সেনানিবাসের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদে (আইএসএসবি) হবে।

৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : আইএসএসবি পরীক্ষা চলাকালীন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।
৫. চূড়ান্ত মনোনয়ন : নৌবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।


 " সার্কুলার  আরও বিস্তারিত পড়ুন " 
Navy Bangladesh - Circular 2020-21 PDF
bangladesh navy job circular 2021

Navy Bangladesh - APPLY NOW

https://www.joinnavy.mil.bd/

similar tag  :

Bangladesh navy rank, Bangladesh navy ranks, join bd navy, join navy Bangladesh, nssd Dhaka, Bangladesh navy circular, Bangladesh navy chief,chief of Bangladesh navy Bangladesh navy ship, Bangladesh navy circular 2021
Next Post Previous Post