নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এতে কমিশন্ড অফিসার পদে ২০২২-বি ডিইও ব্যাচে লোক নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন শাখায় আবেদন করা যাবে অনলাইনেই।
১. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার বা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
বয়স: সর্বোচ্চ ২৮ বছর হতে হবে (১ জুলাই ২০২২ হিসাবে)
২. সাপ্লাই শাখা (নারী ও পুরুষ)
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে স্নাতক বা বিবিএ করা থাকতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
বয়স: সর্বোচ্চ ২৮ বছর হতে হবে (১ জুলাই ২০২২ হিসাবে)
৩. শিক্ষা শাখা (নারী ও পুরুষ)
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা/ইংরেরি/পদার্থ/গণিত/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও মাস্টার্স করা থাকতে হবে। এ ছাড়া সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.০০ থাকতে হবে। প্রার্থীকে বিবাহিত বা অবিবাহিত থাকতে পারবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে (১ জুলাই ২০২২ হিসাবে)
এ ছাড়া নিয়োগের অন্যান্য বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদের আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী :
শারীরিক যোগ্যতা : পুরুষদের উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলাদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের ন্যূনতম ওজন ৫০ কেজি এবং মহিলাদের ন্যূনতম ৪৭ কেজি। পুরুষদের স্বাভাবিক বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি। মহিলাদের স্বাভাবিক বুকের মাপ ন্যূনতম ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে।
আবেদন ফি : ৭০০ টাকা।
বাছাই / মনোনয়ন পদ্ধতি :
১. প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার : ১৫ থেকে ১৮ নভেম্বর ২০২১, স্থান : বিএন কলেজ, ঢাকা (মিরপুর-১৪)।
২. লিখিত পরীক্ষা : ১৯ নভেম্বর ২০২১ তারিখে (পরিবর্তনযোগ্য) বুদ্ধিমত্তা (ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যতীত), ইংরেজি, সাধারণ জ্ঞান ও অধ্যয়নকৃত বিষয়ের লিখিত পরীক্ষা হবে বিএন কলেজ, ঢাকায় (মিরপুর-১৪)।
৩. আইএসএসবি পরীক্ষা ও সাক্ষাৎকার : ঢাকা সেনানিবাসের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদে (আইএসএসবি) হবে।
৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : আইএসএসবি পরীক্ষা চলাকালীন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।
৫. চূড়ান্ত মনোনয়ন : নৌবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

