টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

Butex 7 college admission circular 2022

বুটেক্স অধিভুক্ত সরকারী টেক্সটাইল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১- ২০২২ (সংশোধিত বিজ্ঞপ্তি Pdf নিচে প্রদত্ত) । টেক্সটাইল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি বুটেক্সের ওয়েবসাইট dot.gov.bd তে প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যসমূহ আলোচনা করা হল ।   টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি 

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি :


বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ


বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে টেক্সটাইল একটি অন্যতম সমৃদ্ধ সেক্টর । বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল বিশ্বে একটি ভাল স্থান দখল করে আছে । আমাদের দেশের টেক্সটাইল দিন দিন এগিয়ে যাচ্ছে আর এই প্রযোগিতায় নিজের দেশের শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে তুমিও হতে পার একজন দক্ষ বস্ত্রপ্রকৌশলী।

 ভর্তি নিয়ে সাধারণ তথ্য (সকল শিক্ষার্থীর জন্য)

  • আবেদন শুরু: ০৫ জুলাই ২০২২
  • আবেদন শেষ: ০৮ সেপ্টেম্বর ২০২২
  • ভর্তি পরীক্ষার তারিখ: ১৭ সেপ্টেম্বর  ২০২২
  • ফলাফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২
  • আবেদন ফি: ১০০০/- টাকা 

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজ :

 বুটেক্স অধিভুক্ত সরকারী কলেজসমূহ এর তালিকা :

বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরো অনেক দূর এগিয়ে নিতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত  টি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বুটেক্স এর অধিভুক্ত বি.এস.সি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে।

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা :

১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,চট্টগ্রাম
২. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,নোয়াখালী
৩. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ

৪. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,পাবনা
৫. শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,বরিশাল।
৬. ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।
৭. শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।
৮. শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জামালপুর ।


বিভাগ ও আসন সংখ্যা :

সাবজেক্ট রিভিউ পড়ে জেনে নাও কোন স্বপ্নের সাবজেক্ট পড়ে তোমার ভবিষ্যৎ কেমন হবে ! 
  • Wet Process Engineering (WPE) = ৩০টি 
  • Fabric Engineering (FE) = ৩০টি 
  • Apparel Engineering (AE) = ৩০টি 
  • Yarn Engineering (YE) = ৩০টি 
প্রতি কলেজে আসন সংখ্যা = ১২০
 টি কলেজে মোট আসন সংখ্যা = ৯৬০ টি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার বিষয়  MCQ মার্কস বন্টন : 

গনিত - ৬০
পদার্থ - ৬০
রসায়ন - ৬০
ইংরেজী - ২০
মোট =  

ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক সীম, কোন ধরনের ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মােবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।  প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূণ্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতা: 

যে কোন শিক্ষা বাের্ড থেকে ২০১৮ অথবা  ২০১৯ সনে অনুষ্ঠিত এসএসসি বিজ্ঞান/ সমমান পরীক্ষায় এবং ২০১৯ অথবা ২০২ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রত্যেকটিতে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৬.৫০ থাকতে হবে এবং উল্লেখিত বিষয়সমূহে আলাদাভাবে ন্যূনতম ৩.০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়ন

  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2022 ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে। প্রার্থীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে কলেজ ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের। মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযােগ থাকবে।

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তির নীতি ও নিয়ম মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।


টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি

textile engineering college

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সার্কুলার

textile engineering college

Read the Circular First, then Apply

Butex 7 college admission applies:

butex 7 college admission apply

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ Admi Card 

Click Here: http://dot.teletalk.com.bd/

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ Admissiontalks বা গ্রুপে Admission Information and Help Desk যোগ দিন ।

butex, butex admission, textile admission, textile engineering college 

Next Post Previous Post