Bangladesh Physics Olympiad 2023
১৩ তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড
আসসালামুয়ালাইকুম শিক্ষার্থীরা
১৩তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ এ অংশ নেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য বছরের ন্যায় এবারও ফিজিক্স অলিম্পিয়াড অনলাইনে নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিজ্ঞানে আগ্রহী তরুণদের মধ্যে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও যোগাযোগ সৃষ্টি, বিজ্ঞানের বিভিন্ন সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপ্ত করা এবং দেশ ও বিদেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতির সুযোগ সৃষ্টি- ফিজিক্স অলিম্পিয়াডের মূল লক্ষ্য।
এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ থেকে বাছাইকৃতরা ৫ জন প্রতিযোগীকে জাপানে অনুষ্ঠিতব্য ৫৩তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে, মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৮ জন প্রতিযোগীকে মনোনীত করা হবে এবং ৭ম ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৫ জন প্রতিযোগীকে মনোনীত করা হবে।
- বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড নিবন্ধন শুরু : ৩০ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার
- বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড নিবন্ধন শেষ : আগামী ৭ই জানুয়ারী শনিবার ২০২৩ রাত ১২:০০ টা পর্যন্ত
- বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড নিবন্ধন ফি : প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে না।
চারটি ক্যাটাগরীতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে
Bangladesh Physics Olympiad registration 2023
*নিবন্ধনের জন্য টেলিটক নম্বর ব্যবহার করা যাবে না।
প্রতিযোগীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড পাঠানো হবে। এই নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যোগাযোগ:
নিবন্ধনের পরে SMS না পেলে managerbdpho@gmail.com এবং md.imran300028@gmail.com এ ই-মেইল করা যাবে। অলিম্পিয়াড শুরুর পূর্বে প্রত্যেক প্রতিযোগীকে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের পক্ষ থেকে SMS এর মাধ্যমে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হবে।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের নিয়মাবলীঃ
নিজের প্রোফাইলে প্রবেশ ও অনলাইনে জেলাভিত্তিক বাছাই পর্ব পরীক্ষা দেয়ার জন্য নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। যেহেতু নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড মোবাইল ফোনে পাঠানো হবে সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড প্রিলিমিনারি পরীক্ষা:
জেলা ভিত্তিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আঞ্চলিক পর্ব সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক বিজয়ীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
Bangladesh Physics Olympiad registration
নিবন্ধনের ক্ষেত্রে ২০২২ সালের শ্রেণী ব্যবহার করতে হবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই সংযোগ করতে হবে। যাদের ই-মেইল ঠিকানা নেই তারা শুধু ফোন নম্বর এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে।
Bangladesh Physics Olympiad preparation
জাতীয় পর্ব থেকে বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। পূর্বের এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা (বয়স এবং APhO ও IPhO নিয়ম অনুযায়ী যোগ্য সাপেক্ষে) সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে।
More: Bangladesh Chemistry Olympiad 2023
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চুড়ান্ত পরীক্ষা:
এবছর ৫ জন প্রতিযোগীকে জাপানে অনুষ্ঠিতব্য ৫৩তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে, মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৮ জন প্রতিযোগীকে মনোনীত করা হবে এবং ৭ম ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৫ জন প্রতিযোগীকে মনোনীত করা হবে।
Bangladesh Physics Olympiad syllabus
Category A: Class-5 and Class-6
Category B: Class-7 and Class-8
Category C: Class-9 and Class-10
Category D: Class-11 and Class-12