BSc In Health Technology Admission

Govt. B.Sc. in Health Technology Admission Circular


ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত (PDF নিচে প্রদত্ত) করা হয়েছে ।

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনষ্টিটিউটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইএইচটি ভর্তি কার্যক্রম স্থগিতের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
গত ০৭ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত ২০২০ – ২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি মহাপরিচালকের সম্মতিক্রমে অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

Institute of Health Technology Admission 2020-21


ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি,বা সংক্ষেপে আই.এইচ.টি, বাংলাদেশের সরকারি মেডিক্যাল ইন্সটিটিউট গুলোর মধ্যে অন্যতম। এটি ৩ অণুষদে (ফার্মেসী, ল্যাব মেডিসিন এবং রেডিওগ্রাফী অণুষদ) ১৯৭৬ সালে মাত্র ৭৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অণুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭ টি অণুষদে প্রায় ১০৫০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। ১৯৮৯ সালের ১২ জুলাই থেকে সরকারী আদেশক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলোজি রাখা হয়। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে এখানে বিএসসি কোর্স চালু করে ছাত্র ভর্তি করা হয়। বিএসসি কোর্সে ২ টি অণুষদে (বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি ল্যাবরেটরি এবং বিএসসি ইন ফিজিওথেরাপি) ৬০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিএসসি কোর্সের ৫ টি ব্যাচে মোট প্রায় ২৭৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। একটি মাত্র ভবন আছে যেখানে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। Institute of Health Technology, Rajshahi (IHT)  তে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার আছে। এখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণার কাজ সম্পাদনা করা হয়। দক্ষ শিক্ষক মন্ডলি ও টেকনোলজিষ্ট দ্বারা গবেষণাগার গুলো পরিচালনা করা হয়।

সেকেন্ড টাইম, 3rd টাইম পরিক্ষা দেয়া যাবে। 

N.B:   প্রত্যেক বছর ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একসাথে বিএসসি ইন হেলথ টেকনোলজী কোর্স সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।




 

BSc In Health Technology আসনসংখ্যা :

ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একসাথে মোট 270 টি আসন আছে ।
BSc. in Health Technology ( Laboratory= 115 টি  আসন
BSc. in Physiotherapy = 85 টি  আসন
BSc. in Health Technology (Radiology and Imaging) = 40 টি  আসন
BSc. in Health Technology (Food Safety) = 30 টি  আসন

BSc In Health Technology ইনস্টিটিউটসমূহ এর তালিকা :

এ খাতকে আরো অনেক দূর এগিয়ে নিতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। হেলথ টেকনোলজি ইনস্টিটিউটগুলো DU, RU এর অধিভুক্ত বি.এস.সি হেলথ টেকনোলজি ডিগ্রী প্রদান করে।

১. ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা মহাখালী (ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে পরিচালিত)
আসন সংখ্যা = 150 টি
২. ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী  (রাবির মেডিসিন অনুষদের অধিভুক্ত)
আসন সংখ্যা = 60 টি
৩. জনস্বাস্থ্য ইনস্টিটিউট, 
ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে পরিচালিত)
আসন সংখ্যা = 60 টি

  • আবেদন শুরুঃ  ১৩ জুন ২০২১ 
  • আবেদনের শেষ তারিখঃ  ১৩ জুলাই ২০২১
  • ভর্তি আবেদনের ফি : ০ টাকা, 
  • পরীক্ষা কেন্দ্র : ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মহাখালী, ঢাকা


ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তি যোগ্যতা: 

বিএসসি স্বাস্থ্য প্রযুক্তি (পরীক্ষাগার), বিএসসি রেডিওলজি ,বিএসসি স্বাস্থ্য প্রযুক্তি-খাদ্য সুরক্ষাতে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ ২০১৮,২০১৯ বা ২০২০ সালে HSC (অথবা সমমান) উভয় পরীক্ষায় মোট জিপিএ .০০ পেলে আবেদন করা যাবে। SSC ও HSC উভয় পরীক্ষায় কোনটিতে জিপিএ .০ এর কম পেলে আবেদন করা যাবে না।

বিএসসি ফিজিওথেরাপিতে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ ২০১৮,২০১৯ বা ২০২০ সালে HSC (অথবা সমমান) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ পেলে আবেদন করা যাবে। SSC ও HSC উভয় পরীক্ষায় কোনটিতে জিপিএ ৩.০ এর কম পেলে আবেদন করা যাবে না।

আবেদনের প্রক্রিয়া :   ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে  করতে হবে। বিস্তারিত সার্কুলার এ  পড়ুন ... 


➡️ পরীক্ষার মানবন্টন এবং পদ্ধতি : MCQ 

১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে

১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • জীববিজ্ঞান = ২০
  • রসায়ন = ২০
  • পদার্থ বিজ্ঞান = ২০
  • ইংরেজি = ২০
  • বাংলা = ১০
  • সাধারণ = ১০
  • মোট = ১০০
⏺ রেজাল্টঃ  এসএসসি & এইচএসসিতে প্রদত্ত জিপিএ এর 4% & এইচএসসিতে প্রদত্ত জিপিএ এর 6% সাথে  যোগ করে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়।


সার্কুলার এ আরও বিস্তারিত পড়ুন ... 
ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তির নির্দেশিকা অত্যন্ত নীতি ও নিয়ম মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।

BSC In Health Technology Admission 2020-21

Institute of Health Technology Admission 2020-21

মেডিকেলের এবং ডেন্টালের প্রশ্নব্যাংক পিডিএফ :
Medical Question Bank 

Institute of Health Technology Admission 2020-21, IHT Admission Circular 2020-21

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য তথ্য পেতে আমাদের ফেইজবুক পেজ Admission talks বা গ্রুপে Admission Information and Help Desk যোগ দিন ।
Next Post Previous Post