ঢাবি তথ্যবিজ্ঞান ও লাইবেরি ম্যানেজমেন্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
(প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েস ত্যান্ড লাইবেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে জানুয়ারি-জুন ২০২৩ সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
কোর্সের মেয়াদ: ০২ (দুই) বছর । সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যুনতম স্লাতক ডিথ্রি। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেয়া হবে ।
Du Master's in Information Science and Library Management Circular
ঢাবি তথ্যবিজ্ঞান ও লাইবেরি ম্যানেজমেন্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ |
ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান:
ভর্তি ফরম ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার পর্যন্ত নিন্নোক্ত ঠিকানায় অথবা বিভাগের ওয়েবসাইট (https://bit.ly/3 UQ67Hj or http://bit.ly/3En8avB) থেকে পাওয়া যাবে ।
যথাযথভাবে পূরণকৃত ভর্তি ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে । Legal Size-কাগজে প্রিন্টকৃত ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সাথে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
✅আরও পড়ুন: ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
অফিস থেকে ফরম সংগ্রহের সময়সূচি:
রবিবার - বুধবার (সকাল ০৯:০০টা থেকে বিকাল ০৪:০০টা পর্যন্ত) বৃহস্পতিবার (সকাল ০৯:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত) শুক্রবার-শনিবার (বিকাল ০৩:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০ পর্যন্ত) ** সরকারি ছুটির দিন ব্যতিত
২৪ ডিসেম্বর ২০২২ শনিবার সকাল ১০:০০টায় (৫০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের, মৌখিক প্রশ্নের ধরন হবে এমসিকিউ ও রচনামূলক (সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি), সময় ১ ঘন্টা) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েস ত্যান্ড লাইবেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে কোর্স ফি
সর্বমোট ১৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা।
- ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ = ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা।
- পরবর্তী প্রতি সেমিস্টারে ৩০০০০ * ৩ সেমিস্টার = ৯০,০০০ (নব্বই হাজার) টাকা।
- সেমিস্টার পরীক্ষার ফি: (প্রতি সেমিস্টার ৫০০০ * ৪ সেমিস্টার সর্বমোট = ২০,০০০ (বিশ হাজার) টাকা।
- প্রতি সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় উক্ত সেমিস্টারের পরীক্ষার ফি প্রদান করতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগের ঠিকানা:
- তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন (নিচতলা), ঢাকা বিশ্ববিদ্যালয় ।
- ফোন: ৮৮০-৯৬৬৬৯১১৪৬৩ (এক্স: ৬৩৭০/৬৩৭১)
- মোবাইল: ০১৬০১৮৪৭৬৭৭, ০১৬২৭৩০৬১১৪