ঢাবি তথ্যবিজ্ঞান ও লাইবেরি ম্যানেজমেন্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ 

(প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট) 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েস ত্যান্ড লাইবেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে জানুয়ারি-জুন ২০২৩ সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। 

কোর্সের মেয়াদ: ০২ (দুই) বছর । সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

শিক্ষাগত যোগ্যতা: 

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যুনতম স্লাতক ডিথ্রি। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেয়া হবে ।

Du Master's in Information Science and Library Management Circular

Du Master's in Information Science and Library Management Circular
ঢাবি তথ্যবিজ্ঞান ও লাইবেরি ম্যানেজমেন্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান: 

ভর্তি ফরম ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার পর্যন্ত নিন্নোক্ত ঠিকানায় অথবা বিভাগের ওয়েবসাইট (https://bit.ly/3 UQ67Hj or http://bit.ly/3En8avB) থেকে পাওয়া যাবে । 

যথাযথভাবে পূরণকৃত ভর্তি ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে । Legal Size-কাগজে প্রিন্টকৃত ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সাথে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

অফিস থেকে ফরম সংগ্রহের সময়সূচি: 

রবিবার - বুধবার (সকাল ০৯:০০টা থেকে বিকাল ০৪:০০টা পর্যন্ত) বৃহস্পতিবার (সকাল ০৯:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত) শুক্রবার-শনিবার (বিকাল ০৩:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০ পর্যন্ত) ** সরকারি ছুটির দিন ব্যতিত

২৪ ডিসেম্বর ২০২২ শনিবার সকাল ১০:০০টায় (৫০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের, মৌখিক প্রশ্নের ধরন হবে এমসিকিউ ও রচনামূলক (সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি), সময় ১ ঘন্টা) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েস ত্যান্ড লাইবেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে কোর্স ফি 

সর্বমোট ১৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা।

  1. ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ = ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা।
  2. পরবর্তী প্রতি সেমিস্টারে ৩০০০০ * ৩ সেমিস্টার = ৯০,০০০ (নব্বই হাজার) টাকা।
  3. সেমিস্টার পরীক্ষার ফি: (প্রতি সেমিস্টার ৫০০০ * ৪ সেমিস্টার সর্বমোট = ২০,০০০ (বিশ হাজার) টাকা।
  4. প্রতি সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় উক্ত সেমিস্টারের পরীক্ষার ফি প্রদান করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগের ঠিকানা: 

  • তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন (নিচতলা), ঢাকা বিশ্ববিদ্যালয় । 
  • ফোন: ৮৮০-৯৬৬৬৯১১৪৬৩ (এক্স: ৬৩৭০/৬৩৭১)
  • মোবাইল: ০১৬০১৮৪৭৬৭৭, ০১৬২৭৩০৬১১৪
আরও পড়ুন: 

Next Post Previous Post