BSMRAAU Admission circular
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত (PDF নিচে প্রদত্ত) হয়েছে ।www.bsmraau.edu.bd । bsmraau.teletalk.com.bd
BSMRAAU Admission circular 2020-21
Bangabandhu Sheikh Mujibur Rahman Aviation and Aerospace University admission circular 2020-21
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।মোট ৫ হাজার ৩২ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন।
যোগ্যপ্রার্থীদের তালিকা PDF Download করতে ক্লিক করুন
সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য)
☑️ প্রাথমিক আবেদনের শুরু : আগামীকাল রবিবার (২০ জুন) দুপুর ১২টায় অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে।
☑️ প্রাথমিক আবেদনের শেষ তারিখ : আগামী আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে ।
☑️ প্রাথমিক আবেদন ফি : টেলিটক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত)।
☑️ ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ৮ জুলাই রাত ১২টা।
☑️ যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ : ১৩ জুলাই
☑️ যোগ্যপ্রার্থীদের ভর্তি আবেদন : প্রাথমিকভাবে যোগ্যপ্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড এর জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।
☑️ ভর্তি পরীক্ষার তারিখ : ৭ আগস্ট সকাল ১০টা ঢাকাসহ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার স্থান
বিএএফ শাহীন কলেজ ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং বিমান বাহিনী সি অ্যান্ড এম ইউনিট, লালমনিরহাট।
বিভাগের নাম ও আসন সংখ্যা :
অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের,
- বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) = ৩০ টি আসন
- বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) = ৩০ টি আসন
২টি বিষয়ের মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস :
বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বিশ্ববিদ্যালয়। এটি একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটির স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপন করা হবে। শিক্ষা কার্যক্রম প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাস পুরাতন বিমান বন্দর, তেজগাঁও এ এবং পরবর্তীতে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন :
- পরীক্ষার প্রকার : MCQ(60) + Written(40)
- পরীক্ষার সময় : 1:30 Hours
- Chemistry : MCQ 12 + Written 8 = 20
- Physics : MCQ 18 + Written 12 = 30
- Mathematics : MCQ 24 + Written 16 = 40
- English : MCQ 6 + Written 4 = 10
- Total Marks : 100
N.B : নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং ০.২৫
অনার্স ৪ বছরের মেয়াদী কোর্সে খরচ : 1,72,450 taka
বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা :
২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং শুধুমাত্র ২০২০ সালের বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম 9.00 হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৪.৫ এর কম হলে আবেদন করা যাবে না।



