ঢাবি প্রযুক্তি ইউনিট সার্কুলার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১


du-technology-unit-admission

আজ ১০ জুন থেকে শুরু হচ্ছে চলবে ১৫ জুলাই পর্যন্ত আবেদন ফি : ৬৫০ টাকা। প্রযুক্তি ইউনিটের মোট আসন সংখ্যা : ১৪৫৫ টি । ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ ও আবেদনের নিয়ম অত্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।

Read Circular First, then Click Apply now
ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত (PDF নিচে প্রদত্ত) হয়েছে ।

DU technology unit college list

ঢাবি  প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজ সমূহ :

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ৬ টি কলেজ রয়েছে তার মধ্যে ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১ টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩ টি সরকারি কলেজ এবং ১ টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২ টি বেসরকারি কলেজ ।

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা :

ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজ (সরকারী
আসন সংখ্যা :  ১৮০ টি
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (সরকারী)
আসন সংখ্যা :  ১৮০ টি
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ (সরকারী)
আসন সংখ্যা :  ১২০ টি 
এগুলো সম্পুর্ণ সরকারী এবং কলেজ ভেদে ৪ বছরে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এ ৪০০০০ - ৬০০০০ টাকা মতো খরচ হয়

বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা :

শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর (বেসরকারী)
আসন সংখ্যা :  ৮০ টি 
K M হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ (বেসরকারী) ৪ বছরে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ কোর্স খরচ ৪,,০০০ টাকা । আসন সংখ্যা : ০ টি 
নিটার - জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (বেসরকারী) ৪ বছরে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ কোর্স খরচ ৪,৫,০০০ টাকা । আসন সংখ্যা :  ৬৮৫ টি
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ(বেসরকারী)  ৪ বছরে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ কোর্স খরচ ৪,,০০০ টাকা  আসন সংখ্যা :  ১৩০ টি 

প্রযুক্তি ইউনিটের মোট আসন সংখ্যা : ১৪৫ টি

সাধারণ তথ্য (আবেদনের জন্য):

➡️ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আলাদা ও স্বতন্ত্র একটি ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

ঢাবি প্রযুক্তি ইউনিটের পরীক্ষার মানবন্টন :

চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে। গত বছর হিসেবে ১২০ নম্বরের পরীক্ষা হয়েছে। বাংলা ও ইংরেজী উভয়ই মাধ্যম 
  • পদার্থ = ৩৫,
  • রসায়ন = ৩৫, 
  • গণিত = ৩৫ এবং
  • ইংরেজি = ১৫ ।
  • আর পাস মার্ক ছিল ৪৮। 
N.B : নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং ০.২৫ 
এ বছরে কোন চেইঞ্জ আসবে কিনা তা সার্কুলার দিলে জানা যাবে। তাই সার্কুলার দেয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার অনুরোধ রইল। 

➡️ ভর্তি পরীক্ষার তারিখ : ২০ আগস্ট, সকাল ১০ টা থেকে সকাল ১১.৩০ পর্যন্ত 

➡️ আবেদনের সময়সীমা : ১০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত । টাকা জমা দিতে পারবে ১৬ জুলাই দুপুর ২ টা পর্যন্ত।

➡️ আবেদন ফি ৬৫০ টাকা এবং 

➡️ প্রবেশপত্র ১ আগস্ট বিকাল ৩ টা থেকে ২০ আগস্ট সকাল ৯ টা পর্যন্ত।

➡️  আবেদনের যোগ্যতা : ভর্তিচ্ছুদের SSC ও HSC উভয় ক্ষেত্রেই চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ (ন্যূনতম) থাকতে হবে। 

 সার্কুলার  আরও বিস্তারিত পড়ুন

ঢাবি প্রযুক্তি ইউনিট সার্কুলার ২০২০-২১

DU technology unit

ঢাবি প্রযুক্তি ইউনিট প্রশ্নব্যাংক 

DU technology unit

সবারই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়  না অনেকের, আবার কারোটা হয় । স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হয় । প্রথম দিকের অনেকেই বিশ্ববিদ্যালয় কয়েকটা ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে তাদের যাত্রা শেষ করে দেয় । কারণ শেষ পর্যন্ত চেষ্টা করতে ভয় পায় তারা , মনে করে পরীক্ষায় ব্যর্থ হলাম মানে হেরে গেলাম । কিন্তু না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমন এক বিষয় যা কিনা শেষ পর্যন্ত চেষ্টা করতে হয় । দেশের 50টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এতগুলো বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশ্ববিদ্যালয়ে তোমার সুযোগ হবে না তা হয় না । সব বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ শেষ হয়ে গেলেও এখনও ভাল কিছু করা সম্ভব এমন কিছু সুযোগ রয়েছে কাজে লাগালে এখনও স্বপ্ন বাস্তবায়ন হয় । এমন টি সুযোগ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট

ভর্তি কিছু প্রশ্নের উত্তর ও কিভাবে প্রস্তুতি নিবেন !

Q.  কে সার্টিফিকেট দিবে ?
Ans. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
Q.  ল্যাব ফ্যাসেলিটিস অধিভুক্ত কলেজ সমূহ এ কেমন?
Ans. অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত যথেষ্ট ভালো
Q. ৪ বছরে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকুরীর সুযোগ কেমন?
Ans. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর অনেক সিনিয়র ভাই দেশের বাহিরে আছেন,দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অনেকেই আছেন । গত মাসেও ৫+ ইন্টারন্যাশনাল ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন আর শেষ পর্যন্ত নাসার এক প্রজেক্টে ৩ বছরের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।

পদার্থবিজ্ঞান: পদার্থবিজ্ঞানে ম্যাথ অনেক বেশী আসে, যেহেতু ক্যালকুলেটর ব্যাবহার নেই, সব সুত্র খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কিছু সুত্রের সরাসরি কারেকশন ও আসতে পারে।তাই সব সুত্রের ব্যাবহার খুব ভালো করে শিখতে হবে। যেমনঃ দুইটা ভেক্টরের মান সমান হলে অথবা শুন্য হলে মান কী হবে অথবা কিরুপ হবে ,লোহা ইস্পাতের গুনাংক,তাত্তিক প্রশ্ন,প্রতিস্রাংক থেকে থাকতে পারে ,মোটকথা যা আগে পড়ছ তা থেকেই আসবে।ভয় পাওয়ার কিছু নাই।

রসায়ন: বেসিক লেভেল থেকে প্রশ্ন আসবে বিক্রিয়ার নাম মনে রাখতে হবে। কঠিন ম্যাথ কম আসে। Organic Chemistry টা একটু ভালো করে পড়তে হবে। Ex: প্রশ্ন হতে পারে HCL pH=3 প্রতি লিটারে HCL এর পরিমাণ কত?

গনিত: শর্টকার্ট আর বেশী বেশী প্র্যাকটিস করতে হবে সাথে বেসিক থাকা লাগবে।অনেক বেশী শটকট মনে রাখলেও সমস্যা পরীক্ষার হলে গিয়ে মাথায় আসে না । তবে ম্যাথ প্রশ্ন standard হবে।
ইমপর্টেন্ট টপিক: জটিল সংখ্যা ,মুলদ্বয় সমান কিনা?,মূলদ সংখ্যা,বিন্ন্যাস সমাবেশ,দ্বিপদী,স্থানাংক,বৃত্তেরসমীকরণ,পরাবৃত্ত,উপবৃত্ত,ত্রিকোমিতি,ক্যালকুলাস থেকে ডি ডি এক্সের সাধারণ ম্যাথ ,গতিবিদ্যার কিছু ম্যাথ যেগুলো ইন্টারে অনেক ইমপরটেন্ট ছিল।

ইংরেজী: বেসিক থাকলেই English উত্তর করা যায়। তেমন কোন কঠিন আসে না । একটু গুরুত্ব দিলেই ভালো করা যাবে বলে।
Next Post Previous Post