বিপিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ (চবি)
Chittagong University Bachelor of Physical Education (B.P.Ed) Admission Circular
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা অনুষদের অধীনে শারীরিক শিক্ষা বিভাগে ২০২২ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বি.পি.এড) কোর্সে সীমিত আসনে (২৫টি) খেলাধুলায় পারদশী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
আবেদন ফরম চ.বি. শারীরিক শিক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে হবে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে অগ্রণী ব্যাংক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় ১,৫০০/- (এক হাজার পাচ শত) টাকা ২৬ অক্টোবর ২০২২ থেকে ১৫ নভেম্বর ২০২২ এর মধ্যে নগদ জমাদানপূর্বক ব্যাংক রশিদসহ চ.বি. শারীরিক শিক্ষা বিভাগে জমা দিয়ে অফিস চলাকালীন প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বি.পি.এড) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
বি.পি.এড কোর্সে ভর্তির যোগ্যতা:
১. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যুনতম জিপিএ ২.৫০ সহ স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। এক বা একাধিক খেলায় পারদশী হতে হবে এবং সাতার জানতে হবে।
২. শিক্ষকতা পেশায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে ৩১.১২-২০২১ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের বেলায় বয়সসীমা সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর।
৩. চাকুরীজীবী প্রারথীদেরকে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগৃহীত অনাপত্তি পত্র জমা দিতে হবে। (ভর্তির জন্য নির্বাচিত হলে শিক্ষা ছুটি মঞ্জুর করতে আপত্তি নেই উল্লেখপূর্বক)
৪. এই কোর্সে অধ্যয়নকালীন সময়ে কোন ছাত্র/ছাত্রী কোন প্রতিষ্ঠানে চাকুরী বা অন্য কোন কোর্সে অধ্যয়ন করতে পারবে না।
৫. আবেদন ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতা ও খেলাধুলায় পারদর্শিতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে দিতে হবে।
MCQ পদ্ধতিতে ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হবে। খেলার পোশাক সাথে নিয়ে আসতে হবে।
আবেদনর সময়সীমা: 26 October 2022 - 15 November 2022.
Venue of Examination: Shaheed Sheikh Kamal Gymnasium, University of Chittagong.
ব্যক্তিগত দক্ষতা ও খেলাধুলায় শারীরিক উপযুক্ততা ঘাচাই পরীক্ষা (একই তারিখে) সকাল ১১:০০টায় চ.বি. কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ. :২২ নভেম্বর ২০২২
লিখিত পরীক্ষার সময় : সকাল ১০:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত
ভর্তি পরীক্ষার ফলাফলের ভিন্তিতে মেধা তালিকা প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২
ভর্তির সময়সীমা :২৮ নভেম্বর ২০২২ থেকে ০১ ডিসেম্বর ২০২২
ক্লাস শুরুর তারিখ :১৫ ডিসেম্বর ২০২২.
ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নির্ধারিত ইউনিফর্ম নিজ খরচে তৈরি করতে হবে।
হেল্প লাইন: ০১৯১২১২০২৬৬, ০১৮১৩৩৪৪৫৮৮ (সকাল ৯:০০টা হতে বিকাল ৩:০০টা পর্যন্ত)