বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩। (জবি)

জবি বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একবছর মেয়াদি প্রফেশনাল বিএড ও প্রফেশনাল এমএড ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের সুযোগ দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শুরুতে‌ জানায় তথ‍্যের সোর্স, 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিএড ও প্রফেশনাল এমএড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে jnu.ac.bd । বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত নিচে টাইমলাইন আকারে আলোচনা করা হয়েছে । বি এড ভর্তি ২০২২ এবং এমএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ , ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে ।

বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

bed admission circular 2022
bed admission circular 2022

আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • ভর্তির আবেদন শুরু : ১৫ নভেম্বর ২০২২
  • ভর্তির আবেদন শেষ : ২০ ডিসেম্বর ২০২২
  • ভর্তি আবেদন ফি : ১০২০/- টাকা 
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২০ ডিসেম্বর ২০২২
  • ভর্তি পরীক্ষার তারিখ: ২৩ ডিসেম্বর ২০২২ 
  • বিএড: ২৩-১২-২০২২ (সকাল ১১টা থেকে দুপুর ১২টা)
  • এমএড: ২৩-১২-২০২২ (বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট)
  • প্রাথমিক ফলাফল প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩
  • বিএড/এমএড প্রফেশনাল ক্লাস শুরু: ৬ জানুয়ারি ২০২৩
  • বিএড/এমএড প্রফেশনাল সাপ্তাহিক ক্লাস: শুক্রবার ও শনিবার
  • ইমেইল: office@ier.jnu.ac.bd

বিএড ভর্তির যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/ সমমান ডিগ্রি পাশ হতে হবে । তবে যেকোন বিষয়ে ন্যূনতম জিপিএ ২.৫০ এর কম প্রাপ্ত (মাধ্যমিক/সমমান) এবং পাস কোর্সের ক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। তবে চাকুরীরত (সরকারি-বেসরকারি) প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে ।

এমএড ভর্তির যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/ সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকতে হবে। ।তবে মাধ্যমিক/সমমান  যেকোন বিষয়ে ন্যূনতম জিপিএ ২.৫০ এর কম প্রাপ্ত এবং পাস কোর্সে ৩য় শ্রেণি ক্ষেত্রে  গ্রহণযোগ্য হবে না। তবে চাকুরীরত (সরকারি-বেসরকারি) প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে ।

বি এড ভর্তি ২০২২

আগামী ১৫ নভেম্বর ২০২২ থেকে ২০ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ পর্ষন্ত প্রার্থীকে অবশ্যই www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন ফরম উনলোড করে সংগ্রহ করে পুরণকৃত আবেদনপত্রসহ সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি ইমেইলের মাধ্যমে প্রেরণ করে আবেদন করতে হবে।

অথবা সরাসরি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর  অফিস হতে আবেদন ফরম সংগ্রহ করে পুরণকৃত আবেদনপত্রসহ সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে পারেন।

আইইআর এর অফিস থেকে সরকারি ছুটির দিন সহ অন্যান্য ষে কোন দিন সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পুরণকৃত আবেদনপত্র জমা দেওয়া যাবে ।

এমএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

✅JnU মাস্টার্স ভর্তির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে নিচের লিঙ্কে ভর্তি বিজ্ঞপ্তি যুক্ত করা হয়েছে। জবি বিএড/এমএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ Masters Circular পিডিএফ

✅ জবি বিএড/এমএড মাস্টার্স ভর্তি আবেদন করতে ক্লিক করুন এখানে
বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

যোগাযোগের ঠিকানাঃ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- অফিস কক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০ 

ফোন: ০২৯৫৩৪২০৪, ০১৭১১৯৮৯৬৬৭, ০১৬৩৩৩৮৮৫২৯

যোগাযোগের  সময়: সকাল ৮:০০-বিকাল ৪:০০


দৃষ্টি আকর্ষণ : ভর্তি পরীক্ষার আপডেট প্রতিদিন এক ক্লিকে পেতে আমাদের Android App : Admission Talks তোমার ফোনে ইন্সটল করে নাও।
Next Post Previous Post