জবি ফার্মাসি প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
Jagannath University Master of Pharmacy (Professional) Admission Circular
Faculty of Life and Earth Sciences, Department of Pharmacy
(Batch: 03P), Spring 2023 (February-July)
২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধীনে প্রফেশনাল মার্স্টার্সে ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ফার্মেসি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
![]() |
| ফার্মেসি কোর্সে ২০২২ ভর্তি বিজ্ঞপ্তি |
ফার্মেসি নিয়ে পড়াশোনা
মাস্টার্স প্রফেশনাল কোর্সের মূল বৈশিষ্ট্য
ডিগ্রী: ফার্মেসি মাস্টার প্রফেশনাল1. ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি,
2. ফার্মাসিউটিক্যাল মার্কেটিং
প্রধান বিষয়ে ভর্তি হওয়া যাবে।
কোর্স সময়কাল: এক বছর (২টি সেমিস্টার)
মোট ক্রেডিট: ৩২টি
সাপ্তাহিক ক্লাসের সময়ঃ শুক্র ও শনিবার
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদন করতে পারবেন: ২৫ জানুয়ারি পর্যন্ত (সকাল 9 টা - বিকাল 3 টা, শুধুমাত্র সপ্তাহের দিন)
ভর্তি পরীক্ষা: ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার।
পরীক্ষার ফলাফল: ২৯ জানুয়ারি
ভর্তির সময়কাল: ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
ক্লাস শুরু: ৩ ফেব্রুয়ারি
সাপ্তাহিক ক্লাসের সময়ঃ শুক্র ও শনিবার
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদন করতে পারবেন: ২৫ জানুয়ারি পর্যন্ত (সকাল 9 টা - বিকাল 3 টা, শুধুমাত্র সপ্তাহের দিন)
ভর্তি পরীক্ষা: ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার।
পরীক্ষার ফলাফল: ২৯ জানুয়ারি
ভর্তির সময়কাল: ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
ক্লাস শুরু: ৩ ফেব্রুয়ারি
Masters in pharmacy in Bangladesh
ফার্মাসি মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদন জমা দেওয়ার জন্য
A. Minimum 16 years of schooling; having S.S.C. (or equivalent) 10 years, H.S.C, (or equivalent) 2 years, and Graduation (or equivalent) 4 years. ন্যূনতম 16 বছর স্কুলে পড়াশুনা; S.S.C থাকা (বা সমতুল) 10 বছর, H.S.C, (বা সমতুল্য) 2 বছর, এবং স্নাতক (বা সমতুল্য) 4 বছর।B. Graduated in pharmaceutical sciences or relevant areas (CGPA 3.00 or more out of 4.00). C. No third class/division (or equivalent). ফার্মাসিউটিক্যাল সায়েন্স ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (4.00 এর মধ্যে CGPA 3.00 বা তার বেশি) নিয়ে ডিগ্রিধারী হতে হবে। কোন ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী/বিভাগ (বা সমতুল্য) গ্রহণযোগ্য নয়।
মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি
ফার্মাসি মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনপত্র পূরণ
আবেদনপত্র পূরণ করতে আগ্রহীরা লাইফ ও আর্থ সায়েন্স ডিন অফিস হতে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করে জমা দিতে পারেন।বা ওয়েবসাইট (www.jnu.ac.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত,
পূর্ববর্তী সমস্ত পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটের কপি (স্নাতক বিভাগের চেয়ারপারসন দ্বারা সত্যায়িত)
পূর্ববর্তী সমস্ত পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটের কপি (স্নাতক বিভাগের চেয়ারপারসন দ্বারা সত্যায়িত)
N.B. ভুল আবেদন বা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার কারণে কর্তৃপক্ষ যে কোনো সময় আবেদন/ভর্তি বাতিল করার অধিকার রাখে।
যোগাযোগ (আরও তথ্যের জন্য)
ডিন অফিস, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদ
6 তলা, নতুন একাডেমিক বিল্ডিং (+88029587900 অফিস)
ফার্মেসি বিভাগ (+88029515035 অফিস)
প্রফেসর ডঃ বিশ্বজিৎ কুমার বিশ্বাস, প্রোগ্রাম ডিরেক্টর (+8801781453704)
প্রফেসর ডাঃ মোঃ মনিরুজ্জামান খোন্দকার।
ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদ।
ও আহবায়ক, এম. ফার্ম। (প্রফেশনাল) ভর্তি প্রোগ্রাম
প্রফেসর ডঃ বিশ্বজিৎ কুমার বিশ্বাস, প্রোগ্রাম ডিরেক্টর (+8801781453704)
প্রফেসর ডাঃ মোঃ মনিরুজ্জামান খোন্দকার।
ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদ।
ও আহবায়ক, এম. ফার্ম। (প্রফেশনাল) ভর্তি প্রোগ্রাম
