Bangladesh Chemistry Olympiad 2023
বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত দ্বাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড
আসসালামুয়ালাইকুম শিক্ষার্থীরা
১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৩ এ অংশ নেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য বছরের ন্যায় এবারও রসায়ন অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হবে। রসায়ন বিজ্ঞানে আগ্রহী তরুণদের মধ্যে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও যোগাযোগ সৃষ্টি, রসায়ন বিজ্ঞানের বিভিন্ন সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপ্ত করা এবং দেশ ও বিদেশের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানীদের সাথে তরুণদের পরিচিতির সুযোগ সৃষ্টি-রসায়ন অলিম্পিয়াডের মূল লক্ষ্য।
এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ থেকে বাছাইকৃতরা (শীর্ষ ০৪ জন) আগামী বছর সুইজারল্যান্ডের জুরিখে (১৬ জুলাই ২০২৩ - ২৫ জুলাই ২০২৩) অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।
এবার তৃতীয় বারের মতো বাংলাদেশী প্রতিযোগীরা আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। এবার ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
শুরুতে জানায়, তথ্যের সোর্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে । বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড নিবন্ধন তথ্য নিয়ে বিস্তারিত নিচে টাইমলাইন আকারে আলোচনা করা হয়েছে ।
- বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড নিবন্ধন শুরু : আগামী ১৫ ডিসেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার
- বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড নিবন্ধন শেষ : ৩০ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত
- বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড নিবন্ধন ফি : ১০০/- (একশত) টাকা
- নিবন্ধন ফি জমা দেওয়ার শেষ তারিখ : ৩০ ডিসেম্বর ২০২২
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১০০/- (একশত) টাকা রেজিস্ট্রেশন ফি নগদে প্রদান করতে হবে।
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণের শর্তসমূহ:
একাদশ এবং দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের শিক্ষার্থীরা যাদের বয়স ১লা জুলাই ২০২৩ সালে ২০ বছরের কম হবে, তারা অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। তবে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তারা আবেদন করতে পারবেনা ।
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড প্রিলিমিনারি পরীক্ষা:
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার সকাল ১০:০০ টা
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড চুড়ান্ত পরীক্ষা:
২৮ জানুয়ারী ২০২৩ শনিবার, সকাল ১০:০০ টা (প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে)
Bangladesh Chemistry Olympiad registration 2022
অনলাইনে গুগল ফর্মের লিঙ্কে নিবন্ধন করা যাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের শিক্ষার্থীরা যাদের বয়স ১লা জুলাই ২০২৩ সালে ২০ বছরের কম হবে, তারা অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে।
Bangladesh Chemistry Olympiad syllabus
একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের সিলেবাস অনুসারে প্রিলিমিনারি পর্বে MCQ পদ্ধতিতে এবং চূড়ান্ত পর্বে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, এনালাইটিক্যাল, বায়োকেমিস্ট্রি এবং স্পেকট্রোসকপি বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে ।
Bangladesh Chemistry Olympiad questions
পুরানো বছরের প্রশ্নপত্র: http://www.facebook.com/bdcho2020
১২তম রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণসংক্রান্ত নির্দেশিকা নিম্নের লিঙ্কে পাওয়া যাবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যোগাযোগ:
অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, আহ্বায়ক, রেজিস্ট্রেশন উপ-কমিটি
১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২১
E-mail: lokmanchemju@yahoo.com; lokman@chem.jnu.ac.bd
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মেধাবী শিক্ষার্থীবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রসায়ন বিশ্বের সাথে নিজেকে পরিচিত করার সুযোগ লাভ করবে এবং একই সাথে নিজেদের যোগ্যতা প্রমাণে সুন্দও ক্ষেত্র খুঁজে পাবে। বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের এই আয়োজনে আপনার প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণের (ভার্চুয়াল) সুযোগ সৃষ্টির জন্য আপনার সদয় অনুমতি, সহযোগিতা ও মুল্যবান পরামর্শ কামনা করি।
অধ্যাপক ড. শামছুন নাহার
Convener, National Committee for 12" Bangladesh Chemistry Olympiad 2021, Bangladesh.
Chairman, Department of Chemistry,Jagannath University
Mobile: 01720250388, E-mail: shamsunnaher2002 @ gmail.com