ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি | মেডিকেল বিডিএস পরীক্ষা
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ । মেডিকেল বিডিএস পরীক্ষা : স্নাতক প্রোগ্রাম 2021
ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর সার্কুলার প্রকাশ (নিচে প্রদত্ত) করা হয়েছে :

Dental Admit Card Download : (প্রকাশিত হয়নি)
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে এবার আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
![]() |
| Read Circular First , than Click the Apply now |
মেডিকেল বিডিএস পরীক্ষা ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । ২০২০ শিক্ষাবর্ষে সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশ করা হয়েছে। । স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৭২ হাজারের বেশি শিক্ষার্থী মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর দেশের ৩৬টি সরকারি ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ১০ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন।সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজ সংযুক্ত ডেন্টাল ইউনিট মিলিয়ে মোট ১ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী বিডিএস কোর্সে ভর্তি হতে পারেন। dghs.gov.bd
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, ডেন্টাল ভর্তির আবেদন যোগ্যতা , আবেদর প্রক্রিয়া ও অন্যান্য বিষয়সমূহ :
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী :
- আবেদন শুরু : ২৭ মার্চ ২০২১
- আবেদন সমাপ্ত : ১৫ এপ্রিল ২০২১
- ভর্তি পরিক্ষার ফি : ১০০০ টাকা
- এডমিট ডাউনলোড : ২৪ এপ্রিল - ২৬ এপ্রিল, ২০২১
- ভর্তি পরিক্ষার তারিখ : ৩০ এপ্রিল ২০২১
- ফলাফল প্রকাশের তারিখ :
- অফিশিয়াল ওয়েবসাইট : dghs.gov.bd
ডেন্টাল ভর্তি পরীক্ষার মানবন্টন :
১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে
১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মার্কস বন্টন :
- জীববিজ্ঞান = ৩০
- রসায়ন = ২৫
- পদার্থবিজ্ঞান = ২০
- ইংরেজি = ১৫
- বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ = ১০
- মোট নম্বর = ১০০
ডেন্টাল ভর্তি সরকারি কলেজের মোট আসন : 545 টি
- Dhaka Dental College, Dhaka = 110
- Chittagong Medical College Dental Unit = 60
- Rajshahi Medical College Dental Unit = 59
- Shaheed Suhrawardy Medical College Dental Unit = 56
- Sir Salim Ullah Medical College Dental Unit = 52
- Mymensingh Medical College Dental Unit = 52
- MAG Osmani Medical College Dental Unit = 52
- Sher E Bangla Medical College Dental Unit = 52
- Rangpur Medical College Dental Unit = 52
মেডিকেল বিডিএস পরীক্ষা (ডেন্টাল) ভর্তিতে আবেদনের যোগ্যতা :
২০১৭ বা ২০১৮ SSC বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সনে HSC বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যােগ্য হবেন। ২০১৭ সনের পূর্বে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না। দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে । সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাশ নম্বর :
MCQ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, সকল সরকারী ও বেসরকারী ডেন্টাল মেডিকেল কলেজে ভর্তি জন্য কৃতকার্য হবেন ।
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
ডেন্টাল ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর নম্বর :
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে :
- SSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ=৭৫ নম্বর (সর্বোচ্চ)
- HSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ=১২৫ নম্বর (সর্বোচ্চ)
লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং SSC/সমমান ও HSC/সমমান পরীক্ষায় জিপিএ এর উপর নম্বরের যােগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।


