চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার
Chittagong University Admission Circular
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে (PDF নিচে প্রদত্ত) ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১ । চবি ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রকাশিত হয়েছে । যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা উচিত । তাই চবি নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
CU Admission Admit Card Download 2021
১২ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে আজ শুধু ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এরপর আগামী ১৪ অক্টোবর ‘সি’ ইউনিটের, ১৫ অক্টোবর ‘ডি’ ইউনিটের, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটের এবং ২১ অক্টোবর বি১ ও ডি১ ইউনিটের ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার আবেদন ১২এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ফি-৬৫০ টাকা,মোটআসন: ৪১৮৯টি
চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, মানোন্নয়ন বা অনিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন না এবারের পরীক্ষায়। অর্থাৎ, ২০১৮ সালে মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবেন।
সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য):-
➡️ আবেদন শুরুর তারিখ: ১২ এপ্রিল ২০২১ (সকাল ১০.৩০)
➡️ আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২১ (রাত ১১.৫৯)
➡️ ফি জমাদানের শেষ তারিখ: ০২ মে ২০২১
➡️ আবেদন ফি : প্রতি ইউনিটের জন্য ৬৫০ টাকা।
➡️ প্রবেশ পত্র ডাউনলোড: ০১ জুন ২০২১ (শুরু)
➡️ ভর্তি পরীক্ষা: ২২ জুন থেকে ০৮ জুলাই ২০২১
ইউনিট পরিচিতি ও ভর্তি পরীক্ষার তারিখ :-
- এ ইউনিট সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট = ২৮ ও ২৯ জুন ২০২১
- বি ইউনিট কলা ও মানবিক অনুষদ = ২২ ও ২৩ জুন ২০২১
- বি-১ ইউনিট উপ-ইউনিট = ০১ জুলাই ২০২১
- সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ = ৩০ জুন ২০২১
- ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ = ২৪ ও ২৫ জুন ২০২১
- ডি-১ ইউনিট উপ-ইউনিট = ০১ জুলাই ২০২১
- বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ : -
- চারুকলা ইন্সটিটিউট ০৫ জুলাই ২০২১
- নাট্যকলা বিভাগ ০৬ জুলাই ২০২১
- সংগীত বিভাগ ০৭ জুলাই ২০২১
- ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ ০৮ ও ০৯ জুলাই ২০২১
➡️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আসন: ৪১৮৯টি।
- এ ইউনিট = 1212 টি।
- বি ইউনিট = 1221 টি।
- বি-১ ইউনিট উপ-ইউনিট = 125 টি।
- সি ইউনিট = 441 টি।
- ডি ইউনিট = 1160 টি।
- ডি-১ ইউনিট উপ-ইউনিট = 30 টি।
আবেদনের যোগ্যতা :-
- এ ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।
- বি ও বি ১ ইউনিট:-
- বিজ্ঞান বিভাগ – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- মানবিক বিভাগ– এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
- ব্যবসায় শিক্ষা বিভাগ- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- ডি ইউনিট- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- ডি ১ সাব ইউনিট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।

আবেদন ফি পরিশোধের সময় অবশ্যই আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন ।
Chittagong University Admission Circular 2020-21 PDF :
Chittagong University Question Bank PDF Download :
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
CU Helpline :
এ ইউনিট
- সায়েন্স ০১৫৫৫৫৫৫১৩৫
- বায়োলজিক্যাল সায়েন্সস ০১৫৫৫৫৫৫১৪২
- ইঞ্জিনিয়ারিং ০১৫৫৫৫৫৫১৫৬
- মেরিন সায়েন্স এন্ড ফিশারিস ০১৫৫৫৫৫৫১৫৭
- আর্টস এন্ড হিউম্যানিটিস ০১৫৫৫৫৫৫১৩৬
- বিজনেস এডমিনিস্ট্রেশন ০১৫৫৫৫৫৫১৩৭
- সোশ্যাল সায়েন্সেস ০১৫৫৫৫৫৫১৩৮
- ‘ল’ ০১৫৫৫৫৫৫১৩৯
- বিজনেস এডমিনিস্ট্রেশন ০১৫৫৫৫৫৫১৩৭
- বায়োলজিক্যাল সায়েন্সস ০১৫৫৫৫৫৫১৪২


