ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ (চবি অধিভুক্ত)
Engineering College Admission 2021
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কলেজ/ইনস্টিটিউটে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে (PDF নিচে প্রদত্ত) ।
শিক্ষাবর্ষ: ২০২০-২০২১ (১ম সেমিস্টার, ২০২১)
বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বিদ্যায়তনিক কার্যক্রমও পরিচালনের ব্যবস্থা হয়েছে।
যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন ।
সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য)
➡️ আবেদনের শেষ তারিখ: 11 November 2021
➡️ আবেদন ফি : ৬০০ টাকা।
চবি অধিভুক্ত প্রকৌশল কলেজ/ইনস্টিটিউটের তালিকা :
1. চট্টগ্রাম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বেসরকারী)
Other name : Chittagong Institute of Engineering & Technology(CIET)
Address : মুরাদপুর, চট্টগ্রাম ।
Faculty & Departments :
BSc. in Computer Science & Engineering.
BSc. in Electrical & Electronic Engineering.
BSc. in Mechanical Engineering.
BSc. in Civil Engineering.
BSc. in Textile Engineering.
ওয়েবসাইট : www.ciet.ac.bd
2. চট্টগ্রাম জাতীয় প্রকৌশল কলেজ (বেসরকারী)
Address : নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম ।
Faculty & Departments :
BSc. in Mechanical Engineering.
BSc. in Textile Engineering.
BSc. in Computer Science & Engineering.
BSc. in Electrical & Electronic Engineering.
ওয়েবসাইট : www.cnec.edu.bd
3. NIT Engineering College, Chittagong
Address : মুরাদপুর, চট্টগ্রাম ।
Faculty & Departments :
BSc. in Mechanical Engineering.
BSc. in Textile Engineering.
BSc. in Computer Science & Engineering.
BSc. in Electrical & Electronic Engineering.
ওয়েবসাইট : www.nec.edu.bd
ভর্তি পরীক্ষার আবেদন :
আবেদন ফরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র ইঞ্জিনিয়ারিং অনুষদ কার্যালয় বা অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে অধ্যক্ষের কার্য্যালয় থেকে সংগ্রহ করা যাবে, অথবা চবি র ওয়েবসাইট এ (www.cu.ac.bd) থেকে ডাউনলোড করে, ডিন ইঞ্জিনিয়ারিং অনুষদ, চবি বরাবর অগ্রণী ব্যাংক এর যে কোনো শাখা থেকে ৬০০/ (ছয়শত) টাকার পে অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অধিভুক্ত/ইনস্টিটিউট এর অফিসে জমা এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন :
- পরীক্ষার প্রকার : MCQ(50)
- পরীক্ষার সময় : 30 Minute
- Chemistry : 10
- Physics : 10
- Mathematics : 10
- English : 10
- GPA Marks : SSC (5) + HSC (5) = 10
- Total Marks : 50
➡️ চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে মোট আসন: 400টি।
আবেদনের যোগ্যতা :
আবেদন ফি পরিশোধের সময় অবশ্যই আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন ।

