গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি ২০২১-২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

🎯 ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ও আবেদনের নিয়ম অত্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।
Read Circular First, then click the Apply now
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি ২০২২ :
সাধারণ তথ্য (আবেদনের জন্য):
☑️ ভর্তি পরীক্ষার তারিখ : আগামী 23 September 2022 সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
☑️ ভর্তি পরীক্ষার সময় : ১ ঘন্টা, মোট নম্বর ১০০, পাশ নম্বর ৪০ ।
☑️ ফলাফল প্রকাশ : ২৬ সেপ্টেম্বর
এই ইউনিটে শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
☑️ অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু : আগামী ২৮ জুলাই ২০২২ থেকে হবে।
☑️ আবেদন প্রক্রিয়া শেষ : আগামী ০২ সেপ্টেম্বর ২০২২ ।
☑️ ভর্তির আবেদন ফি : ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টাকা ।
☑️ মোট আসন সংখ্যা: পাঁচটি কলেজে মোট 2475 টি আসন রয়েছে।
হোম ইকোনমিক্স কলেজ ভর্তি যোগ্যতা
☑️ আবেদনের যোগ্যতা : ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং শুধুমাত্র ২০২০ সালের বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়/কারিগরি শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড/এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর কম হলে আবেদন করা যাবে না।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের তালিকা, বিভাগের নাম ও আসন সংখ্যা :
গার্হস্থ্য অর্থনীতি কলেজ
ঢাবির অন্তর্গত হোম ইকোনমিক্স কলেজ, ঢাকা (সরকারী)
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান = ২০০ টি আসন
- সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশীপ = ২০০ টি আসন
- শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক = ২০০ টি আসন
- শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা = ২০০ টি আসন
- বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প = ২০০ টি আসন
বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজ (বেসরকারী)
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান = ১৫০ টি আসন
- সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশীপ = ১০০ টি আসন
- শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক = ১০০ টি আসন
- শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা = ১০০ টি আসন
- বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প = ১০০ টি আসন
জাতীয় গার্হস্থ্য অর্থনীতি কলেজ (বেসরকারী)
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান = ১৫০ টি আসন
- সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশীপ = ১০০ টি আসন
- শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক = ১০০ টি আসন
- শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা = ১০০ টি আসন
- বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প = ১০০ টি আসন
ময়মনসিংহ হোম ইকোনমিক্স কলেজ (বেসরকারী)
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান = ৫০ টি আসন
- সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশীপ = ৫০ টি আসন
আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স (বেসরকারী)
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান = ৭৫ টি আসন
- সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশীপ = ৫০ টি আসন
- শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক = ৫০ টি আসন
- শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা = ৫০ টি আসন
- বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প = ৫০ টি আসন
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
MCQ মার্কস বন্টন :
- পদার্থবিজ্ঞান = 30 মার্কস
- রসায়ন = 30 মার্কস
- জীববিজ্ঞান = 30 মার্কস
- General Knowledge = 30 মার্কস
- Accounting = 30 মার্কস
- Business Studies = 30 মার্কস
- Finance & Banking = 30 মার্কস
- General Knowledge = 30 মার্কস
- অর্থনীতি = 30 মার্কস
- সমাজবিজ্ঞান = 30 মার্কস
- পৌরনীতি = 30 মার্কস
- General Knowledge = 30 মার্কস
ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ২০২১-২০২২ সার্কুলার :



