গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২২
২২টি সাধারণ-বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ ভর্তির নির্দেশিকা ও শর্ত প্রকাশ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি স্কোর দেওয়া হবে। এরপর গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ শর্ত ও চাহিদা উল্লেখ করে শিক্ষার্থী ভর্তির বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে। ভর্তি পরীক্ষায় পাওয়া স্কোর অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে।
(সার্কুলার PDF নিচে প্রদত্ত)
কেন্দ্রীয়ভাবে কিছু শর্ত প্রকাশ করা হলেও বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা কিছু নীতিমালা থাকবে। সেখানে জিপিএ, বিষয়ভিত্তিক যোগ্যতা, ভর্তির প্রক্রিয়া প্রভৃতি উল্লেখ থাকবে। জানিয়ে দেওয়া হবে আসন সংখ্যাও। বিদেশী শিক্ষার্থীদের কীভাবে ভর্তি করা হবে সে বিষয়েও জানিয়ে হবে।
তবে গুচ্ছভিত্তিক ২২টির মধ্যে হাতেগোনো কয়েকটি বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রয়েছে। এর বাইরে আজকের মধ্যে দু’একজটি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, আবেদন প্রক্রিয়া শুরু হতে চললেও বিজ্ঞপ্তি প্রকাশ না করাটা শিক্ষার্থীদের জন্য উদ্বেগের। কারণ তারা এসব বিজ্ঞপ্তি দেখেই নিজেদের পছন্দ ঠিক করে আবেদন করবেন। আবেদনের সময়ও কম হওয়ায় আরও আগেই সবগুলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি জারি করার দরকার ছিল। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২০২২
গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক/ স্নাতক ( সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bu.ac.bd) অনলাইনে আবেদনের পদ্ধতি এবং বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহের শর্ত বিস্তারিত জানতে পারবে।
১৭ অক্টোবর ২০২২ দুপুর ১২টা থেকে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন তারা। এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য ৫০০ টাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে দিতে হবে।
জিপিএর উপরে কোনও মার্কস থাকছে না। তবে আসন সংখ্যা গতবারের এক হাজার ৪৪০ থেকে বাড়িয়ে এক হাজার ৪৯০ করা হয়েছে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইতিহাস ও সভ্যতা বিভাগ, দর্শন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ১০টি করে আসন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি।
উল্লেখ্য ‘ক’ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল ও জীববিজ্ঞান অনুষদ) আসন রয়েছে ৬০০টি। ‘খ’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক ও আইন অনুষদ) আসন সংখ্যা ৫৯০টি। আর ‘গ’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) আসন রয়েছে ৩০০টি।
ভর্তিচ্ছুরা admission.bu.ac.bd -ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববদ্যালয়ের ওয়েসবাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়টির ৮টি স্কুলে মোট ১ হাজার ১০৯টি আসন রয়েছে।
ভর্তি প্রক্রিয়া ‘এ’, ‘বি’, ‘সি’ তিনটি আলাদা ইউনিটে সম্পন্ন হবে। ইউনিট ভিত্তিক বিভিন্ন ডিসিপ্লিনে যোগ্যতা হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের অধীন বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম গ্রেড পয়েন্ট/যোগ্যতা থাকতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এক বা একাধিক ইউনিটে আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে। চারুকলা স্কুল ও স্থাপত্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা প্রতি ৩০০ টাকা ফি অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই নিম্নের যোগ্যতা সম্পন্ন হতে হবে। কেউ খুলনা বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য আবেদন করতে পারবে না। মনে রাখা উচিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ২য় বার ভর্তির আবেদনের কোন অনুমতি নেই।
GCSE ‘O’ GCSE ‘A’ লেভেল অথবা সমতূল্য পরীক্ষাতে পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে ন্যুন্যতম ‘B’ গ্রেড এবং দুইটি বিষয়ে নূন্যতম ‘C’ গ্রেড পেতে হবে (A=5, B=4, C=3 & D=2) কোন বিষয়ে ‘E’ গ্রেড বিবেচিত হবে না।
.webp)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড ম্যাথমেটিক্স ও পরিসংখ্যান বিষয়ে আবেদনের ক্ষেত্রে অবশ্যই এইচএসসি গণিত বিষয় থাকতে হবে। বি ও সি ইউনিট থেকে পরিসংখ্যানে আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যায়ন অথবা গণিত থাকতে হবে।
ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞান থাকতে হবে। তবে ফার্মেসি বিষয়ে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে গণিত এবং জীববিজ্ঞান উভয়ই থাকতে হবে। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার ওশানোগ্রাফি, জুয়োলজি বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। তবে ওশানোগ্রাফিতে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে গণিত ও জীববিজ্ঞান উভয়ই থাকতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে বিষয়ভিত্তিক কোনো ভিন্ন কোনো শর্ত আরোপক করা হয়নি। জিএসটিতে ৩০ নম্বর প্রাপ্ত সবাই এই দুই ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রতি ইউনিটের জন্য ৫০০.০০ (সকল চার্জ ব্যতীত) টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
কোটায় আবেদনের ক্ষেত্রে ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর পোষ্য কোটা (কেবল ছেলে/মেয়ে/স্ত্রী/স্বামী), মুক্তিযোদ্ধা (ছেলে/মেয়ে/নাতি/নাতনি), ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক ও শ্রবণ) এবং খেলোয়াড় (শুধু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করার সময় কোটা উল্লেখ করতে হবে এবং ভর্তির সময় যথাযথ প্রত্যয়নপত্র বা সনদপত্র প্রদর্শন করতে হবে। মেধাতালিকা তৈরি করা হবে ২০০ নম্বরের ভিত্তিতে। SSC/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত GPA-এর ৮ গুনণ, HSC/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত GPA এর ১২ গুণ এবং GST ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২১-২০২২
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডে কোনো নম্বর থাকছে না। আগামী ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে জানুয়ারির শুরুর দিকে ক্লাস শুরু হবে। উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো নম্বর রাখা হচ্ছে না।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। আমরা যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করবো। ২০২৩ সালের জানুয়ারি মাসে আমরা প্রথম বর্ষের ক্লাস শুরু করবো। এদিকে সম্প্রতি যবিপ্রবিতে ভর্তির শর্তসমূহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তবে বিদেশি নাগরিকদেরকে এ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের (ISC) মাধ্যমে আবেদন করতে হবে।
GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-এর A ইউনিটে ফলাফলপ্রাপ্তরা প্রকৌশল ও প্রযুক্তি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে যে কোনো ইউনিটে ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীগণ কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ এবং বিভাগসমূহের নির্ধারিত শর্তসমূহের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
২০২১-২২ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের ২২টি বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছুরা ২৭ অক্টোবর ২০২২ পর্যন্ত অনলাইনে ভর্তির আবদন করতে পারবে। স্নাতক প্রথম বর্ষ ,বিএসসি এবং বিবিএ প্রোগ্রামে মোট তিনটি ইউনিটে ভর্তি অনুষ্ঠিত হবে। আগ্রহীরা রেজিস্ট্রেশনের পর পরীক্ষার ফলাফল এবং ভর্তিচ্ছুদের পছন্দ অনুযায়ী ভর্তি হতে পারবেন।
মোট আসন সংখ্যা: ১৩৯৫টি
A ইউনিটে আসন সংখ্যা: ৭০৭টি
B ইউনিটে আসন সংখ্যা: ৩৬২টি
C ইউনিটে আসন সংখ্যা: ৩২৬টি
আবেদন শুরু : ১৭ অক্টোবর ২০২২
আবদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২২
আবেদন ফি: প্রত্যেক ইউনিটের জন্য ৫০০/- টাকা
আবেদন প্রক্রিয়া: এই (https://admission.brur.ac.bd/)ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
.webp)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২০২২
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ভর্তি আবেদন শুরু হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টির প্রতিটি ইউনিটের জন্য চার্জসহ ৫১০ টাকা ফি দিতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি/দাখিল/সমমান ও এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর সঙ্গে নিম্নলিখিত নিয়মঅনুযায়ী গুণ করে সর্বোচ্চ যথাক্রমে ১২ ও ১৮ নম্বর (সর্বমোট ৩০ নম্বর) যোগ হবে। জিপিএর ক্ষেত্রে নম্বর যোগ করার নিয়ম নিম্নরূপ- এসএসসি/সমমানে প্রাপ্ত জিপিএর সঙ্গে ২.৪ গুণ হবে এবং এইচএসসি/সমমানে প্রাপ্ত জিপিএর সঙ্গে ৩.৫ গুণ হবে।
‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেডপয়েন্ট অনুরূপভাবে জিপিএ হিসেবে ব্যবহার করতে হবে। আবেদনের যোগ্যতা ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি/সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
আবেদনের নিয়মাবলি
ক) আবেদন করার জন্য আবেদনকারীদের http://gstadmission.jkkniu.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিচের তথ্য দিয়ে লগইন করতে হবে। ভর্তি পরীক্ষার ইউনিট, রোল নম্বর, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর।
খ) উল্লিখিত তথ্যগুলো সঠিক হলে আবেদনকারী তার গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নম্বর, এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএসহ একটি ড্যাশবোর্ড দেখতে পাবে।
(গ) এখন ভর্তি আবেদন করার জন্য অ্যাপলাই নাও বাটনে ক্লিক করতে হবে। এই সময় কোটা সংক্রান্ত তথ্য দেখাবে। কোটা না-থাকলে No Quota, কোটা থাকলে নির্ধারিত কোটা নির্বাচন করে পরবর্তী ধাপে যাবে।
ঘ) এই ধাপে আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ এবং অনুষদে অন্তর্ভুক্ত বিভাগগুলো দেখতে পাবে। আবেদনকারী এই বিজ্ঞঘপ্তিতে উল্লিখিত অনুষদ এবং বিভাগীয় আবশ্যিক শর্ত পূরণ করলে বিভাগের পাশে টিক চিহ্ন, শর্তপূরণ না করলে ক্রস দেখতে পাবে। আবেদনকারী যে অনুষদে আবেদন করতে ইচ্ছুক, সেই অনুষদের পাশের Apply বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবে।
ঙ) এই ধাপে আবেদনকারীকে তার নির্ধারিত অনুষদের জন্য আবেদন ফি প্রদান করতে হবে। বিভিন্ন অনলাইন গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিং সেবা (সোনালী ব্যাংক, বিকাশ, নগদ, ইউ-ক্যাশ ইত্যাদি) এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে। বিস্তারিত ‘আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি’ অনুচ্ছেদে পাওয়া যাবে।
চ) আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী (Application Status পেজ আসবে। এখানে আবেদনকারী তার সকল আবেদন দেখতে পাবে এবং প্রতিটি আবেদনের ফি-জমাদানের রশিদ ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২২
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
✅ ডাউনলোড করতে ক্লিক করুন
⏺ নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি (প্রকাশিত হয়েছে)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার
সাধারণ বিশ্ববিদ্যালয় :
✅ ডাউনলোড করতে ক্লিক করুন
⏺ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি (প্রকাশিত হয়েছে)
⏺ খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি (প্রকাশিত হয়েছে)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
কুমিল্লা বিশ্বদ্যিালয় ভর্তি বিজ্ঞপ্তি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি