General Honor's Vs Professional Honor's
স্নাতক (সম্মান) বনাম স্নাতক (সম্মান) প্রফেশনাল

দুটি কোর্সের বিপরীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আবেদন প্রার্থীদের কিছু প্রশ্নঃ
- Q. প্রফেশনাল অনার্স কী?
- Q. অনার্সের সাথে প্রফেশনালের তফাৎ কী?
- Q. কোনটা ভাল হবে?
- Q. BBA(Honor's) নাকি BBA(Hon's) Professional কোনটি Better?
Q. প্রফেশনাল অনার্স কী?
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর দিকে থাকালে দেখবেন তাদের অসংখ্যা অনুষদ রয়েছে।
ধরি চবিতে
A Unit : BSc, B1 : কলা, B2 : Arabic, B3 : চারুকলা B4 : Pali, B5 : নাট্যকলা, C : BBA, D : BSS, E : LLB, G : Engineering, H : শিক্ষা; এখন ২০২১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ইউনিট সংখ্যা ০৪।
আবার ঢাবিতে দেখতে পাবেন তাদের ০২ টি BBA Faculty রয়েছে, যার একটি সাধারন অনার্স, অন্যটি IBA BBA ;
এখন, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো, এবং কোর্স গুলোর প্যাটার্ন অনুসানে এই স্নাতক (সম্মান) তথা অনার্সকে ভেঙ্গে ০২ টি সম্মান কোর্স তৈরী করেছে, যার একটির নাম স্নাতক(সম্মান) , অন্যটি স্নাতক (সম্মান) প্রফেশনাল।
অনুষদ - কোর্স তফাৎঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স সমূহের অনার্স ও প্রফেশনালে অনুষ ও সাবজেক্টে পরিবর্তন এনেছে, যা তুলে ধরা হইল।General Honor's Vs Professional Honor's
স্নাতক (সম্মান) বা Honor's :
- চারটি অনুষদের অধীনে ৩০ টি বিষয়ঃ
BSc(Honors) :
1) Physics,
2) Chemistry,
3) Mathematics,
4) Botany,
5) Zoology,
6) Statistics,
7) Soil Science,
8) Environment Science,
9) Psychology,
10) Geography and Science,
11) Bio-Chemistry,
12) Home Economics;
BA(Honor's) :
1) English,
2)Bengali,
3) Arabic,
4) Sanskrit,
5) Pali,
6) History,
7) Islamic History and Culture,
8) Islamic Studies,
9) Philosophy,
10) Library and Information Science;
BBA(Honor) :
1) Accounting,
2)Finance,
3)Marketing,
4)Management;
1) Economics,
2) Sociology,
3) Social Work,
4) Political Science,
5) Anthropology;
স্নাতক (সম্মান) প্রফেশনাল বা Pro. Honor's :
- ০৬ টি অনুষদের অধীনে ১০ টি কোর্সঃ
Computer Science & Engineering (CSE)
Electronics & Communication Engineering (ECE)
ব্যবসায় প্রশাসন অনুষদ :
Bachelor of Business Administration (BBA)
Tourism & Hospitality Management (THM)
শিক্ষা অনুষদ :
Bachelor of Education (B.Ed)
চারুকলা অনুষদ :
Bachelor of Fine Arts (BFA)
Bachelor of Fine Arts (BFA)
মিডিয়া স্টাডিজ অনুষদ :
Theatre & Media Studies (TMS)
টেক্সটাইল প্রকৌশল অনুষদ :
Fashion Design & Technology (FDT)
Fashion Design & Technology (FDT)
Apparel Manufacture Technology (AMT)
Knight wear Manufacture Technology (KMT)
কি কি মিল - কি কি অমিল ?
1. মিল =
কোর্স সময়কাল ও রেজিষ্টেশন : অনার্স ও প্রফেশনাল : কোর্স সময়কাল ০৪ বছর ও রেজিষ্টেশন এর মেয়াদ সাত বছর।
2. অমিল =
কোর্স সময়কাল ও রেজিষ্টেশন : অনার্স ও প্রফেশনাল : কোর্স সময়কাল ০৪ বছর ও রেজিষ্টেশন এর মেয়াদ সাত বছর।
2. অমিল =
⏺ আবেদন যোগ্যতা :
অনার্স : এসএসসি এবং এইচএসসি = ২.০০(চতুর্থ বিষয়সহ) + ২.০০(চতুর্থ বিষয়সহ) = মোট ৪.০০ পয়েন্ট।
প্রফেশনাল অনার্স : এসএসসি এবং এইচএসসি = ২.৫০(চতুর্থ বিষয়সহ) + ২.৫০(চতুর্থ বিষয়সহ) = মোট ৫.০০ পয়েন্ট।
অনার্স : এসএসসি এবং এইচএসসি = ২.০০(চতুর্থ বিষয়সহ) + ২.০০(চতুর্থ বিষয়সহ) = মোট ৪.০০ পয়েন্ট।
প্রফেশনাল অনার্স : এসএসসি এবং এইচএসসি = ২.৫০(চতুর্থ বিষয়সহ) + ২.৫০(চতুর্থ বিষয়সহ) = মোট ৫.০০ পয়েন্ট।
⏺ শিক্ষা প্রতিষ্ঠান :
অনার্স : NU মোট ৬৯২ টি সরকারি ও বেসরকারি কলেজ।
প্রফেশনাল অনার্স : NU অধিভূক্ত ১১৩ টি বেসরকারি কলেজ ও প্রাইভেট Institute। তবে B.Ed অনার্স পড়ানো হয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ গুলোতে(মোট ১১ টি)।
⏺ আসন সংখ্যা :
উল্লেখিত আসন ও কলেজ সংখ্যা বছর বেদে তারতম্য হতে পারে।
অনার্স : মোট আসন রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৫৫ টি।
প্রফেশনাল অনার্স : সঠিক পরিসংখ্যান পাওয়া যায় নি, তবে ধারনা করা হয় এক লক্ষাধিক।
⏺ কোর্স প্যাটার্ন :
অনার্স : মোট আসন রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৫৫ টি।
প্রফেশনাল অনার্স : সঠিক পরিসংখ্যান পাওয়া যায় নি, তবে ধারনা করা হয় এক লক্ষাধিক।
⏺ কোর্স প্যাটার্ন :
অনার্স : ০৪ বছর মেয়াদি সমন্বিত কোর্স, যা ০৪ টি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে; যেমন : ১ম বর্ষ => ২য় বর্ষ => ৩য় বর্ষ => ৪র্থ বর্ষ।
প্রফেশনাল অনার্স : ০৪ বছর মেয়াদি সমন্বিত কোর্স, যা ০৪ টি একাডেমিক বর্ষে বিভক্ত করে ০৮ সেমিষ্টারে পাঠদান সম্পন্ন করা হবে; প্রতি ০৬ মাসে বিশিষ্ট সেমিষ্টার শেষে চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেমন :
১ম বর্ষ : ১ম সেমিষ্টার => ২য় সেমিষ্টার,
২য় বর্ষ : ৩য় সেমিষ্টার => ৪র্থ সেমিষ্টার,
৩য় বর্ষ : ৫ম সেমিষ্টার => ৬ষ্ঠ সেমিষ্টার,
৪র্থ বর্ষ : ৭ম সেমিষ্টার => ৮ম সেমিষ্টার।
⏺ পাঠদানের মাধ্যম :
অনার্স : বাংলা মাধ্যম; ২য় বর্ষে একটি নন-ক্রেডিট ইংরেজি কোর্স থাকবে। তবে পরীক্ষার সময় শিক্ষার্থী চাইলে যে কোন এক মাধ্যমে উত্তর দিতে পারবে।
প্রফেশনাল অনার্স : সম্পূর্ন ইংরেজি মাধ্যম।
অনার্স : বাংলা মাধ্যম; ২য় বর্ষে একটি নন-ক্রেডিট ইংরেজি কোর্স থাকবে। তবে পরীক্ষার সময় শিক্ষার্থী চাইলে যে কোন এক মাধ্যমে উত্তর দিতে পারবে।
প্রফেশনাল অনার্স : সম্পূর্ন ইংরেজি মাধ্যম।
⏺ পরীক্ষা :
অনার্স : অনার্সে ২০ মার্কসের ইনকোর্স ও ৮০/৭৫/৬০ মার্কসের রিটেন পরীক্ষা নেয়া হয়। ইনকোর্স মার্কস থাকে শিক্ষকদের হাতে, যা ১৫ মার্কস পরীক্ষা ও ৫ মার্কস ক্লাস এটেন্ডেন্স এর উপর ভিত্তি করে দেয়া হয়।
প্রফেশনাল অনার্স : প্রফেশনালে রিটেন হয় ৭০ মার্কসের, বাকী ৩০ মার্কস থাকে শিক্ষকদের হাতে।
⏺ ক্রেডিট ঘন্টা :
অনার্স : প্রতি সপ্তাহে ব্যয়িত ক্লাস ঘন্টাকে ক্রেডিট হিসেবে গন্য করা হয়, ১০০ মার্কসের কোর্সের ক্রেডিট ৪। অনার্সে ১২৪ ক্রেডিট হতে ১৩২ ক্রেডিট পর্যন্ত কোর্স থাকে।
প্রফেশনাল অনার্স : এখানে ১৪৮ ক্রেডিট হতে ১৬৪ ক্রেডিট পর্যন্ত কোর্স রয়েছে।
⏺ পঠিত কোর্স :
অনার্স : অনার্সে মোট ২৬ থেকে ৩২ টি কোর্স বা বিষয় পড়তে হয়।
প্রফেশনাল অনার্স : ৪৮ থেকে ৫৪ টি পর্যন্ত কোর্স বা বিষয় পড়তে হয়।
⏺ মেজর কোর্স :
অনার্স : যে যে বিষয়টিকে প্রাধান্য দিয়ে পড়ে তাই মেজর কোর্স বা বিষয়। অনার্সে ভর্তির সময় যে বিষয়টি নেয়া হয় তাই একজন শিক্ষার্থীর মেজর সাবজেক্ট। যেমন : ফিন্যানাস পড়লে তার মেজর সাবজেক্ট হলো ফিন্যান্স, তখন তা হবে BBA(Hons) in Finance.
প্রফেশনাল অনার্স : এখানে পুরো একটা কোর্সের সব বিষয় নিয়ে পড়তে হয়, এরপর ৮ম সেমিষ্টারে এসে নিজেকে নিজের মেজর সাবজেক্ট বা কোর্স সিলেক্ট করে নিতে হয়। যেমন : BBA এর একজন শিক্ষার্থী ৮ম সেমিষ্টারে এসে তার মেজর বিষয় নিলো ফিন্যান্স ; তখন তা হবে BBA(Hons) Major in Finance.
⏺ কোর্স/বিষয় নির্বাচন :
অনার্স : অনার্সে মোট ৩০ টি বিষয় রয়েছে, এর মধ্য হতে শিক্ষার্থীকে প্রাথমিক আবেদন ফরম পূরন কালে তার পছন্দ মত বিষয় নির্বাচন করে দিতে হয়।যেমনঃ হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, অর্থণীতি, ইংরেজি; তা হতে NU প্রেফারেন্স অনুযায়ী একটি বিষয়ে শিক্ষার্থীকে Assigned করে।
প্রফেশনাল অনার্স : এখানে সাবজেক্ট নয়, কোর্স থাকে। এখানেও প্রাথমিক আবেদন ফরম পূরন কালে আবেদন প্রার্থীকে পছন্দ মত কোর্স সিলেক্ট করতে হয়, যেমন : CSE, ECE, BBA. এবং তা হতে NU কোন একটি কোর্সে প্রেফারেন্স অনুযায়ী শিক্ষার্থীকে Assigned করবে।
⏺ সুবিধা :
অনার্স : অনার্সে কোর্স শেষে ইন্টার্নশীপের ব্যবস্থা নাই, এছাড়াও বাংলা মাধ্যমে পড়ানো হয়, যার কারনে বিভিন্ন মাল্টিন্যাসনাল জব গুলোতে সমস্যার সম্মুখীন হতে হয়।
প্রফেশনাল অনার্স : কোর্স শেষে ০৩ মাসের ইন্টার্ণশীপ করার সুবিধা রয়েছে, যার ফলে চাকুরী বাজারে প্রবেশের আগেই চাকুরী সম্পর্কিত বাস্তব জ্ঞান লাভ করতে পারে। আর ইংরেজি মাধ্যমে পঠিত হবার কারনে ইংরেজিতে সাবলিল ভাব থাকে, ফলে বিভিন্ন মাল্টিন্যাসনাল জবে সে এগিয়ে থাকে।
⏺ খরচ :
অনার্স : সরকারি কলেজে হলে কোর্স সম্পন্ন করতে ৩০,০০০ থেকে ৮০,০০০ টাকা খরচ পড়বে। আর বেসরকারি হলে সর্বোচ্ছ ১৫০,০০০ টাকা।
প্রফেশনাল অনার্স : বেসরকারি ও প্রাইভেট সব প্রতিষ্ঠানে পাঠদান করা হয় ও কোর্সের ধরনও ব্যায় বহুল, মাধাণত ১৩০,০০০ টাকা হতে ৪৮০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে, যা নির্ভর করে কোর্স ও প্রতিষ্ঠানের উপর।
Q. BBA(Hon's) নাকি BBA(Hon's) Professional?
দুটো কোর্সের মধ্যে তফাৎ ইতিমধ্যে আলোচনা করা হয়ে গিয়েছে, এসব তফাৎ বিশ্লেষন করলে এগিয়ে থাকে BBA(Hon's) Professional :
কারন ১ : IBA প্যাটার্নের BBA বলে;
কারন ২ : সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পঠিত হয় বলে একজন শিক্ষার্থীর ইংরেজী দক্ষতা বৃদ্ধী পায়, যা চাকুরী ক্ষেত্রে তাকে এগিয়ে রাখে।
কারন ৩ : বিভিন্ন assignment, প্রতিযোগীতায় অংশ গ্রহন করার ফলে তাদের জ্ঞান ও গুনগত দক্ষতা বৃদ্ধী পায়।
কারন ৪ : অনার্সের তুলনায় দ্বীগুন বিষয় পঠিত হয় বলে ব্যবসায় সংক্রান্ত তত্ত্বীয় জ্ঞান বৃদ্ধী পায়।
কারন ৫ : কোর্স শেষে ০৩ মাসের ইন্টার্ণশীপ করার সুযোগ পাওয়া চাকুরীতে যুক্ত হবার পূর্বেই চাকুরীর বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যা তাকে আরো কয়েক দাফ এগিয়ে নিয়ে যায়।
তবে এতো কিছুর মধ্যে একটা সমস্যা হচ্ছে প্রফেশনাল ভাবে বিবিএ পড়ানোর মত মান সম্মত কলেজ খুব কমই রয়েছে।
বিভ্রান্তি দূরীকরণ :
CSE ও ECE হলো বিজ্ঞান শাখার বিষয়, কেউ এসব বিষয়ে পড়লে তা হবে BSc(Hon's) in CSE ; BSc(Hon's) in ECE; BEd হলো মানবিক শাখার বিষয়, এটি BA ডিগ্রীর অন্তর্গত। কেউ যদি সাধারন অনার্সের মাধ্যমে বিবিএ পড়ে তখন তা হবে BBA(Hon's) in Accounting;
অন্যদিকে প্রফেশনালে, কেউ যখন কোর্স শেষ করে হিসাববিজ্ঞান মেজর সাবজেক্ট নিয়ে পড়বে তখন তা হবে BBA(Hon's) Major in Accounting; Tourism and Hospitality Management নিয়ে পড়লে তা হবে BBA(Hon's) in Tourism and Hospitality Management, ফ্যাশন ডিজাইন নিয়ে অনার্স পড়লে তা হবে বিএসসি (অনার্স) : BSc (Hon's) in FDT/AMT/KMT থিয়েটার মিডিয়া স্টাডিজ হলো BA (Hon's) ডিগ্রী।
Home Economics কেবল মেয়েদের জন্য।
২০২১ সালে NU তে ০৪ বছর মেয়াদী LLB (Hon's) কোর্স চালু হবে, তখন তা প্রফেশনালের সাথে সমন্বয় করা হতে পারে।
আরও পড়ুন …