ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট  ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে Institute of Modern Languages (IML) একটি ইনস্টিটিউট। 

আসন সংখ্যা সীমিত : আগে এলে আগে ভর্তি, সবার জন্য উন্মুক্ত

বিদেশী ভাষা : 

  • আরবি, 
  • চীনা, 
  • ইংরেজি, 
  • ফরাসি, 
  • জার্মান, 
  • ইতালীয়, 
  • জাপানি, 
  • ফার্সি, 
  • রুশ, 
  • স্পেনীয়, 
  • কোরীয়, 
  • তুর্কি, 
  • হিন্দি, এবং 
  • বিদেশী ভাষা হিসেবে বাংলা 

ভাষায় ১২০ ঘণ্টা (১ বছর) কোর্সে ভর্তি চলছে।

জার্মান ও ফরাসি ভাষা-৬০ ঘণ্টা (২/৩ মাস মেয়াদী) 

কোরীয় ভাষা: ৬/৭ মাস মেয়াদী (১৮০ ঘণ্টা) 

জাপানি ভাষা (এ): ৬ মাস মেয়াদী (১৫০ ঘণ্টা)

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: মার্চ ২য় ৩য় সপ্তাহ ২০২৩

Institute of Modern Languages (IML), university of Dhaka

আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি আবেদন ফি

ক) ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে : ৫০০ টাকা ।

খ) ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে : ৭০০ টাকা ।

Read more: Bangladesh Army University of Science and Technology Admission Circular

iml du admission circular 2022

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

Institute of Modern Languages, Dhaka university

ক) বিদেশি ভাষার ক্ষেত্রে: কমপক্ষে HSC/ সমমান এ ন্যুনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। বিদেশিদের জন্যে কমপক্ষে ১২ বছর অধ্যয়নকালের সনদ প্রয়োজন হবে। 

খ) ইংরেজি ভাষার ক্ষেত্রে: শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ম্নাতক (সম্মান) এবং স্লাতকোত্তর-এর শিক্ষার্থীদের জন্য । 

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা :  এইচএসসি/সমমান পরীক্ষায় পাস, 

কোরীয় : ন্যূনতম স্নাতক পাস ও কোরীয় ভাষা দক্ষতা পরীক্ষায় (Topik) লেভেল ৩ বা সমমান পাস।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইট seba-iml-du.com এর মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম জাপানি (এ) ভাষা-১২৫ নং কক্ষ, ফরাসি ভাষা-১০১ নং কক্ষ ও অনলাইনে পাওয়া যাবে 

যা যথাযথভাবে পূরণ করে  ১ কপি ছবি ও  নিজ স্বাক্ষর (৮০ KB এর নিচে) - এর স্ক্যানড্‌ কপি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে

আরও পড়ুন: মাভাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি। বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি

Next Post Previous Post