ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি
বিদেশী ভাষা :
- আরবি,
- চীনা,
- ইংরেজি,
- ফরাসি,
- জার্মান,
- ইতালীয়,
- জাপানি,
- ফার্সি,
- রুশ,
- স্পেনীয়,
- কোরীয়,
- তুর্কি,
- হিন্দি, এবং
- বিদেশী ভাষা হিসেবে বাংলা
ভাষায় ১২০ ঘণ্টা (১ বছর) কোর্সে ভর্তি চলছে।
জার্মান ও ফরাসি ভাষা-৬০ ঘণ্টা (২/৩ মাস মেয়াদী)
কোরীয় ভাষা: ৬/৭ মাস মেয়াদী (১৮০ ঘণ্টা)
জাপানি ভাষা (এ): ৬ মাস মেয়াদী (১৫০ ঘণ্টা)
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: মার্চ ২য় ৩য় সপ্তাহ ২০২৩
Institute of Modern Languages (IML), university of Dhaka
আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি আবেদন ফি
ক) ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে : ৫০০ টাকা ।
খ) ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে : ৭০০ টাকা ।
Read more: Bangladesh Army University of Science and Technology Admission Circular
iml du admission circular 2022
![]() |
ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ |
Institute of Modern Languages, Dhaka university
ক) বিদেশি ভাষার ক্ষেত্রে: কমপক্ষে HSC/ সমমান এ ন্যুনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। বিদেশিদের জন্যে কমপক্ষে ১২ বছর অধ্যয়নকালের সনদ প্রয়োজন হবে।
খ) ইংরেজি ভাষার ক্ষেত্রে: শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ম্নাতক (সম্মান) এবং স্লাতকোত্তর-এর শিক্ষার্থীদের জন্য ।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান পরীক্ষায় পাস,
কোরীয় : ন্যূনতম স্নাতক পাস ও কোরীয় ভাষা দক্ষতা পরীক্ষায় (Topik) লেভেল ৩ বা সমমান পাস।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইট seba-iml-du.com এর মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম জাপানি (এ) ভাষা-১২৫ নং কক্ষ, ফরাসি ভাষা-১০১ নং কক্ষ ও অনলাইনে পাওয়া যাবে
যা যথাযথভাবে পূরণ করে ১ কপি ছবি ও নিজ স্বাক্ষর (৮০ KB এর নিচে) - এর স্ক্যানড্ কপি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে
✅আরও পড়ুন: মাভাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি। বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি