জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ রেংকিং

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথমবর্ষে ভর্তি নিয়ে সকল প্রশ্নের উত্তর পর্ব 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও প্রফেশনাল কোর্সে ভর্তির তারিখ অনুযায়ী, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির অনলাইনে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু 5 April - 8 May. আগামী জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আগামী আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ রেংকিং ২০২২


Q.  কলেজ পারফরমেন্স র‌্যাংকিং এ জাতীয় পর্যায়ে সেরা কলেজগুলো কি কি ?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ রেংকিং ২০২

☑️ নিচে দেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর তালিকা দেওয়া হয়েছে (জাবি কতৃপক্ষ র‍্যাকিং করেছেন)
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদনের তথ্যমতে, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ২৬৮টি। যার মধ্যে আটশ-এর অধিক কলেজে  অনার্স - স্নাতক (সম্মান) পড়ানো হয়। এসব কলেজে স্নাতক পাস/স্নাতক সম্মান/স্নাতক কারিগরি ও সমমান পর্যায়ে আসন সংখ্যা ছিল ৮ লাখ ৭২ হাজার ৮১৫টি। এতে ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৬ লাখ ৪৯ হাজার ৭২ জন। আর আসন শূন্য ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪৩টি। তবে এবার আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় রেংকিং ২০২

🔳 কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০২৩ :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮৮১টি অনার্স ডিগ্রি প্রদানকারী কলেজের র‍্যাংকিং এ সেরা পাঁচটি কলেজ হচ্ছেঃ

১. রাজশাহী কলেজ,রাজশাহী।
২. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
৩. সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া।
৪. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।
৫. কারমাইকেল কলেজ, রংপুর।

🔳 কলেজ পারফরমেন্স র‌্যাংকিং এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের মধ্যে জাতীয় পর্যায়ে ‘প্রথম ৫ সেরা কলেজ’ ক্যাটাগরিতে রয়েছে-
  • রাজশাহী কলেজ,
  • বরিশালের বিএম কলেজ,
  • বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ,
  • পাবনার এডওয়ার্ড কলেজ এবং
  • রংপুরের কারমাইকেল কলেজ।

🔘 অন্যদিকে, জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ, জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ এবং জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে যথাক্রমে- রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং রাজশাহী কলেজ। 

এছাড়া ৮টি অঞ্চলভিত্তিক তালিকাভুক্ত কলেজের মধ্য থেকে প্রতিটি অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি নির্বিশেষে স্কোর অনুযায়ী ৬৮টি সেরা কলেজ নির্বাচন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ কলেজ

 প্রতিটি অঞ্চলের জন্য : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ রেংকিং ২০২

🔰 ঢাকা অঞ্চলের সেরা কলেজ

১. ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি)
২. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল,
৩. তেজগাঁও কলেজ, ঢাকা, (বেসরকারি)
৪. সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ঢাকা, (বেসরকারি)
৫. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি)
৬. সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা (বেসরকারি)
৭. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
৮. সরকারি গুরুদয়াল কলেজ
৯. হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা, (বেসরকারি)
১০. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি)

nu college ranking 2022


🔰 চট্টগ্রাম অঞ্চলের সেরা কলেজ

১. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
২. ফেনী সরকারি কলেজ, ফেনী
৩. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
৪. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
৫. ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া
৬. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী
৭. হাটহাজারী কলেজ, চট্টগ্রাম
৮. সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম
৯. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
১০. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর

🔰 রাজশাহী অঞ্চলের সেরা কলেজ

১. রাজশাহী কলেজ, রাজশাহী
২. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
৩. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
৪. ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী
৫. সৈয়দ আহমদ কলেজ, সুখানপুর, বগুড়া (বেসরকারি)
৬. হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ ( বেসরকারি)
৭. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৮. দাওকান্দি কলেজ, রাজশাহী
৯. রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, (বেসরকারি)
১০. এন. এস. সরকারি কলেজ, নাটের

🔰 খুলনা অঞ্চলের সেরা কলেজ

১. সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
২. সরকারি এম এম কলেজ, যশোর
৩. কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া
৪. সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা, ( বেসরকারি)
৫. যশোর ক্যান্টমেন্ট কলেজ, যশোর, (বেসরকারি)
৬. ঝিকরগাছা মহিলা কলেজ, যশোর, (বেসরকারি)
৭. এম.এস. জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা, (বেসরকারি)
৮. কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি)
৯. খানজাহান আলী আদর্শ কলেজ, খুলনা, (বেসরকারি)
১০.যশোর সরকারি মহিলা কলেজ, যশোর

🔰 বরিশাল অঞ্চলের সেরা কলেজ :

১. সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
২. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
৩. সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
৪. ভোলা সরকারি কলেজ, ভোলা

🔰 সিলেট অঞ্চলের সেরা কলেজ :

১. এম সি কলেজ, সিলেট
২. দক্ষিণ সুরমা কলেজ, সিলেট
৩. মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীাজার
৪. বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
৫. সরকারি মহিলা কলেজ, সিলেট
৬. মদনমোহন কলেজ, সিলেট
৭. সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার

🔰 রংপুর অঞ্চলের সেরা কলেজ :

১. কারমাইকেল কলেজ, রংপুর
২. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
৩. রংপুর সরকারি কলেজ, রংপুর
৪. উত্তরবাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট (বেসরকারি)
৫. হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট
৬. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
৭. কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
৮. লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
৯. গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
১০. কে বি এম কলেজ, দিনাজপুর, (বেসরকারি)

🔰 ময়মনসিংহ অঞ্চলের সেরা কলেজ :

১. সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
২. জাহানারা লতিফ মহিলা কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)
৩. মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
৪. ইসলামপুর কলেজ, জামালপুর
৫. নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা
৬. শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ
৭. কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ, ময়মনসিংহ, (বেসরকারি)

🔰 মডেল কলেজের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো: 

  • ঢাকা কমার্স কলেজ,
  • সিদ্ধেশ্বরী গালর্স কলেজ,
  • লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ,
  • কুষ্টিয়ার দৌলতপুর কলেজ, কুষ্টিয়া এবং 
  • কিশোরগঞ্জের রফিকুল ইসলাম ওমেনস্ কলেজ।
এদিকে, দেশে বর্তমান করোনা সংক্রমণ এবং সরকারি বিধি-নিষেধের মধ্যে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে শঙ্কায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তবে প্রক্রিয়া প্রায়ই অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তাই যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টি নতুন নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সব প্রশ্নের উত্তর :


🔳 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ১৩টি শতবর্ষীসহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজে এবার ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা ছিল। এ নিয়ে (ইউজিসি)  নিয়ে আলোচনা হলেও চলতি ২০২২ শিক্ষাবর্ষে তা আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে এসব কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 

🔳 বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, একটা বিষয় আমাদের ভাবনায় ছিল, ১৩টি শতবর্ষী কলেজে পরীক্ষা নেওয়ার। এটির পরিকল্পনা ছিল আমাদের কিন্তু চলমান করোনা পরিস্থিতি আমরা সেটা থেকে সরে এসেছি। এসব কলেজেও এবার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে আগামীতে শতবর্ষী কিংবা ৫০ বছরের বেশি বয়সের কলেজে আলাদা পরীক্ষা নিয়ে ভর্তি করা হবে— সেটি আমাদের ভাবনায় রয়েছে।

🔳  ১৩টি শতবর্ষী কলেজ হচ্ছে- রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট, এডওয়ার্ড কলেজ, পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, কারমাইকেল কলেজ, রংপুর, সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট, সরকারি রাজেন্দ্র কলেজ

nu professional college ranking 2022

তিনি বলেন, " আমরা পরীক্ষা নিয়ে নয়, ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকি। তাই যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে। করোনার কারণে এমনিতেই এই প্রক্রিয়া ৭/৮ মাস পিছিয়েছে। এখন যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার পর আমরা নেই তাহলে আরও পিছিয়ে যাবে। করোনা মহামারিতে শিক্ষার্থীরা এমনিতে নানান সমস্যায় আছে। হতাশার মধ্যে আছে। তাই তাড়াতাড়ি এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই আমরা।”


তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা বলছে আমাদের ভর্তি প্রক্রিয়া আগে সম্পন্ন করলেও আসন সংখ্যা তেমন একটা খালি থাকে না। চূড়ান্তভাবে অল্প কিছু খালি থেকে যায়।


জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথমবর্ষে ভর্তি নিয়ে সকল প্রশ্নের উত্তর পর্ব 
প্রসঙ্গ -  স্নাতক (সম্মান) Vs.  স্নাতক (সম্মান) প্রফেশনাল দুটো কোর্সের মধ্যে তফাৎ বিশ্লেষন করলে এগিয়ে থাকে, খরচ, সুবিধা অসুবিধা ইত্যাদি ?

আরো পড়ুন ...
এ রকম আরো কিছু ঢাবি, রাবি,চবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ / ইনস্টিটিউট রয়েছে আরও বিস্তারিত তথ্য পড়ুন
বুটেক্স অধিভুক্ত সরকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি - New!
ঢাবি প্রযুক্তি ইউনিট সার্কুলার DU TECHNOLOGY UNIT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪১টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা, ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা,আসন সংখ্যা,ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আইসিও এর বিএসসি ইন অপ্টোমেট্রিস্ট (চক্ষুবিজ্ঞান) ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২ টি অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট এর তালিকা, আসন সংখ্যা,ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
Next Post Previous Post