ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি। তথ্য ২০২২-২০২৩

আসসালামুয়ালাইকুম ভর্তি যোদ্ধা

তোমাদের প্রায় সবারই একটি প্রবল ইচ্ছা রয়েছে তোমরা যাতে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার । তাই তোমার সেই ইচ্ছার পথের সহযাত্রী হওয়ার জন্য আমাকে (Admission Talks) সুযোগ দেওয়া জন্য ধন্যবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি

আমি নিজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে তোমাদের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য যা যা বিষয়ে জানতে হবে সে সম্পর্কে বিস্তারিত সঠিক আপডেটেড তথ্য তুলে ধরা চেষ্টা করছি, আশা করি তোমার উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে জ্ঞান পিপাসা মেটানো সম্ভব হবে। তাই আমরা আজ একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে A to Z সব জানতে পারব। এই পোস্টটি পড়তে তোমার সবোর্চ্চ ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। তাই মনোযোগ সহকারে পড়তে হবে যাতে কোন কিছু যাতে অপূর্ণ না থাকে। চলো শুরু করা যাক,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

শুরুতে‌ জানায়, তথ‍্যের সোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://admission.eis.du.ac.bd/ । বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত নিচে টাইমলাইন আকারে আলোচনা করা হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২ ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে । 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

কিছু গুরুত্বপূর্ণ তথ্য (সকল আবেদনের জন্য)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু : আগামী ২৭ ফেব্রুয়ারি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শেষ : চলবে ২০ মার্চ পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফি : 

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২০ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি 

ক. বিজ্ঞান ইউনিটের পরীক্ষা : ১২ মে ২০২৩ শুক্রবার 

গ. ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা: ১৩ মে ২০২৩ শনিবার

খ. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা : ০৬ মে ২০২৩ শনিবার। 

চ.  চারুকলা ইউনিটের পরীক্ষা(সাধারণ জ্ঞান): ২৯ এপ্রিল ২০২৩ শনিবার। 

N.B.: ক, খ, গ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ ইউনিটের পরীক্ষা(সাধারণ জ্ঞান) সকাল ১১টা থেকে বেলা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ছাড়া অন্য ৩ টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। 

আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা

আগামী ১৮ এপ্রিল থেকে ক, খ, গ, ঘ ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে সম্প্রতি প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ১ম বর্ষ শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৪ টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ৭ ফেব্রুয়ারি পূর্ববর্তী সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ৪টি ইউনিট হলো : 

বিজ্ঞান ইউনিট 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট 

ব্যবসায় শিক্ষা ইউনিট এবং 

চারুকলা ইউনিট। 

উল্লেখ্য, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ বা ইউনিট পরিবর্তনের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া, মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সাথেই গণিত বা পরিসংখ্যান অথবা অর্থনীতি বা হিসাব বিজ্ঞান অথবা পূর্বশর্তযুক্ত যে কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবে। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৫৯৬৫টি। 

ঢাবি বিজ্ঞান-ইউনিটে আসনসংখ্যা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারপ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।আন্ডারপ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্মেসী অনুষদে ৫ (পাঁচ) বছর মেয়াদের এবং অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউটে ৪ (চার) বছর মেয়াদের।

বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ১৭৭৫ টি। 
ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ২৫ টি। 
মানবিক/ সাধারণ শাখা শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ৫১ টি। 

পদার্থবিজ্ঞান = ১০০ 

গণিত (বিজ্ঞান শাখা -- ১২৭, মানবিক/ সাধারণ শাখা -- ৩) = ১৩০

রসায়ন = ৯০ 

পরিসংখ্যান (বিজ্ঞান শাখা - ৮৭, মানবিক/সাধারণ  শাখা -- ৩) = ৯০

ফলিত গণিত = ৬০ 

মৃত্তিকা, পানি ও পরিবেশ = ১০০ 

উদ্ভিদবিজ্ঞান = ৭০ 

প্রাণিবিদ্যা = ৮০ 

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান = ৬০ 

মনোবিজ্ঞান (বিজ্ঞান শাখা - ৪০, মানবিক/সাধারণ শাখা - ২০ ও ব্যবসায় শিক্ষা শাখা - ২০) = ৮০

অণুজীব বিজ্ঞান = ৪০ 

মৎস্যবিজ্ঞান = ৪০ 

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি = ২৫ 

ফার্মেসী = ৭৫ 

ভূগোল ও পরিবেশ (বিজ্ঞান শাখা _ ৫০, মানবিক/সাধারণ শাখা _ ২৫ ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫) = ৮০

ভূতত্ত্ব = ৫০

সমুদ্রবিজ্ঞান = ৪০ 

ডিজাস্টার এন্ড ক্লাইমেট রেজিলিয়েল = ৪০ 

আবহাওয়াবিজ্ঞান = ২৫ 

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং = ৭০ 

ফলিত রসায়ন ও কেমিকৌশল = ৬০ 

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল = ৬০ 

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং = ৩০ 

রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং = ২৫ 

ফলিত পরিসংখ্যান = ৫০ 

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান = ৪০ 

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং = ৫০ 

লেদার ইঞ্জিনিয়ারিং = ৫০ 

ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং = ৫০ 

লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং = ৫০ 

ভৌত বিজ্ঞান = ২২ 

জীববিজ্ঞান = ১৯

মোট = ১৮৫১ 

বি. দ্র: বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগসমূহে মানবিক/সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ না হলে বিজ্ঞান ইউনিটের মাধ্যমে প্রস্তুতকৃত বিজ্ঞান শাখার মেধাত্রম থেকে খালি আসনসমূহ পূর্ণ করা হবে।

ঢাবি ব্যবসা-শিক্ষা ইউনিটে আসনসংখ্যা

ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ৮৫৬ + কোটা ৭৪ টি। 
বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ৮৭ + কোটা ০৮ টি। 
মানবিক/ সাধারণ শাখা শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ২৩ + কোটা ০২ টি। 

ম্যানেজমেন্ট = ১৫০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ১২৪ + কোটা ১১ = ১৩৫

বিজ্ঞান শাখা হতে মেধা ১১ + কোটা ১ 

মানবিক শাখা হতে মেধা ৩ + কোটা ০ 

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস = ১৫০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ১২৪ + কোটা ১১ = ১৩৫

বিজ্ঞান শাখা হতে মেধা ১১ + কোটা ১ 

মানবিক শাখা হতে মেধা ৩ + কোটা ০ 

মার্কেটিং= ১৫০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ১২৪ + কোটা ১১ = ১৩৫

বিজ্ঞান শাখা হতে মেধা ১১ + কোটা ১ 

মানবিক শাখা হতে মেধা ২ + কোটা ১ 

ফিন্যান্স = ১৫০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ১২৪ + কোটা ১১ = ১৩৫

বিজ্ঞান শাখা হতে মেধা ১১ + কোটা ১ 

মানবিক শাখা হতে মেধা ৩ + কোটা ০

ব্যাংকিং = ১০০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ৮৩ + কোটা ৭

বিজ্ঞান শাখা হতে মেধা ৮ + কোটা ০

মানবিক শাখা হতে মেধা ২ + কোটা ০

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস = ১০০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ৮৩ + কোটা ৭

বিজ্ঞান শাখা হতে মেধা ৭ + কোটা ১

মানবিক শাখা হতে মেধা ২ + কোটা ০

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট = ১০০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ৮৩ + কোটা ৭

বিজ্ঞান শাখা হতে মেধা ৭ + কোটা ১

মানবিক শাখা হতে মেধা ২ + কোটা ০

ইন্টারন্যাশনাল বিজনেস = ১০০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ৮৩ + কোটা ৭

বিজ্ঞান শাখা হতে মেধা ৭ + কোটা ১

মানবিক শাখা হতে মেধা ২ + কোটা ০

অরগ্যনিইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ = ৫০ টি। 

ব্যবসায় শিক্ষা হতে মেধা ২৮ + কোটা ২

বিজ্ঞান শাখা হতে মেধা ১৪ + কোটা ১ 

মানবিক শাখা হতে মেধা ৪ + কোটা ১ 

কোটাসহ মোট ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা = ১০৫০ টি। 

ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান-ইউনিটে আসনসংখ্যা

কোটাসহ মোট ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা = ২৯৩৪ টি।

বিজ্ঞান কিংবা ব্যবসায় প্রশাসনের জন্য বরাদ্দকৃত আসন কোনো কারণে পুরণ করা না গেলে, তা মানবিক শাখার যোগ্য শিক্ষার্থী দ্বারা তা পূরণ করা যাবে।

মানবিক/ সাধারণ শাখা শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ১৭৪৪ টি। 
বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ৯০৮ টি। 
ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা =  ২৮২ টি। 

"প্রতিটি বিষয়ে জন‍্য আলাদা আলাদা শর্ত প্রযোজ্য। তাই শর্ত পূরণ হলেই কেবল ঐ সাবজেক্ট এ ভর্তি হওয়া যাবে"

* ন্যূনতম গ্রেড, নম্বর ও অন্যান্য যোগ্যতা / শর্ত

বাংলা = ১১০টি।  (মানবিক শাখা - ৮০, বিজ্ঞান শাখা - ২৫,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫) 

*উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় বাংলা বিষয়ে ২০০ নম্বর । ভর্তি-পরীক্ষায় বাংলায় ১৩ নম্বর এবং ইংরেজিতে ১০ নম্বর।

ইংরেজি  = ১১০টি।  (মানবিক শাখা - ৯০, বিজ্ঞান শাখা - ১৫,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫)

* উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ২০০ নম্বর। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ১৫ নম্বর।

আরবি = ১০০টি।  (মানবিক শাখা - ৮০, বিজ্ঞান শাখা - ২০,ও ব্যবসায় শিক্ষা শাখা - ০) 

*দাখিল আরবিতে বি গ্রেড, আলিম / উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি / ইসলামি শিক্ষা / বাংলা / ইংরেজি বিষয় থাকতে হবে। আরবি বিভাগে ভর্তি হলে মেধাক্রম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভূুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তাকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না।

ফারসি  = ৭৫টি।  (মানবিক শাখা - ৬০, বিজ্ঞান শাখা - ১০,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫) 

*কোনো শর্ত নেই

উর্দু = ৭০টি। (মানবিক শাখা - ৬০, বিজ্ঞান শাখা - ৫,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫) 

*কোনো শর্ত নেই

সংস্কৃত = ৭৫টি।  (মানবিক শাখা - ৫৫, বিজ্ঞান শাখা - ১৫,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫) 

* মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত অথবা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে এ' গড অথবা বাংলায় এ+; উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃতি বিষয়ে বি+ অথবা বাংলায় এ গ্রেড

পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ = ৫০টি। (মানবিক শাখা - ৩৫, বিজ্ঞান শাখা - ১০,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫)

*কোনো শর্ত নেই

ইতিহাস =  ১১০টি।  (মানবিক শাখা - ৮৫, বিজ্ঞান শাখা - ১৮,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৭)

* ভর্তি-পরীক্ষায় বাংলায় ৯ নম্বর এবং ইংরেজিতে ৯ নম্বর।

দর্শন = ১২০টি। (মানবিক শাখা - ৯৬, বিজ্ঞান শাখা - ১৮,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৬)

* ভর্তি-পরীক্ষায় বাংলায় ৭ নম্বর, ইংরেজিতে ৭ নম্বর।

ইসলামিক স্টাডিজ = ১০০টি। (মানবিক শাখা - ৯০, বিজ্ঞান শাখা - ৫,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫)

* দাখিল/আলিম পরীক্ষায় ইসলামি শিক্ষা বিষয় থাকতে হবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি = ১১০টি।  (মানবিক শাখা - ৯০, বিজ্ঞান শাখা - ১২,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৮)

* ভর্তি-পরীক্ষায় বাংলায় ৭ নম্বর, ইংরেজিতে ৭ নম্বর।

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা = ৬৫টি। (মানবিক শাখা - ৪৫, বিজ্ঞান শাখা - ১৫,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫)

*কোনো শর্ত নেই

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ = ২৫টি। (মানবিক শাখা - ১৩, বিজ্ঞান শাখা - ৮,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৪)

*ভর্তি-পরীক্ষা ছাড়াও ৫০ নম্বরের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ন্যুনতম ২৫ নম্বর থাকতে হবে।

ভাষাবিজ্ঞান = ৭০টি। (মানবিক শাখা - ৪৫, বিজ্ঞান শাখা - ২০,ও ব্যবসায় শিক্ষা শাখা - ৫)

* মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় বাংলাতে ২০০ নম্বর ও ইংরেজিতে ২০০ নম্বর । 

ঢাবি চ-ইউনিটের কোটাসহ আসনসংখ্যা = ১৩০টি

১. অঙ্কন ও চিত্রায়ণ-২৫ 

২. গ্রাফিক ডিজাইন-২৫ 

৩. প্রিন্টমেকিং-১২ 

৪. প্রাচ্যকলা-১৫ 

৫. মৃৎশিল্প-১০

৬. ভাক্কর্য-১০ 

৭. কারুশিল্প-১৫ 

৮. শিল্পকলার ইতিহাস-১৮


ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের যোগ্যতা 

শুধু ২০২২ সালের HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । পরীক্ষার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে । বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন । 

নিচে সব ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল

ঢাবি বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা

বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য : বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় HSC এবং আলিম বিজ্ঞান শাখায় ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৮ হতে হবে। তারা ঢাবি ক ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে SSC বা HSC কোন পরীক্ষায় GPA ৩.৫ এর কম হলে আবেদন করতে পারবেন না। 

ব্যবসায় শিক্ষা বা মানবিক শিক্ষার্থীদের জন্য : HSC এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৭.৫ হতে হবে। তবে SSC বা HSC কোন পরীক্ষাতে GPA ৩.০ এর কম হলে আবেদন করতে পারবেন না।

ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা

বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য : বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় HSC এবং আলিম বিজ্ঞান শাখায় ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৮ হতে হবে। তারা ঢাবি ক ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে SSC বা HSC কোন পরীক্ষায় GPA ৩.৫ এর কম হলে আবেদন করতে পারবেন না। 

ব্যবসায় শিক্ষা বা মানবিক শিক্ষার্থীদের জন্য : HSC এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৭.৫ হতে হবে। তবে SSC বা HSC কোন পরীক্ষাতে GPA ৩.০ এর কম হলে আবেদন করতে পারবেন না।

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের যোগ্যতা

ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য : HSC, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৭.৫ হতে হবে।তবে SSC বা HSC কোন পরীক্ষায় GPA ৩.০ এর কম হলে আবেদন করতে পারবেন না। HSC পর্যায়ে ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ শাখায় উত্তীর্ণপ্রার্থীদের অবশ্যই একাউন্টিং থাকতে হবে এবং একাউন্টিং বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড-পয়েন্ট ৩.০) হতে হবে। 

বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য : বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় HSC এবং আলিম বিজ্ঞান শাখায় ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৮ হতে হবে। তারা ঢাবি ক ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে SSC বা HSC কোন পরীক্ষায় GPA ৩.৫ এর কম হলে আবেদন করতে পারবেন না। 

মানবিক শিক্ষার্থীদের জন্য : HSC এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৭.৫ হতে হবে। তবে SSC বা HSC কোন পরীক্ষাতে GPA ৩.০ এর কম হলে আবেদন করতে পারবেন না।

ঢাবি চারুকলা ইউনিটে আবেদনের যোগ্যতা

HSC এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত মোট GPA ন্যুনতম ৬.৫ হতে হবে। তবে SSC বা HSC কোন পরীক্ষাতে GPA ৩.০ এর কম হলে আবেদন করতে পারবেন না।


ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ - ২০২৩ পিডিএফ

✅ঢাবি ভর্তির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে নিচের লিঙ্কে ভর্তি বিজ্ঞপ্তির pdf যুক্ত করা হয়েছে। 

ঢাবি ভর্তি সার্কুলার পিডিএফ

Download Here

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের লিংক

Apply Now

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নব‍্যাংক

Download Here


ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার আসন বিন্যাস 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কেন্দ্রের বাইরে নোটিশ বোর্ডে আসন বিন্যাস প্রকাশ করা হবে পরিক্ষা দিন। এছাড়াও পরীক্ষার আগের দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আসন বিন্যাস নিয়ে নোটিশ প্রকাশিত হয়। তাই পরীক্ষার আগের দিন রাতে তোমার রোল নং অনুযায়ী আসন বিন্যাস চেক করে নিবে। পরীক্ষার কেন্দ্রে আসন বিন্যাস চিনতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র (ভাইয়া/আপু) এর সাহায্য নিতে পারো ।

N.B : যদি বাড়ি থেকে কেন্দ্রের দূরত্ব অনেক দূরে হয় যেমন (চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ) তবে ভর্তি পরীক্ষার কমপক্ষে ৫ থেকে ৭ দিন আগে ট্রেন কিংবা বাসের অগ্রিম টিকিট কেটে নিবে তোমার সুবিধা মতো। যারা চিন্তা করতেছো ভর্তি পরীক্ষা দিতে গিয়ে থাকবে কোথায় তারা বিশ্ববিদ্যালয়ের হলে, মসজিদে কিংবা আশেপাশের আবাসিক হোটেলে থাকতে পারবে। এই ক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইদের সাহায্য তোমার কাছে লাগবে। তাই ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে নিবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবণ্টন 

ঢাবি ২০২২-২০২৩ ‍শিক্ষাবর্ষের ভিন্ন ভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । MCQ পরীক্ষার নম্বর = ৬০, পরীক্ষার জন্য ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে। Written পরীক্ষার নম্বর = ৪০, পরীক্ষার জন্য ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে। ঢাবি ভর্তি পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। 

বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মানবন্টন 

MCQ পরীক্ষার মানবণ্টন

পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) = ১৫ নম্বর 

রসায়ন (আবশ্যিক) = ১৫ নম্বর 

জীববিজ্ঞান/গনিত/বাংলা/ইংরেজি (যেকোনো ২টি বিষয়ের প্রশ্নের উত্তর করতে পারবে) = ১৫ নম্বর + ১৫ নম্বর

প্রতিটি ভুল উত্তরের জন্য MCQ পরীক্ষায় ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন পরীক্ষার্থী মোট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে। 

Written পরীক্ষার মানবণ্টন

পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) = ১০ নম্বর

রসায়ন (আবশ্যিক) = ১০ নম্বর

জীববিজ্ঞান/গনিত/বাংলা/ইংরেজি (যেকোনো ২টি বিষয়ের প্রশ্নের উত্তর করতে পারবে) = ১০ নম্বর + ১০ নম্বর

আবশ্যিক এর সাথে অন্য যেকোনো ২টিসহ একজন পরীক্ষার্থী মোট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিবে 

মানবিক শিক্ষার্থীদের জন্য মানবন্টন 

MCQ পরীক্ষার মানবণ্টন

বাংলা (আবশ্যিক) = ১৫ নম্বর 

ইংরেজি (আবশ্যিক) = ১৫ নম্বর 

সাধারণ জ্ঞান (আবশ্যিক) = ৩০ নম্বর 

প্রতিটি ভুল উত্তরের জন্য MCQ পরীক্ষায় ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন পরীক্ষার্থী বিষয়ের প্রশ্নের উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে। 

Written পরীক্ষার মানবণ্টন 

বাংলা (আবশ্যিক) = ২০ নম্বর 

ইংরেজি (আবশ্যিক) = ২০ নম্বর 

আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 

গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার।গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য মানবণ্টন 

MCQ পরীক্ষার মানবণ্টন 

বাংলা = ১২ নম্বর

ইংরেজি = ১২ নম্বর

হিসাববিজ্ঞান = ১২ নম্বর

ব্যাবসায় নীতি ও প্রয়োগ = ১২ নম্বর

মার্কেটিং / ফিন্যান্স ও ব্যাংকিং (যেকোনো ১টি বিষয়ের প্রশ্নের উত্তর করতে পারবে) = ১২ নম্বর

প্রতিটি ভুল উত্তরের জন্য MCQ পরীক্ষায় ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন পরীক্ষার্থী মোট ৫টি বিষয়ের প্রশ্নের উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে।

Written পরীক্ষার মানবণ্টন 

৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর =১৫ নম্বর 

অনুবাদ বাংলা থেকে ইংরেজি = ৫ নম্বর 

অনুবাদ ইংরেজি থেকে বাংলা = ৫ নম্বর 

বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) = ৫ নম্বর 

Precise writing = ৫ নম্বর 

সংক্ষিপ্ত রচনা (বাংলা) = ৫ নম্বর 

ঢাবি চ ইউনিট মানবন্টন 

ঢাবি চ ইউনিটের ভর্তি পরীক্ষা ২টি অংশে অনুষ্ঠিত হবে। 

সাধারণ জ্ঞান (MCQ) = ৪০ নম্বর 

অঙ্কন বা ফিগার ড্রয়িং = ৬০ নম্বর

সাধারণ জ্ঞান পরীক্ষায় SSC ও HSC পর্যায়ে বাংলা ও ইংরেজীসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয় প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য MCQ পরীক্ষায় ০.২৫ নম্বর কাটা হবে। সাধারণ জ্ঞান ও অঙ্কন বা ফিগার ড্রয়িং দুইটি পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ৪০% পাশ নম্বর হিসেবে গণ্য করা হবে। 

ঢাবি ভর্তি পরীক্ষার মেধা তালিকা 

মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে। MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে।

Q. ঢাবিতে চান্স পেতে কতো নাম্বার পেতে হবে ? 

Ans. মোট নম্বরের ৪০% পাশ নম্বর হিসেবে গণ্য করা হবে। ঢাবিতে চান্স পেতে মোট ১০০ নম্বরের ৪৫- ৫০ % + অবশিষ্ট ২০ নম্বর প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ৬৫-৭০ নাম্বার পেতে হবে শিক্ষার্থীর। 

Related Posts

ঢাবি ভর্তির জন্য অনলাইনে আবেদনের পদ্ধতি 

আবেদন ফি পরিশোধের পূর্বে অবশ্যই পিডিএফ ভর্তি নির্দেশিকার আবেদন পদ্ধতি অংশটি ভালোভাবে পড়ে নিতে হবে। এ সম্পর্কে অভিজ্ঞ কারো সহায়তা নিলে ভালো হয়। যদি নিজে নিজে মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে অনলাইন আবেদন করতে চাও তবে ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতে পারো 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি হেল্পলাইন


ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩

ঢাবি অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ভর্তি পরীক্ষায় তিনটি বিভাগের ৪ টি ইউনিটের মাধ্যমে মোট কয়েক লাখ শিক্ষার্থী ঢাবির অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যারা ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল খুঁজছেন তারা Admission Talks ওয়েবসাইট থেকে ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩ পেয়ে যাবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে ঢাবির সকল ইউনিটের ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন। সবার আগে ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল এতে আমাদের সাথেই থাকুন।

বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন

Ans. কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ১৯৪৭ খ্রিষ্টাব্দের পাকিস্তান ও ভারত পৃথক হবার পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। 

বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এবং কত নম্বর কক্ষে থাকতেন 

Ans. শেখ মুজিবুর রহমান স্যার সলিমুল্লাহ মুসলিম হলে থাকতেন। বঙ্গবন্ধুর রোল নম্বর ছিল ১৬৬। বঙ্গবন্ধু সলিমুল্লাহ হলের ছাত্র হলেও, আড্ডা দিতেন ফজলুল হক মুসলিম হলে। বিশ্ববিদ্যালয়ের বাইরে ১৫০ নম্বর মোগলটুলিতে অধিকাংশ সময় কাটাতেন। ১৯৪৪ সাল থেকে পার্টি হাউজই তাজউদ্দীন, শামসুল হক, কামরুদ্দিন প্রমুখ নেতার আনাগোনা ছিল। পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক কর্মকাণ্ড এখান থেকেই শুরু হয়।


ভর্তি পরীক্ষার আপডেট প্রতিদিন এক ক্লিকে পেতে আমাদের Android App: Admission Talks তোমার ফোনে ইন্সটল করে নাও। আর সাপ্তাহিক ভর্তি পরীক্ষার আপডেট পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। 

YouTube channel: https://www.youtube.com/@admissiontalks

দৃষ্টি আকর্ষণ : উক্ত পোস্টে উপস্থাপিত সব তথ্য দক্ষতা ও অভিজ্ঞতা সাথে ইন্টারনেট , বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট , বিভিন্ন জাতীয় প্রত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। একজন মানুষ কখনোই সম্পূর্ণভাবে ভূল ত্রুটির ঊর্দ্ধে নয় তাই আমাদের যদি কোন অনিচ্ছাকৃত ভুল থাকলে সকল ভূল সমূহের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমাপ্রার্থী এবং প্রাপ্ত ভূল ত্রুটির জন্য আমরা কোন ভাবেই দায়ি নই এবং ভর্তি যোদ্ধা ও অভিভাবকদের অনুরোধ করছি যদি কোন অনিচ্ছাকৃত ভুল পরিলক্ষিত হলে পোস্টের কমেন্ট , contact us পেইজে কিংবা আমাদের ফেসবুক পেজ/গ্রুপে অভিহিত করুন।

ফেসবুক গ্রুপ : Admission Information and Help Desk

Next Post Previous Post