BUP Admission Circular 2023
আসসালামুয়ালাইকুম ভর্তি যোদ্ধা
তোমাদের প্রায় সবারই একটি প্রবল ইচ্ছা রয়েছে তোমরা যাতে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার । তাই তোমার সেই ইচ্ছার পথের সহযাত্রী হওয়ার জন্য আমাকে সুযোগ দেওয়া জন্য ধন্যবাদ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ভর্তি
আমি নিজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে তোমাদের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য যা যা বিষয়ে জানতে হবে সে সম্পর্কে বিস্তারিত সঠিক আপডেটেড তথ্য তুলে ধরা চেষ্টা করছি, আশা করি তোমার উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে জ্ঞান পিপাসা মেটানো সম্ভব হবে। তাই আমরা আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে A to Z সব জানতে পারব। এই পোস্টটি পড়তে তোমার সবোর্চ্চ ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। তাই মনোযোগ সহকারে পড়তে হবে যাতে কোন কিছু যাতে অপূর্ণ না থাকে। চলো শুরু করা যাক,
বিইউপি ওয়েবসাইট
শুরুতে জানায়, তথ্যের সোর্স বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://admission.bup.edu.bd । বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত নিচে টাইমলাইন আকারে আলোচনা করা হয়েছে । বিইউপি ২০২২-২০২৩ ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে ।
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
কিছু গুরুত্বপূর্ণ তথ্য (সকল আবেদনের জন্য)
বিইউপি ভর্তির আবেদন শুরু : আগামী 23 ফেব্রুয়ারি 2023
বিইউপি ভর্তির আবেদন শেষ : চলবে 15 মার্চ 2023 পর্যন্ত
বিইউপি ভর্তি আবেদন ফি : 1000 টাকা (এক হাজার)
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : 15 মার্চ 2023
বিইউপি ভর্তি পরীক্ষার সময়সূচি
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS) ইউনিটের পরীক্ষা : 24 মার্চ 2023 সকাল 10:00 AM - 11:00 AM শুক্রবার
ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (FSSS) ইউনিটের পরীক্ষা : 24 মার্চ 2023: 03:00 PM - 04:00 PM শুক্রবার
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST) ইউনিটের পরীক্ষা : 25 মার্চ 2023 সকাল 10:00 AM - 11:00 AM শনিবার
ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ (FBS) ইউনিটের পরীক্ষা : 25 মার্চ 2023 03:00 PM - 04:00 PM শনিবার
N.B.: ভর্তি পরীক্ষা (লিখিত) শুধুমাত্র ঢাকা সিটিতে অনুষ্ঠিত হবে। Viva-voce BUP প্রাঙ্গনে নেওয়া হবে। অন্যান্য ইভেন্টের সময়সূচী পরে প্রচার করা হবে।
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
✅ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা
অ্যাডমিট কার্ডগুলি আগামী 21 মার্চ 2023 থেকে আবেদনকারীরা admission.bup.edu.bd থেকে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। কিন্তু প্রযুক্তিগত জটিলতা এড়াতে, আবেদনকারীদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ভর্তি সার্কুলার
BUP Admission Circular 2023 |
বিইউপি ভর্তি পরীক্ষা নিয়ে সম্প্রতি প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ১ম বর্ষ শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৪ টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার ৪টি ইউনিট হলো :
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS) চার বছরের অনার্স
বিএসএস (অনার্স) ইন ডেভেলপমেন্ট স্টাডিজ
বিএসএস (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং রেজিলিয়েন্স
অর্থনীতিতে বিএসএস (অনার্স)
ইংরেজিতে বিএ (অনার্স)
জনপ্রশাসনে বিএসএস (অনার্স)
সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স)
ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (FSSS)
বিএসএস (অনার্স) ইন আন্তর্জাতিক-সম্পর্ক
এলএলবি (অনার্স)
গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিএসএস (অনার্স)
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)
বিএসসি ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই)
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
বিএসসি (অনার্স) ইন এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস)
ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ (FBS)
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ
বিবিএ ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
বিবিএ-জেনারেল
বিবিএ ইন ম্যানেজমেন্ট স্টাডিজ
বিবিএ ইন মার্কেটিং
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬
ওয়েবসাইট: www.bup.edu.bd
* বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) 2022-2023 সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানিয়েছে।
* BUP চার বছরের অনার্স/ইঞ্জিনিয়ারিং (আইসিই এবং সিএসই) এবং দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম অফার করে।
* একজন প্রার্থী যেকোন সংখ্যক অনুষদে ভর্তির জন্য আবেদন করতে পারেন যার জন্য তিনি যোগ্য।
* বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা (লিখিত) বিভিন্ন তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।
* আবেদন প্রক্রিয়াকরণ ফি অ-ফেরতযোগ্য।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আসন সংখ্যা
বিইউপির মোট আসন সংখ্যা ১৩৫০টি।
Faculty of Science and Technology (FST)
BSc in Information and Communication Engineering (ICE) = 100
BSc in Computer Science and Engineering (CSE) = 50
BSc (Hons) in Environmental Science (ES) = 50
Faculty of Arts and Social Sciences (FASS)
BSS (Hons) in Development Studies = 50
BSS (Hons) in Disaster Management and Resilience = 50
BSS (Hons) in Economics = 100
BA (Hons) in English = 50
BSS (Hons) in Public Administration = 50
BSS (Hons) in Sociology = 50
Faculty of Security and Strategic Studies (FSSS)
BSS (Hons) in International Relations = 100
LLB (Hons) = 100
BSS (Hons) in Mass Communication & Journalism = 50
BSS (Hons) in Peace, Conflict and Human Rights Studies = 50
Faculty of Business Studies (FBS)
BBA in Accounting & Information Systems = 100
BBA in Finance & Banking = 100
BBA-General = 100
BBA in Management Studies = 100
BBA in Marketing = 100
বিইউপি ভর্তি আবেদনের যোগ্যতা
শুধু ২০২১ এবং ২০২২ সালে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। ২০২২ সালের HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । পরীক্ষার্থীকে অবশ্যই ২০২০ সালের মধ্যে SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে । বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন ।
নিচে সব ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল
বিইউপি FASS ইউনিটে আবেদনের যোগ্যতা
বিজ্ঞান গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.50 সহ মোট GPA 9.00 পেতে হবে।
বিজনেস স্টাডিজ গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.50 পেতে হবে।
মানবিক গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.00 পেতে হবে।
সাধারণ শিক্ষার শংসাপত্র (GCE) O এবং A লেভেল ব্যাক গ্রাউন্ডের প্রার্থীদেরকে নিম্নোক্ত স্কেলের ভিত্তিতে সর্বনিম্ন 26.5 পয়েন্ট সহ যথাক্রমে ন্যূনতম 05 (পাঁচ) এবং 02 (দুই) বিষয়ে পাস করতে হবে: গ্রেড পয়েন্ট A*/A 5.00 B 4.00 C 3.50 D 3.00
দ্রষ্টব্য: পয়েন্ট গণনার জন্য 'D' এর চেয়ে কম গ্রেডিং বিবেচনা করা হবে না।
আন্তর্জাতিক স্নাতক (IB) থেকে প্রার্থীদের তাদের পাঠ্যক্রমে ব্যবহৃত রেটিং স্কেলের উপর ভিত্তি করে ন্যূনতম 06 (ছয়) বিষয়ে ন্যূনতম 30 পয়েন্ট সহ পাশ করতে হবে (7, 6, 5, 4)। পয়েন্ট গণনায় 1, 2 এবং 3 রেটিং বিবেচনা করা হবে না।
অর্থনীতি বিভাগে ভর্তির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই SSC/সমমান বা HSC/সমমান পরীক্ষায় অর্থনীতি/হিসাব বিজ্ঞান/পরিসংখ্যান/উচ্চতর গণিতে ন্যূনতম 'A-" (A মাইনাস) গ্রেড থাকতে হবে। 'ও' লেভেল বা 'এ' লেভেলের ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের অবশ্যই উপরে উল্লিখিত যেকোনো বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে।
দুর্যোগ-ব্যবস্থাপনা এবং স্থিতিস্থাপক বিভাগে ভর্তির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই HSC/সমমানের স্তরে উচ্চতর গণিত/পরিসংখ্যান অধ্যয়ন করতে হবে এবং পরীক্ষায় ন্যূনতম 'A-' (A মাইনাস) গ্রেড পেতে হবে।
ইংরেজি বিভাগে ভর্তির জন্য আবেদনকারী প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান উভয় পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 'A-' (A মাইনাস) গ্রেড থাকতে হবে।
বিইউপি FBS ইউনিটে আবেদনের যোগ্যতা
বিজ্ঞান গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.25 সহ মোট GPA 9.00 পেতে হবে।
বিজনেস স্টাডিজ গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.50 পেতে হবে।
মানবিক গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.00 পেতে হবে।
সাধারণ শিক্ষার শংসাপত্র (GCE) O এবং A লেভেল ব্যাক গ্রাউন্ডের প্রার্থীদেরকে নিম্নোক্ত স্কেলের ভিত্তিতে সর্বনিম্ন 26.5 পয়েন্ট সহ যথাক্রমে ন্যূনতম 05 (পাঁচ) এবং 02 (দুই) বিষয়ে পাস করতে হবে: গ্রেড পয়েন্ট A*/A 5.00 খ 4.00 গ 3.50 ডি 3.00
দ্রষ্টব্য: পয়েন্ট গণনার জন্য 'D' এর চেয়ে কম গ্রেডিং বিবেচনা করা হবে না।
আন্তর্জাতিক স্নাতক (IB) থেকে প্রার্থীদের তাদের পাঠ্যক্রমে ব্যবহৃত রেটিং স্কেলের উপর ভিত্তি করে ন্যূনতম 06 (ছয়) বিষয়ে ন্যূনতম 30 পয়েন্ট সহ পাশ করতে হবে (7, 6, 5, 4)। পয়েন্ট গণনায় 1, 2 এবং 3 রেটিং বিবেচনা করা হবে না।
বিইউপি FSSS ইউনিটে আবেদনের যোগ্যতা
বিজ্ঞান গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 9.00 পেতে হবে।
বিজনেস স্টাডিজ গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.50 পেতে হবে।
মানবিক গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.00 পেতে হবে।
সাধারণ শিক্ষার শংসাপত্র (GCE) O এবং A লেভেল ব্যাক গ্রাউন্ডের প্রার্থীদেরকে নিম্নোক্ত স্কেলের ভিত্তিতে সর্বনিম্ন 26.5 পয়েন্ট সহ যথাক্রমে ন্যূনতম 05 (পাঁচ) এবং 02 (দুই) বিষয়ে পাস করতে হবে: গ্রেড পয়েন্ট A*/A 5.00 খ 4.00 গ 3.50 ডি 3.00
দ্রষ্টব্য: পয়েন্ট গণনার জন্য 'D' এর চেয়ে কম গ্রেডিং বিবেচনা করা হবে না।
আন্তর্জাতিক স্নাতক (IB) থেকে প্রার্থীদের তাদের পাঠ্যক্রমে ব্যবহৃত রেটিং স্কেলের উপর ভিত্তি করে ন্যূনতম 06 (ছয়) বিষয়ে ন্যূনতম 30 পয়েন্ট সহ পাশ করতে হবে (7, 6, 5, 4)। পয়েন্ট গণনায় 1, 2 এবং 3 রেটিং বিবেচনা করা হবে না।
বিইউপি FST ইউনিটে আবেদনের যোগ্যতা
বিজ্ঞান গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.50 সহ মোট GPA 9.25 পেতে হবে।
সাধারণ শিক্ষার শংসাপত্র (GCE) O এবং A লেভেল ব্যাক গ্রাউন্ডের প্রার্থীদেরকে নিম্নোক্ত স্কেলের ভিত্তিতে সর্বনিম্ন 26.5 পয়েন্ট সহ যথাক্রমে ন্যূনতম 05 (পাঁচ) এবং 02 (দুই) বিষয়ে পাস করতে হবে: গ্রেড পয়েন্ট A*/A 5.00 খ 4.00 গ 3.50 ডি 3.00
দ্রষ্টব্য: পয়েন্ট গণনার জন্য 'D' এর চেয়ে কম গ্রেডিং বিবেচনা করা হবে না।
আন্তর্জাতিক স্নাতক (IB) থেকে প্রার্থীদের তাদের পাঠ্যক্রমে ব্যবহৃত রেটিং স্কেলের উপর ভিত্তি করে ন্যূনতম 06 (ছয়) বিষয়ে ন্যূনতম 30 পয়েন্ট সহ পাশ করতে হবে (7, 6, 5, 4)। পয়েন্ট গণনায় 1, 2 এবং 3 রেটিং বিবেচনা করা হবে না।
ছাত্ররা ICE এবং CSE বেছে নেওয়ার জন্য গণিত থাকতে হবে এবং যারা ES বেছে নেবে তাদের বাধ্যতামূলক/ ঐচ্ছিক বিষয় হিসাবে এইচএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে।
আইসিই, সিএসই এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য বেছে নেওয়া ছাত্রদের উভয়ই থাকতে হবে এইচএসসি লেভেলে গণিত ও জীববিজ্ঞান। (প্রার্থীকে অবশ্যই ICE বা CSE বা ES এর জন্য গণিতের উত্তর দিতে হবে, কিন্তু শুধুমাত্র ES বেছে নিতে হলে অবশ্যই জীববিজ্ঞানের উত্তর দিতে হবে)
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ - ২০২৩ পিডিএফ
✅বিইউপি ভর্তির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে নিচের লিঙ্কে ভর্তি বিজ্ঞপ্তির pdf যুক্ত করা হয়েছে।
বিইউপি ভর্তি সার্কুলার পিডিএফ
বিইউপি ভর্তি আবেদনের লিংক
বিইউপি প্রশ্নব্যাংক
Related Posts
বিইউপি ভর্তি পরিক্ষার আসন বিন্যাস
বিইউপি বিশ্ববিদ্যালয়ের প্রতি কেন্দ্রের বাইরে নোটিশ বোর্ডে আসন বিন্যাস প্রকাশ করা হবে পরিক্ষা দিন। এছাড়াও পরীক্ষার আগের দিন রাতে বিইউপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আসন বিন্যাস নিয়ে নোটিশ প্রকাশিত হয়। তাই পরীক্ষার আগের দিন রাতে তোমার রোল নং অনুযায়ী আসন বিন্যাস চেক করে নিবে। পরীক্ষার কেন্দ্রে আসন বিন্যাস চিনতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র (ভাইয়া/আপু) এর সাহায্য নিতে পারো ।
N.B : যদি বাড়ি থেকে কেন্দ্রের দূরত্ব অনেক দূরে হয় (যেমন চট্টগ্রাম থেকে বিইউপি ) তবে ভর্তি পরীক্ষার কমপক্ষে ৫ থেকে ৭ দিন আগে ট্রেন কিংবা বাসের অগ্রিম টিকিট কেটে নিবে তোমার সুবিধা মতো। যারা চিন্তা করতেছো ভর্তি পরীক্ষা দিতে গিয়ে থাকবে কোথায় তারা বিশ্ববিদ্যালয়ের হলে, মসজিদে কিংবা আশেপাশের আবাসিক হোটেলে থাকতে পারবে। এই ক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইদের সাহায্য তোমার কাছে লাগবে। তাই ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে নিবে।
বিইউপি ভর্তি পরীক্ষার মানবণ্টন
বিইউপি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভিন্ন ভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । বিইউপি ভর্তি পরীক্ষার মোট সময় ১ ঘন্টা /৬০ মিনিট বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য MCQ পরীক্ষায় ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে।
বিইউপি FASS ইউনিটে মানবন্টন
MCQ পরীক্ষার মানবণ্টন
প্রার্থীদের 100 নম্বরের লিখিত পরীক্ষায় (MCQ) বসতে হবে।
(a) English -40
(b) General Knowledge - 40
(c) Bangla - 20
বিইউপি FBS ইউনিটে মানবন্টন
MCQ পরীক্ষার মানবণ্টন
প্রার্থীদের 100 নম্বরের লিখিত পরীক্ষায় (MCQ) বসতে হবে।
(a) Mathematics - 35
(b) English - 35
(c) General Knowledge - 20
(d) Creative Writing - 10
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
✅ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
✅ গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার।গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
বিইউপি FSSS ইউনিটে মানবণ্টন
MCQ পরীক্ষার মানবণ্টন
প্রার্থীদের 100 নম্বরের লিখিত পরীক্ষায় (MCQ) বসতে হবে।
(a) Mathematics-35
(b) English-35
(c) General Knowledge-30
বিইউপি FST ইউনিটে মানবন্টন
প্রার্থীদের 80 নম্বরের লিখিত পরীক্ষায় (MCQ) বসতে হবে
(i) Mathematics - 25/ Biology - 25
(ii) Physics - 20
(iii) Chemistry -20
(iv) English - 15
(প্রার্থীকে অবশ্যই ICE বা CSE বা ES এর জন্য গণিতের উত্তর দিতে হবে, কিন্তু শুধুমাত্র ES বেছে নিতে হলে অবশ্যই জীববিজ্ঞানের উত্তর দিতে হবে)
বিইউপি ভর্তি পরীক্ষার মেধা তালিকা
পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য ইংরেজিতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। সকল অনুষদের প্রার্থীদের মূল্যায়নের জন্য নিম্নলিখিত মার্ক বন্টন অনুসরণ করা হবে:
লিখিত পরীক্ষা=70%,
Viva-voce=10%,
HSC/সমমান ফলাফল=10% এবং
SSC/সমমান ফলাফল=10%
(মোট=100%)।
Q. বিইউপিতে চান্স পেতে কতো নাম্বার পেতে হবে ?
Ans. মোট নম্বরের ৪০% পাশ নম্বর হিসেবে গণ্য করা হবে। বিইউপিতে চান্স পেতে মোট ১০০ নম্বরের ৪৫- ৫০ % + অবশিষ্ট ২০ নম্বর প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ৬৫-৭০ নাম্বার পেতে হবে শিক্ষার্থীর।
বিইউপি ভর্তির জন্য অনলাইনে আবেদনের পদ্ধতি
আবেদন ফি পরিশোধের পূর্বে অবশ্যই পিডিএফ ভর্তি নির্দেশিকার আবেদন পদ্ধতি অংশটি ভালোভাবে পড়ে নিতে হবে। এ সম্পর্কে অভিজ্ঞ কারো সহায়তা নিলে ভালো হয়। যদি নিজে নিজে মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে অনলাইন আবেদন করতে চাও তবে ইউটিউব থেকে ভিডিওটি দেখতে পারো
নির্দেশাবলী প্রতিটি অনুষদের জন্য আবেদন প্রক্রিয়াকরণ ফি 1000 টাকা (শুধু এক হাজার)। আবেদন ফি আপনার পছন্দের কার্ড/মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। সার্ভিস চার্জ প্রযোজ্য। বিশদ অর্থপ্রদানের পদ্ধতি ভর্তির ওয়েবসাইট admission.bup.edu.bd-এ ‘কীভাবে আবেদন করতে হবে’ লিঙ্কে পাওয়া যাচ্ছে বিস্তারিত আবেদনের পদ্ধতি (ভিডিও) BUP ওয়েবসাইট: www.bup.edu.bd-এ পাওয়া যাবে।
বিইউপি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হেল্পলাইন
বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩
বিইউপি অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ভর্তি পরীক্ষায় তিনটি বিভাগের ৪ টি ইউনিটের মাধ্যমে মোট কয়েক লাখ শিক্ষার্থী বিইউপির অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যারা বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল খুঁজছেন তারা Admission Talks ওয়েবসাইট থেকে বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩ পেয়ে যাবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে বিইউপির সকল ইউনিটের ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন। সবার আগে বিইউপি ভর্তি পরীক্ষার ফলাফল এতে আমাদের সাথেই থাকুন।
ভর্তি পরীক্ষার আপডেট প্রতিদিন এক ক্লিকে পেতে আমাদের Android App: Admission Talks তোমার ফোনে ইন্সটল করে নাও। আর সাপ্তাহিক ভর্তি পরীক্ষার আপডেট পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে।
YouTube channel: https://www.youtube.com/@admissiontalks
দৃষ্টি আকর্ষণ : উক্ত পোস্টে উপস্থাপিত সব তথ্য দক্ষতা ও অভিজ্ঞতা সাথে ইন্টারনেট , বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট , বিভিন্ন জাতীয় প্রত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। একজন মানুষ কখনোই সম্পূর্ণভাবে ভূল ত্রুটির ঊর্দ্ধে নয় তাই আমাদের যদি কোন অনিচ্ছাকৃত ভুল থাকলে সকল ভূল সমূহের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমাপ্রার্থী এবং প্রাপ্ত ভূল ত্রুটির জন্য আমরা কোন ভাবেই দায়ি নই এবং ভর্তি যোদ্ধা ও অভিভাবকদের অনুরোধ করছি যদি কোন অনিচ্ছাকৃত ভুল পরিলক্ষিত হলে পোস্টের কমেন্ট , contact us পেইজে কিংবা আমাদের ফেসবুক পেজ/গ্রুপে অভিহিত করুন।
ফেসবুক গ্রুপ : Admission Information and Help Desk