জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । (PDF নিচে প্রদত্ত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ju admission

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও তথ্য ২০২০-২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখনো ইউনিট প্রতি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি বিশ্ববিদ্যিালয়টি।

Download your Admit Card 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক
  1. আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারী আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। নগদ, বিকাশ অথবা রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সর্বমোট ৫ টি ধাপে (ক, খ, গ, ঘ, ঙ) এই আবেদন সম্পন্ন করতে পারবে
ছবি ও স্বাক্ষর আপলোড

আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে “ছবি আপলোড করুন” ও “স্বাক্ষর আপলোড করুন” অপশনগুলোতে যথাক্রমে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইট এর বেশি নয়) স্ক্যান করে .jpg অথবা .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে। ইউনিট ভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের সময়েও juniv-admission.org ওয়েবসাইটে আবেদনকারী “লগইন” করে প্রদর্শিত স্ক্রীনের বামদিকের অংশে ছবি ও স্বাক্ষর আপলোড করার অপশন খুঁজে পাবেন। এছাড়াও ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে পারবেন।

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ ও আবেদনের নিয়ম অত্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।
Read Circular First, then  Apply
juniv-admission.org

সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য)

আবেদনের শুরু: ২০ জুন ২০২১ 
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২১
আবেদন ফি :
A, B, C, D, E ইউনিট : ৬০০ টাকা
C1, F, G, H, I ইউনিট :  ৪০০ টাকা

ju admission

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা


জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং জাবির মোট আসনসংখ্যা ১৮৮৯ টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ থাকে। নিচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুযায়ী তালিকা দেওয়া হল :
  • A ইউনিট : ৪১০ টি =  ২৩৫ টি (ছাত্র) + ১৭৫ টি (ছাত্রী)
  • B ইউনিট : ৩২৬ টি = ১৬৩ টি (ছাত্র)  + ১৬৩ টি (ছাত্রী)
  • C ইউনিট : *
  • C1 ইউনিট : *
  • D  ইউনিট: ৩২০ টি = ১৬০ টি (ছাত্র) + ১৬০ টি (ছাত্রী)
  • E  ইউনিট : ২০০ টি = ১০০ টি (ছাত্র)  + ১০০ টি (ছাত্রী)
  • F ইউনিট : ৬০ টি = ৩০ টি (ছাত্র) + ৩০ টি (ছাত্রী)
  • G ইউনিট : ৫০ টি =  ২৫ টি (ছাত্র) + ২৫ টি (ছাত্রী)
  • H ইউনিট : ৫৬ টি = ২৮ টি (ছাত্র) + ২৮ টি (ছাত্রী)
  • I  ইউনিট : ৩০ টি = ১৫ টি (ছাত্র) + ১৫ টি (ছাত্রী)
* C ও C1 ইউনিটের আসন সংখ্যার কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি । উল্লেখ্য যে, C ইউনিটে বিভিন্ন বিভাগের জন্য ছাত্র ও ছাত্রীদের আলাদা মেরিট লিষ্ট প্রকাশ করা হয় ।


ju admission
আবেদনের যোগ্যতা :

২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক HSC  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে এসএসসি SSC বা সমানের পরীক্ষায় পাশ করতে হবে । মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয়সহ (৪র্থ বিষয়) মোট জিপিএ গণনা করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি ইউনিট রয়েছে। 

➡️ বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন । নিচে সকল ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল :

⏺ A ইউনিট ( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। 

⏺  B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ ) : SSC ও HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

⏺  C ইউনিট (কলা ও মানবিক অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

⏺  C1 ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) : SSC ও HSC উভয় পরীক্ষায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ন্যূনতম জিপি ৩.২৫ এবং চারুকলা বিভাগের জন্য ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে ।

⏺  D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

⏺  E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।

⏺  F ইউনিট (আইন অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

⏺  G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

⏺  H ইউনিট (ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি -আইআইটি ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

⏺  I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

ju admission

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখসমূহ :

ভর্তি পরীক্ষার তারিখ  নির্ধারণ করা হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে সমন্বয় পূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় সূচি নির্ধারণ করা হবে 

★ জাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সবার আগে পেতে Facebook Page এ ফলো দিয়ে কানেক্ট থাকো।

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তির অত্যন্ত নীতি ও নিয়ম মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।

 সার্কুলার এ আরও বিস্তারিত পড়ুন… 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক (সব ইউনিট)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন :

সকল ইউনিটে ০ নম্বরের MCQ পরীক্ষা হবে। বাংলা ও ইংরেজী উভয়ই মাধ্যম এ
পাস মার্ক :  33 % . সময় : 55 মিনি 
⏺  A ইউনিট : গণিত = ২২ , পদার্থ = ২২ , রসায়ন = ২২ , বাংলা = ৩ , ইংরেজি = ৩, এবং IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) = ৮ নম্বর।

⏺  B ইউনিট : বাংলা ১০  ইংরেজি ১৫ গণিত ১৫ , সাধারণ জ্ঞান ২৫ ও IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) ১৫ নম্বর।

⏺  C ইউনিট : বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।

⏺  C1 ইউনিট : বাংলা ১০ , ইংরেজি ১০ এবং অনুষদ সংশ্লিষ্ট বিষয় ৬০ নম্বর।
সি ১ ইউনিটে নাটক ও নাট‍্যতত্ত‍্ব‍্য বিভাগ ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব‍্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে।

⏺  D ইউনিট : বাংলা ৪, ইংরেজি ৪, IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) ৪ নম্বর , রসায়ন ২৪ , উদ্ভিদবিদ্যা ২২ , প্রাণীবিদ্যা ২২  নম্বর।

⏺  E ইউনিট :
কমার্স : বাংলা ১৫ , ইংরেজি ৩০ , গণিত ১৫ , হিসাববিজ্ঞান এবং ব‍্যবসায় সংগঠন ২০  নম্বর।
বিজ্ঞান/ মানবিক :  বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫ এবং সাধারণ জ্ঞান ২০  নম্বর।
( এই ইউনিটের পরীক্ষার প্রশ্ন শুধু বাংলা মাধ্যমে অনুষ্ঠিত হবে)

⏺  F ইউনিট :  বাংলা ২৫ , ইংরেজি ২৫ , এবং সাম্প্রতিক ও IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) ৩০ নম্বর।

⏺  ইউনিট (JU - IBA ) : বাংলা ৫ , ইংরেজি ৩০, Mathematical Aptitude and IQ ৩০ , সাম্প্রতিক ও বিশ্লেষনমূলক ১৫  নম্বর।

⏺  H ইউনিট : বাংলা ৫ , ইংরেজি ১৫ , গণিত ৪০ , পদার্থ ২০  নম্বর।

⏺  I ইউনিট : বাংলা ১৫ , ইংরেজি ১৫ , বিশ্ব সাহিত্য ১০ , সাধারণ জ্ঞান ১০ , সংস্কৃতি ৫ , নৃবিজ্ঞান ৫ , প্রত্নতত্ত্ব ৫ , বঙ্গবন্ধু - মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ১০ এবং ইতিহাস-ঐতিহ‍্য ৫  নম্বর।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, # ju admission, #jahangirnagar university admission circular 2020-21
Next Post Previous Post