জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । (PDF নিচে প্রদত্ত)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও তথ্য ২০২০-২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখনো ইউনিট প্রতি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি বিশ্ববিদ্যিালয়টি।
Download your Admit Card
- আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারী আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। নগদ, বিকাশ অথবা রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সর্বমোট ৫ টি ধাপে (ক, খ, গ, ঘ, ঙ) এই আবেদন সম্পন্ন করতে পারবে।
ছবি ও স্বাক্ষর আপলোড
আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে “ছবি আপলোড করুন” ও “স্বাক্ষর আপলোড করুন” অপশনগুলোতে যথাক্রমে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইট এর বেশি নয়) স্ক্যান করে .jpg অথবা .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে। ইউনিট ভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের সময়েও juniv-admission.org ওয়েবসাইটে আবেদনকারী “লগইন” করে প্রদর্শিত স্ক্রীনের বামদিকের অংশে ছবি ও স্বাক্ষর আপলোড করার অপশন খুঁজে পাবেন। এছাড়াও ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে পারবেন।
ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ ও আবেদনের নিয়ম অত্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।
Read Circular First, then Apply
সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য)
আবেদনের শুরু: ২০ জুন ২০২১
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২১
আবেদন ফি :
A, B, C, D, E ইউনিট : ৬০০ টাকা
C1, F, G, H, I ইউনিট : ৪০০ টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং জাবির মোট আসনসংখ্যা ১৮৮৯ টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ থাকে। নিচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুযায়ী তালিকা দেওয়া হল :
- A ইউনিট : ৪১০ টি = ২৩৫ টি (ছাত্র) + ১৭৫ টি (ছাত্রী)
- B ইউনিট : ৩২৬ টি = ১৬৩ টি (ছাত্র) + ১৬৩ টি (ছাত্রী)
- C ইউনিট : *
- C1 ইউনিট : *
- D ইউনিট: ৩২০ টি = ১৬০ টি (ছাত্র) + ১৬০ টি (ছাত্রী)
- E ইউনিট : ২০০ টি = ১০০ টি (ছাত্র) + ১০০ টি (ছাত্রী)
- F ইউনিট : ৬০ টি = ৩০ টি (ছাত্র) + ৩০ টি (ছাত্রী)
- G ইউনিট : ৫০ টি = ২৫ টি (ছাত্র) + ২৫ টি (ছাত্রী)
- H ইউনিট : ৫৬ টি = ২৮ টি (ছাত্র) + ২৮ টি (ছাত্রী)
- I ইউনিট : ৩০ টি = ১৫ টি (ছাত্র) + ১৫ টি (ছাত্রী)
* C ও C1 ইউনিটের আসন সংখ্যার কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি । উল্লেখ্য যে, C ইউনিটে বিভিন্ন বিভাগের জন্য ছাত্র ও ছাত্রীদের আলাদা মেরিট লিষ্ট প্রকাশ করা হয় ।
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

আবেদনের যোগ্যতা :
২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে এসএসসি SSC বা সমানের পরীক্ষায় পাশ করতে হবে । মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয়সহ (৪র্থ বিষয়) মোট জিপিএ গণনা করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি ইউনিট রয়েছে।
➡️ বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন । নিচে সকল ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল :
⏺ A ইউনিট ( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
⏺ B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ ) : SSC ও HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
⏺ C ইউনিট (কলা ও মানবিক অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
⏺ C1 ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) : SSC ও HSC উভয় পরীক্ষায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ন্যূনতম জিপি ৩.২৫ এবং চারুকলা বিভাগের জন্য ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে ।
⏺ D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
⏺ E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।
⏺ F ইউনিট (আইন অনুষদ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
⏺ G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
⏺ H ইউনিট (ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি -আইআইটি ) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
⏺ I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) : SSC ও HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখসমূহ :
ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে সমন্বয় পূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় সূচি নির্ধারণ করা হবে
★ জাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সবার আগে পেতে Facebook Page এ ফলো দিয়ে কানেক্ট থাকো।
ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তির অত্যন্ত নীতি ও নিয়ম মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।
সার্কুলার এ আরও বিস্তারিত পড়ুন…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক (সব ইউনিট)
আরও কিছু ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন :
সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পরীক্ষা হবে। বাংলা ও ইংরেজী উভয়ই মাধ্যম এ
পাস মার্ক : 33 % . সময় : 55 মিনিট
⏺ A ইউনিট : গণিত = ২২ , পদার্থ = ২২ , রসায়ন = ২২ , বাংলা = ৩ , ইংরেজি = ৩, এবং IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) = ৮ নম্বর।
⏺ B ইউনিট : বাংলা ১০ ইংরেজি ১৫ গণিত ১৫ , সাধারণ জ্ঞান ২৫ ও IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) ১৫ নম্বর।
⏺ C ইউনিট : বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
⏺ C1 ইউনিট : বাংলা ১০ , ইংরেজি ১০ এবং অনুষদ সংশ্লিষ্ট বিষয় ৬০ নম্বর।
সি ১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব্য বিভাগ ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে।
⏺ D ইউনিট : বাংলা ৪, ইংরেজি ৪, IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) ৪ নম্বর , রসায়ন ২৪ , উদ্ভিদবিদ্যা ২২ , প্রাণীবিদ্যা ২২ নম্বর।
⏺ E ইউনিট :
কমার্স : বাংলা ১৫ , ইংরেজি ৩০ , গণিত ১৫ , হিসাববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ২০ নম্বর।
বিজ্ঞান/ মানবিক : বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫ এবং সাধারণ জ্ঞান ২০ নম্বর।
( এই ইউনিটের পরীক্ষার প্রশ্ন শুধু বাংলা মাধ্যমে অনুষ্ঠিত হবে)
বিজ্ঞান/ মানবিক : বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫ এবং সাধারণ জ্ঞান ২০ নম্বর।
( এই ইউনিটের পরীক্ষার প্রশ্ন শুধু বাংলা মাধ্যমে অনুষ্ঠিত হবে)
⏺ F ইউনিট : বাংলা ২৫ , ইংরেজি ২৫ , এবং সাম্প্রতিক ও IQ (বিজ্ঞানবিষয়ক বুদ্ধিমত্তা) ৩০ নম্বর।
⏺ G ইউনিট (JU - IBA ) : বাংলা ৫ , ইংরেজি ৩০, Mathematical Aptitude and IQ ৩০ , সাম্প্রতিক ও বিশ্লেষনমূলক ১৫ নম্বর।
⏺ H ইউনিট : বাংলা ৫ , ইংরেজি ১৫ , গণিত ৪০ , পদার্থ ২০ নম্বর।
⏺ I ইউনিট : বাংলা ১৫ , ইংরেজি ১৫ , বিশ্ব সাহিত্য ১০ , সাধারণ জ্ঞান ১০ , সংস্কৃতি ৫ , নৃবিজ্ঞান ৫ , প্রত্নতত্ত্ব ৫ , বঙ্গবন্ধু - মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ১০ এবং ইতিহাস-ঐতিহ্য ৫ নম্বর।
#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, # ju admission, #jahangirnagar university admission circular 2020-21


